ভ্রমণ ডেস্ক
আসছে ভালোবাসার দিন ভ্যালেন্টাইনস ডে। শুধুই কি খাওয়াদাওয়া আর উপহারে সীমাবদ্ধ রাখবেন দিনটি? বরং ঘুরে আসুন। তাতে তৈরি হবে স্মৃতি, কাটবে একঘেয়ে জীবনের গুমোট ভাব। সহজ ও পরিচিত গন্তব্য অনেক আছে। সমুদ্রপ্রেমীদের জন্য আছে আদি এবং অকৃত্রিম কক্সবাজার ও সেন্ট মার্টিন।
পাহাড়প্রেমীদের জন্য আছে পুরো পার্বত্য চট্টগ্রাম। আর যাঁরা রোমাঞ্চ খোঁজেন, তাঁদের জন্য নেপাল বা ভারতের বিভিন্ন ট্রেকিং পয়েন্ট। যাঁরা একটু রিলাক্স ভ্রমণ করতে চান প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব নিয়ে, তাঁদের জন্য আছে ঢাকাসহ বিভিন্ন জায়গার বিলাসী রিসোর্ট।
নতুন জায়গায় যেতে চাইলে আমাদের পরামর্শ পটুয়াখালী— চলে যান। কুয়াকাটাকে কেন্দ্র করে এর আশপাশের দ্বীপ ও চরে নিরাপদে ঘুরে বেড়ানো যায়।
কাউয়ার চর সৈকত: কুয়াকাটা থেকে এর দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। স্থানীয়ভাবে এটি গঙ্গামতি সৈকত নামেও পরিচিত। এখান থেকে সূর্যোদয় দেখা যায়। আছে বন বিভাগের নয়নাভিরাম ঝাউবন। ভোরে কুয়াকাটা থেকে মোটরসাইকেল কিংবা অটোরিকশা অথবা বিচ কার নিয়ে যাওয়া যাবে গঙ্গামতি বা কাউয়ার চর।
চর বিজয় সৈকত: কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের বুকে এই চর। এখন সেখানে গেলে দেখা যাবে লাল কাঁকড়া এবং অসংখ্য পরিযায়ী পাখি। বিচিত্র মাছ দেখা যায় এই অংশের সাগরে।
চর তুফানিয়া সৈকত: ভ্যালেন্টাইনকে তুফান করে তুলতে যেতে পারেন কুয়াকাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের এই দ্বীপে। এখানেও লাল কাঁকড়া দেখা যাবে। এখানে আছে ৫০০ একরের বনাঞ্চল।
জাহাজমারা সৈকত: বেশ পরিচিত এই সৈকতের নাম। এখানে সাগরের ঢেউয়ের তালে বিচিত্র প্রজাতির মাছের ছোটাছুটি চোখে পড়ে। এই সৈকতের প্রধান আকর্ষণ সূর্যাস্ত।
সোনার চর: কুয়াকাটা থেকে দক্ষিণে ১০ কিলোমিটার দূরে সাগরের মাঝে নয়নাভিরাম দ্বীপ সোনার চর। এখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয়
দেখা যায়। আছে ম্যানগ্রোভ বন। রয়েছে ৪ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকত। এখানে ক্যাম্পিং করা যায়।
চর হেয়ার: সোনার চর থেকে এক কিলোমিটার দূরে চর হেয়ার দ্বীপ। স্থানীয়ভাবে এটি কলাগাছিয়ার চর নামে পরিচিত। এর বিশাল সৈকতে অসংখ্য পাখি দেখা যায়।
ফাতরার চর: কুয়াকাটা থেকে ১০ কিলোমিটার পশ্চিমে নীল জলরাশির ওপর সবুজে ঘেরা ফাতরার বন বা ফাতরার চর। এটি সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল। এখানে আছে বন বিভাগের রেস্টহাউস। আছে অসংখ্য পাখি। চরের পূর্ব অংশে রয়েছে একটি ছোট সমুদ্রসৈকত। ভাটার সময় নামা যাবে সৈকতটিতে।
নিদ্রা সৈকত: ফাতরার চর থেকে ১০ কিলোমিটার দূরে একদিকে সাগর, অন্যদিকে নদী আর মাঝখানে বেড়ে ওঠা কেওড়া ও ঝাউবনে ঘেরা সবুজ দৃষ্টিনন্দন দ্বীপ নিদ্রার চর। রাতে তাঁবু টানিয়ে থাকা যায়।
শুভ সন্ধ্যা সৈকত: নিদ্রা সৈকত থেকে ৪ কিলোমিটার দূরে শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টেংরাগিরির অংশ। এই সৈকত বেশ নির্জন।
লেম্বুর চর: কুয়াকাটা থেকে ৫ কিলোমিটার পূর্বে লেবুর বনে ঘেরা দ্বীপ লেম্বুর চর বা নেম্বুর চর। তিন নদীর মোহনায় এর সৈকত থেকে সূর্যাস্ত দেখা যায়। এক হাজার একর আয়তনের লেম্বুর চরে বিভিন্ন প্রজাতির গাছ আছে।
যেভাবে যাবেন: কুয়াকাটা থেকে এই দ্বীপগুলোর কোনো কোনোটিতে হেঁটে যাওয়া যায়, কোনোটিতে যেতে হয় ট্রলার বা স্পিডবোটে। আবার এক দ্বীপ থেকে অন্য দ্বীপেও যাওয়া যায়।
আসছে ভালোবাসার দিন ভ্যালেন্টাইনস ডে। শুধুই কি খাওয়াদাওয়া আর উপহারে সীমাবদ্ধ রাখবেন দিনটি? বরং ঘুরে আসুন। তাতে তৈরি হবে স্মৃতি, কাটবে একঘেয়ে জীবনের গুমোট ভাব। সহজ ও পরিচিত গন্তব্য অনেক আছে। সমুদ্রপ্রেমীদের জন্য আছে আদি এবং অকৃত্রিম কক্সবাজার ও সেন্ট মার্টিন।
পাহাড়প্রেমীদের জন্য আছে পুরো পার্বত্য চট্টগ্রাম। আর যাঁরা রোমাঞ্চ খোঁজেন, তাঁদের জন্য নেপাল বা ভারতের বিভিন্ন ট্রেকিং পয়েন্ট। যাঁরা একটু রিলাক্স ভ্রমণ করতে চান প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব নিয়ে, তাঁদের জন্য আছে ঢাকাসহ বিভিন্ন জায়গার বিলাসী রিসোর্ট।
নতুন জায়গায় যেতে চাইলে আমাদের পরামর্শ পটুয়াখালী— চলে যান। কুয়াকাটাকে কেন্দ্র করে এর আশপাশের দ্বীপ ও চরে নিরাপদে ঘুরে বেড়ানো যায়।
কাউয়ার চর সৈকত: কুয়াকাটা থেকে এর দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। স্থানীয়ভাবে এটি গঙ্গামতি সৈকত নামেও পরিচিত। এখান থেকে সূর্যোদয় দেখা যায়। আছে বন বিভাগের নয়নাভিরাম ঝাউবন। ভোরে কুয়াকাটা থেকে মোটরসাইকেল কিংবা অটোরিকশা অথবা বিচ কার নিয়ে যাওয়া যাবে গঙ্গামতি বা কাউয়ার চর।
চর বিজয় সৈকত: কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের বুকে এই চর। এখন সেখানে গেলে দেখা যাবে লাল কাঁকড়া এবং অসংখ্য পরিযায়ী পাখি। বিচিত্র মাছ দেখা যায় এই অংশের সাগরে।
চর তুফানিয়া সৈকত: ভ্যালেন্টাইনকে তুফান করে তুলতে যেতে পারেন কুয়াকাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের এই দ্বীপে। এখানেও লাল কাঁকড়া দেখা যাবে। এখানে আছে ৫০০ একরের বনাঞ্চল।
জাহাজমারা সৈকত: বেশ পরিচিত এই সৈকতের নাম। এখানে সাগরের ঢেউয়ের তালে বিচিত্র প্রজাতির মাছের ছোটাছুটি চোখে পড়ে। এই সৈকতের প্রধান আকর্ষণ সূর্যাস্ত।
সোনার চর: কুয়াকাটা থেকে দক্ষিণে ১০ কিলোমিটার দূরে সাগরের মাঝে নয়নাভিরাম দ্বীপ সোনার চর। এখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয়
দেখা যায়। আছে ম্যানগ্রোভ বন। রয়েছে ৪ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকত। এখানে ক্যাম্পিং করা যায়।
চর হেয়ার: সোনার চর থেকে এক কিলোমিটার দূরে চর হেয়ার দ্বীপ। স্থানীয়ভাবে এটি কলাগাছিয়ার চর নামে পরিচিত। এর বিশাল সৈকতে অসংখ্য পাখি দেখা যায়।
ফাতরার চর: কুয়াকাটা থেকে ১০ কিলোমিটার পশ্চিমে নীল জলরাশির ওপর সবুজে ঘেরা ফাতরার বন বা ফাতরার চর। এটি সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল। এখানে আছে বন বিভাগের রেস্টহাউস। আছে অসংখ্য পাখি। চরের পূর্ব অংশে রয়েছে একটি ছোট সমুদ্রসৈকত। ভাটার সময় নামা যাবে সৈকতটিতে।
নিদ্রা সৈকত: ফাতরার চর থেকে ১০ কিলোমিটার দূরে একদিকে সাগর, অন্যদিকে নদী আর মাঝখানে বেড়ে ওঠা কেওড়া ও ঝাউবনে ঘেরা সবুজ দৃষ্টিনন্দন দ্বীপ নিদ্রার চর। রাতে তাঁবু টানিয়ে থাকা যায়।
শুভ সন্ধ্যা সৈকত: নিদ্রা সৈকত থেকে ৪ কিলোমিটার দূরে শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টেংরাগিরির অংশ। এই সৈকত বেশ নির্জন।
লেম্বুর চর: কুয়াকাটা থেকে ৫ কিলোমিটার পূর্বে লেবুর বনে ঘেরা দ্বীপ লেম্বুর চর বা নেম্বুর চর। তিন নদীর মোহনায় এর সৈকত থেকে সূর্যাস্ত দেখা যায়। এক হাজার একর আয়তনের লেম্বুর চরে বিভিন্ন প্রজাতির গাছ আছে।
যেভাবে যাবেন: কুয়াকাটা থেকে এই দ্বীপগুলোর কোনো কোনোটিতে হেঁটে যাওয়া যায়, কোনোটিতে যেতে হয় ট্রলার বা স্পিডবোটে। আবার এক দ্বীপ থেকে অন্য দ্বীপেও যাওয়া যায়।
‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২ ঘণ্টা আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
৪ ঘণ্টা আগেত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
১২ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
১৩ ঘণ্টা আগে