নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশ আলোচনা সভাটির আয়োজন করে।
হাইকমিশনার বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সহায়তা দেওয়া ভারতের নীতি। আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম।’
বাংলাদেশকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
হাইকমিশনার বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দীর্ঘপথ চলায় দুই দেশ আজ বিশ্বে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত। মহামারি, সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ বিশ্বমঞ্চে একত্রে কাজ করছে। জাতীয় উন্নয়নের মাধ্যমে দুই দেশ অর্থনীতি, সমাজ ও জনগণের মধ্যে সুদৃঢ় যোগসূত্র স্থাপন করতে চায়।
শহীদ বুদ্ধিজীবী দিবসকে শোকের দিন অভিহিত করে প্রণয় ভার্মা বলেন, বুদ্ধিজীবীদের আত্মদান বৃথা যায়নি। সার্বভৌমত্ব অর্জনের পর থেকে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য ৫২ বছর আগে তাঁদের অকুতোভয় আত্মত্যাগ চির-অমর হয়ে থাকবে।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ অন্যরা।
ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশ আলোচনা সভাটির আয়োজন করে।
হাইকমিশনার বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সহায়তা দেওয়া ভারতের নীতি। আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম।’
বাংলাদেশকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
হাইকমিশনার বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দীর্ঘপথ চলায় দুই দেশ আজ বিশ্বে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত। মহামারি, সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ বিশ্বমঞ্চে একত্রে কাজ করছে। জাতীয় উন্নয়নের মাধ্যমে দুই দেশ অর্থনীতি, সমাজ ও জনগণের মধ্যে সুদৃঢ় যোগসূত্র স্থাপন করতে চায়।
শহীদ বুদ্ধিজীবী দিবসকে শোকের দিন অভিহিত করে প্রণয় ভার্মা বলেন, বুদ্ধিজীবীদের আত্মদান বৃথা যায়নি। সার্বভৌমত্ব অর্জনের পর থেকে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য ৫২ বছর আগে তাঁদের অকুতোভয় আত্মত্যাগ চির-অমর হয়ে থাকবে।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ অন্যরা।
বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, পুলিশ ক্যাডারে কাউকে সুপারিশ করার আগেই তাঁর বৈবাহিক, শারীরিক ও অন্যান্য বিষয়াদি খতিয়ে দেখা দরকার।
২৪ মিনিট আগে‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগান নিয়ে এই সেবা আউটলেটের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে কার্যকর সরকারি সেবা দিয়ে জনগণের ক্ষমতায়ন করা হবে। ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল, বয়স্ক ভাতা, স্কুলে ভর্তি, জলবায়ু কর্মসূচির তথ্যও পাওয়া যাবে।
১ ঘণ্টা আগেসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
১ ঘণ্টা আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১১ ঘণ্টা আগে