Ajker Patrika

বিদেশ ভ্রমণে ই-সিম ব্যবহার

ফিচার ডেস্ক
বিদেশ ভ্রমণে ই-সিম ব্যবহার

বিদেশ ভ্রমণে গিয়ে সবার আগে পর্যটকেরা ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যায় পড়েন। এয়ারপোর্টে নেমেই স্থানীয় সিম খোঁজা, নতুন প্যাকেজ নেওয়া, ফোনের সেটিংস পরিবর্তন—সব মিলিয়ে বিষয়টা বেশ সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ। এই সমস্যার আধুনিক সমাধান এখন ই-সিম বা ইলেকট্রনিক সিম।

একটি কিউআর কোড স্ক্যান করলেই যেকোনো মোবাইল ফোনে সক্রিয় হয়ে যাবে বিদেশি সংযোগ। সে জন্য আলাদা সিমকার্ড ব্যবহার করতে হবে না।

দেশ অনুসারে প্যাকেজ বাছাই করুন

ই-সিম ব্যবহারের জন্য প্রথমে দরকার একটি ই-সিম সাপোর্টেড মোবাইল ফোন। এরপর নির্ভরযোগ্য একটি ই-সিম অ্যাপ বা ওয়েবসাইট থেকে কিনে নিতে হবে নির্দিষ্ট দেশের ডেটা প্যাক।

কোথা থেকে ই-সিম কিনবেন

  • এয়ারালো
  • হোলাফ্লাই
  • নোমেড
  • ট্রুফোন
  • গিগস্কাই

এই অ্যাপ ও ওয়েবসাইটগুলোতে পছন্দের দেশ বা অঞ্চল সিলেক্ট করে ডেটা প্যাকেজ কেনা যায়। তারপর কিউআর কোড স্ক্যান করলেই ই-সিম ইনস্টল হয়ে যাবে আপনার মোবাইল ফোনে।

সুবিধা

  • বিদেশে নেমেই ইন্টারনেট
  • সিমের ঝামেলা নেই
  • একই ডিভাইসে একাধিক ই-সিম রাখা যায়
  • নম্বর আলাদা করে ব্যবহার করা যায়

অসুবিধা

  • মোবাইল ফোন নষ্ট হলে সহজে ই-সিম বদলানো যায় না
  • একসঙ্গে সব ই-সিম অ্যাকটিভ রাখা যায় না
  • কিছু দেশে এখনো পুরোপুরি ই-সিম সুবিধা নেই
  • ভবিষ্যতে বিদেশ ভ্রমণে পাসপোর্ট ও টিকিটের মতো ই-সিম হবে জরুরি বিষয়। তাই দ্রুত এর সঙ্গে মানিয়ে নিতে হবে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত