Ajker Patrika

বাংলাদেশি পর্বতারোহী মুহিতের হিমালয়ের ‘থরং’ শিখর বিজয়

অনলাইন ডেস্ক
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত হিমালয়ের ‘থরং’ শিখর জয় করেছেন। প্রায় ২ হাজার ৪০০ ফুট পাথরের বোল্ডার ও খাড়া হিমবাহে আরোহণ শেষে ৫ নভেম্বর সকালে ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। এর আগে এম এ মুহিত দুবার এভারেস্ট চূড়ায় পৌঁছান তিনি।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে পতাকা-প্রত্যর্পণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত ‘থরং’ পর্বতশিখর ২০ হাজার ১৫৭ ফুট উঁচু। বাংলাদেশের পর্বতারোহী এম এ মুহিত চলতি বছর ২৫ অক্টোবর নেপাল যান এবং ২৯ অক্টোবর ‘চামে’ গ্রাম (উচ্চতা ৮,৭৬০ ফুট) থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৫০ কিমি ট্রেকিং করে তিনি ৩ নভেম্বর বেস-ক্যাম্পে পৌঁছান এবং ৪ নভেম্বর ১৭ হাজার ৭৭০ ফুট উচ্চতায় হাই-ক্যাম্প স্থাপন করেন।

গাইড মিংমা চিরি শেরপা ও আং দর্জি শেরপাকে সঙ্গে নিয়ে তিনি ৪ নভেম্বর রাত ১১ট ৪৫ মিনিটে হাই-ক্যাম্প থেকে চূড়ান্ত-আরোহণ শুরু করেন। পরে ৫ নভেম্বর নেপাল সময় সকাল ৬টা ২০ মিনিটে তাঁরা ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। ‘থরং’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পনসর করেছে ইস্পাহানি টি লিমিটেড ও চ্যানেল ২৪।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার-সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মো. এমদাদুল ইসলাম এবং চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত