উড়োজাহাজের কল্যাণে অনেক লম্বা দূরত্বও কম সময়ে পাড়ি দিতে পারি আমরা। তবে স্বাভাবিকভাবেই এতে খরচটাও বেশি পড়ে। তবে কোনো কোনো এয়ারলাইন এই খরচটাও তুলনামূলক বিচারে কম রাখছে। আর এ ক্ষেত্রে সবাইকে টেক্কা দিয়েছে এয়ারএশিয়া। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের তালিকায় বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী বিমান সংস্থা এয়ারএশিয়া।
গত সোমবার এই ফলাফল ঘোষণা করা হয়। স্কাইট্র্যাক্সের এই তালিকায় ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারলাইন হয়েছে কাতার এয়ারওয়েজ। শুধু সেরা বিমান সংস্থা নয়, সেরা কেবিন স্টাফ, আঞ্চলিক সেবা, সাশ্রয়ী বিমান সংস্থাসহ আরও নানা বিভাগে সেরাদের নাম প্রকাশ করেছে বিমানবন্দর ও বিমান সংস্থার মান নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।
অবশ্য খম খরচের এয়ারলাইনের তালিকায় প্রথম স্থানটি অর্জন এয়ারএশিয়ার জন্য নতুন কিছু নয়। বলা চলে এই বিভাগের প্রথম স্থানটি অনেকটা নিজের করে নিয়েছে তারা। ২০১০ সাল থেকেই এটি তাদের দখলে।
এদিকে কম খরচের বা সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় দ্বিতীয় স্থানটি সিঙ্গাপুরের স্কুটের। আর স্পেনের ভলোতেয়ার অবস্থান সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় তিনে। স্কাইট্র্যাক্সের বিবেচনায় ভারত ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন হলো ইনডিগো।
লন্ডনের বিখ্যাত হিথ্রো বিমানবন্দরের কাছে এক রাজকীয় ম্যানসনে হয় স্কাইট্র্যাক্সের সেরা এয়ারলাইনের তালিকা প্রকাশের অনুষ্ঠানটি। বিভিন্ন এয়ারলাইনের কর্মকর্তা ও কেবিন ক্রুরা এতে অংশ নেন।
সূত্র: ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস ডট কম
উড়োজাহাজের কল্যাণে অনেক লম্বা দূরত্বও কম সময়ে পাড়ি দিতে পারি আমরা। তবে স্বাভাবিকভাবেই এতে খরচটাও বেশি পড়ে। তবে কোনো কোনো এয়ারলাইন এই খরচটাও তুলনামূলক বিচারে কম রাখছে। আর এ ক্ষেত্রে সবাইকে টেক্কা দিয়েছে এয়ারএশিয়া। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের তালিকায় বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী বিমান সংস্থা এয়ারএশিয়া।
গত সোমবার এই ফলাফল ঘোষণা করা হয়। স্কাইট্র্যাক্সের এই তালিকায় ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারলাইন হয়েছে কাতার এয়ারওয়েজ। শুধু সেরা বিমান সংস্থা নয়, সেরা কেবিন স্টাফ, আঞ্চলিক সেবা, সাশ্রয়ী বিমান সংস্থাসহ আরও নানা বিভাগে সেরাদের নাম প্রকাশ করেছে বিমানবন্দর ও বিমান সংস্থার মান নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।
অবশ্য খম খরচের এয়ারলাইনের তালিকায় প্রথম স্থানটি অর্জন এয়ারএশিয়ার জন্য নতুন কিছু নয়। বলা চলে এই বিভাগের প্রথম স্থানটি অনেকটা নিজের করে নিয়েছে তারা। ২০১০ সাল থেকেই এটি তাদের দখলে।
এদিকে কম খরচের বা সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় দ্বিতীয় স্থানটি সিঙ্গাপুরের স্কুটের। আর স্পেনের ভলোতেয়ার অবস্থান সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় তিনে। স্কাইট্র্যাক্সের বিবেচনায় ভারত ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন হলো ইনডিগো।
লন্ডনের বিখ্যাত হিথ্রো বিমানবন্দরের কাছে এক রাজকীয় ম্যানসনে হয় স্কাইট্র্যাক্সের সেরা এয়ারলাইনের তালিকা প্রকাশের অনুষ্ঠানটি। বিভিন্ন এয়ারলাইনের কর্মকর্তা ও কেবিন ক্রুরা এতে অংশ নেন।
সূত্র: ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস ডট কম
চল্লিশ বছর বয়সের পর চোখের নিচে বলিরেখা দেখা, ত্বকের অনুজ্জ্বল ভাব আরও স্পষ্ট হতে শুরু করে। এ সময় যত ব্যস্তই থাকুন না কেন, দিনের একটু সময় নিজের জন্য বরাদ্দ রাখুন, নিজের যত্ন নিন। খাদ্যতালিকায় শরীর ও ত্বকের উপযোগী খাবারকে প্রাধান্য দিন। তবেই ত্বক হাসবে নতুন করে।
৯ ঘণ্টা আগেসারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
১৯ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১ দিন আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১ দিন আগে