Ajker Patrika

মোটরসাইকেল চালিয়ে লাদাখ ভ্রমণে রাহুল গান্ধী

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৯: ৫০
মোটরসাইকেল চালিয়ে লাদাখ ভ্রমণে রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী লাদাখ ভ্রমণ করছেন। আজ শনিবার মোটরসাইকেল চালিয়ে পূর্ব লাদাখের প্যাংগং লেক ঘুরতে দেখা গেছে তাঁকে। সেখানেই কাল (২০ আগস্ট) প্রয়াত বাবা প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উদ্‌যাপন করবেন রাহুল।

মোটরসাইকেলে চড়ে লাদাখ ভ্রমণের মনোহর ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন রাহুল গান্ধী। ছবিতে দেখা যায়, রাহুল কেটিএম ৩৯০ (KTM 390) অ্যাডভেঞ্চারে চড়েছেন। তাঁর সঙ্গে আরও মোটরসাইকেল আরোহী ছিলেন। রাহুল হেলমেট, গ্লাভস, রাইডিং বুট, জ্যাকেটসহ উপযোগী ও প্রয়োজনীয় সব সাজে সজ্জিত ছিলেন। তিনি লাদাখের মনোরম পাহাড়ের মধ্য দিয়ে বাইক যাত্রা বেশ উপভোগ করেন।

ছবির ক্যাপশনে এই কংগ্রেস নেতা লিখেছেন, ‘প্যাংগং হ্রদে যাওয়ার পথে আমার বাবা বলতেন, বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর অন্যতম এটি।’ রাহুল গান্ধী এক্স (টুইটার) প্ল্যাটফর্মেও রাইডের ছবি শেয়ার করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লাদাখ ভ্রমণ করছেন। আজ শনিবার মোটরসাইকেল চালিয়ে পূর্ব লাদাখের প্যাংগং লেক ঘুরতে দেখা গেছে তাকে। ছবি: ইনস্টাগ্রামএই লাদাখ ভ্রমণে রাহুলের সঙ্গী ৩৭৩ সিসি ইঞ্জিনের কেটিএম ৩৯০ (KTM 390) অ্যাডভেঞ্চার বাইকটি অফ-রোডিংয়ের জন্য বেশ জনপ্রিয়। এর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ৪৩ হর্সপাওয়ার এবং টর্ক ৩৭ এনএম (নিউটন-মিটার)। ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১৭০ কিলোমিটার গতিতে চলতে পারে। এতে আছে ৬ স্পিড গিয়ারবক্স।

এই বাইকের সুইচেবেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS), আপ সাইড ডাউন ফ্রন্ট ফর্ক, দুই চাকাতেই ডিস্ক ব্রেকসহ একগুচ্ছ ফিচার আছে। এ কারণে লং রাইডে অনেকেরই পছন্দ এই মোটরসাইকেল। ভারতের বাজারে এর দাম তিন লাখ রুপির বেশি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লাদাখ ভ্রমণ করছেন। আজ শনিবার মোটরসাইকেল চালিয়ে পূর্ব লাদাখের প্যাংগং লেক ঘুরতে দেখা গেছে তাকে। ছবি: ইনস্টাগ্রাম

রাহুল আগেই বলেছিলে, তিনি কেটিএম ৩৯০-এর মালিক হলেও নিরাপত্তাকর্মীরা তাঁকে চালাতে দেন না। দিল্লির করোলবাগ বাজারে সুপার মেকানিকসের সঙ্গে তাঁর একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে বাইক সার্ভিসিংয়ের সূক্ষ্ম বিষয় শিখতে দেখা যায় তাঁকে।

ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে কংগ্রেস নেতা বলেন, ‘আমার একটি কেটিএম ৩৯০ আছে। কিন্তু এটি পড়ে আছে। কারণ, আমার নিরাপত্তা কর্মকর্তারা আমাকে ব্যবহার করতে দেয় না।’

এই মাসের শুরুতে রাহুল গান্ধীকে তামিলনাডুর উটির কাছে মুথুনাদু গ্রামে টোডা আদিবাসীদের সঙ্গে নাচতে দেখা যায়। টুইটারে ছড়িয়ে পড়া ক্লিপে রাহুলকে ঐতিহ্যবাহী শাল পরে চক্রাকারে নাচতে দেখা যায়।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লাদাখ ভ্রমণ করছেন। আজ শনিবার মোটর সাইকেল চালিয়ে পূর্ব লাদাখের প্যাংগং লেক ঘুরতে দেখা গেছে তাকে। ছবি: ইনস্টাগ্রামভারতীয় কংগ্রেস দলের এই নেতা দুই দিনের সফরে লাদাখে পৌঁছেন গত বৃহস্পতিবার। পরে তাঁর সফর ২৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। গতকাল শুক্রবার লেহে সফরে প্রথম কর্মসূচিতে পাঁচ শতাধিত যুবকের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

২০১৯ সালে নরেন্দ্র মোদির বিজেপি সরকার কাশ্মীরসহ কয়েকটি এলাকার বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর লাদাখে রাহুল গান্ধীর প্রথম সফর এটি। সামনে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ–কারগিলের (এলএএইচডিসি) নির্বাচন এবং আগামী বছর সাধারণ নির্বাচন।

১০ সেপ্টেম্বর কারগিল পার্বত্য পরিষদ নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে একজোট হয়েছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। এই সফরে রাহুল কারগিল থেকে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন।

লাদাখের উপযোগী যেসব মোটরসাইকেল
মোটরবাইকে চেপে লাদাখ ট্রিপ অনেক বাইকারের স্বপ্ন। কিন্তু খুব অল্প মানুষই সেই স্বপ্ন সত্যি করতে পারেন। ইচ্ছা থাকলেও নানা কারণে পিছিয়ে যেতে হয়। তবে বড় কারণ, লাদাখের জন্য উপযুক্ত মোটরসাইকেলের অপ্রতুলতা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লাদাখ ভ্রমণ করছেন। আজ শনিবার মোটর সাইকেল চালিয়ে পূর্ব লাদাখের প্যাংগং লেক ঘুরতে দেখা গেছে তাকে। ছবি: ইনস্টাগ্রামপাহাড়ি এলাকায় পাথুরে জমির মধ্য দিয়ে যেতে উচ্চ শক্তির প্রয়োজন হয় বলে এখানে সাধারণ মোটরসাইকেল উপযুক্ত নয়। তাহলে বাজেটের মধ্যে লেহ-লাদাখের উপযোগী মোটরসাইকেল কোনগুলো?

ভারতে এমন অজস্র অফ-রোডিং বাইক আছে। এ তালিকায় প্রথম মোটরবাইক হলো রয়্যাল এলফিল্ড হিমালয়ান ৪১০। পাহাড়ি রাস্তার জন্য দুর্দান্ত মোটরসাইকেল।

দ্বিতীয় বাইকটি হলো বাজাজ ডমিনার ৪০০। যেকোনো লং ট্রিপে বহু রাইডারের প্রথম পছন্দ এই মোটরসাইকেল। ৪০০ সিসির এই বাইক দারুণ পারফরম্যান্স দিতে পারে। 

তৃতীয় মোটরসাইকেলটি হিরো এক্সপালস ২০০। মাল্টি প্লেট ওয়েট ক্লাচ সিস্টেমসহ এতে অনেক বৈশিষ্ট্য রয়েছে, যা রাইডারকে সাচ্ছন্দ্য দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভিয়েতনামের পর্যটনশিল্প পুনরুদ্ধারের গতি দ্রুত

ফিচার ডেস্ক
ভিয়েতনামের পর্যটনশিল্প পুনরুদ্ধারের গতি দ্রুত

কয়েক দিন আগে ভিয়েতনামে হয়ে গেল ভয়াবহ বন্যা। এই বন্যা ভিয়েতনামের গত ৫০ বছরের ইতিহাসে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় বলে জানা গেছে। বৈশ্বিক পর্যটনের অন্যতম জনপ্রিয় এই দেশের পর্যটনশিল্পে এর বড় প্রভাব পড়েছে। তবে স্যাভিলস হোটেলস এবং আন্তর্জাতিক আইন সংস্থা ওয়াটসন ফারলে অ্যান্ড উইলিয়ামস প্রকাশিত প্রতিবেদনে দেশটির পর্যটন পুনরুদ্ধারের ক্ষেত্রে ইতিবাচক তথ্য জানানো হয়েছে। তাদের বক্তব্য, নিজ দেশে ভিয়েতনামের অধিবাসীদের ভ্রমণ এবং দেশটিতে আন্তর্জাতিক পর্যটকদের আগমন বন্যা-পরবর্তী বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়ক হবে।

পর্যটকদের আগমন ও প্রবৃদ্ধির চিত্র

২০২৪ সালে ভিয়েতনাম ভ্রমণ করেছে ১৭ দশমিক ৬ মিলিয়ন বিদেশি পর্যটক। এর ধারাবাহিকতায়, ২০২৫ সালের প্রথম ৯ মাসে ১৫ দশমিক ৪ মিলিয়ন বিদেশি পর্যটক দেশটি ঘুরে গেছে। বছর শেষে ২৫ মিলিয়ন পর্যটকের লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে ভিয়েতনাম। তবে গত এক দশকে ভিয়েতনামের মিডস্কেল থেকে বিলাসবহুল হোটেলের কক্ষের সংখ্যা ১০ দশমিক ৯ শতাংশ বার্ষিক বৃদ্ধির হারে উন্নীত হয়েছে। এই সংখ্যা দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ। দেশটিতে মোট হোটেল কক্ষের প্রায় ৬০ শতাংশ উপকূলীয় অঞ্চলে অবস্থিত, যা রিসোর্টভিত্তিক পর্যটনকে বেশ শক্তিশালী করেছে। এদিকে দেশটির মূল গন্তব্যগুলোতে হোটেলের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দা নাং এবং নাহা ট্রাং-এর রিসোর্টগুলোতে নিয়মিতভাবে ৭০ থেকে ৭৫ শতাংশের বেশি বুকিং হচ্ছে। এ ছাড়া ফু কোওক-এ বার্ষিক বুকিং বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ।

বিনিয়োগের সুযোগ এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের আকর্ষণ

ভিয়েতনামে পর্যটনের শক্তিশালী প্রত্যাবর্তন, নতুন সরবরাহের ধীরগতি এবং প্রিমিয়াম অফারগুলোর দিকে চাহিদা স্থানান্তরিত হওয়ায়, বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে বলে জানিয়েছে স্যাভিলস নামের একটি প্রতিষ্ঠান। ভিয়েতনামের দেশীয় ডেভেলপাররা এখনো প্রায় ৯০ শতাংশ স্টক নিয়ন্ত্রণ করে এবং প্রায় ৬৮ শতাংশ হোটেলমালিকদের মাধ্যমে পরিচালিত হয়। এটি সংস্কার, পুনঃস্থাপন কিংবা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে ব্যবস্থাপনা চুক্তি স্থাপনের জন্য প্রচুর সুযোগ তৈরি করছে। বর্তমানে ভিয়েতনামে প্রায় ৯০টি আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড কাজ করছে। আগামী তিন বছরে এই সংখ্যা ১৩০টির বেশি হতে পারে। স্থানীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারীই উপকূলীয় জমি, পুনর্নির্মাণের সম্ভাবনাসহ সম্পদ কেনার দিকে ঝুঁকছেন।

অবকাঠামো উন্নয়ন

ভিয়েতনামের পর্যটন ও আতিথেয়তা খাতের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে সাহায্য করছে বড় আকারের অবকাঠামো প্রকল্পগুলো। এসব প্রকল্প আঞ্চলিক সংযোগ বাড়াতে সহায়তা করছে। লং থান আন্তর্জাতিক বিমানবন্দর, নোই বাই এর সম্প্রসারণ এবং নতুন গিয়া বিন বিমানবন্দরের মতো বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ভিয়েতনামে। নর্থ-সাউথ এক্সপ্রেসওয়ের মতো প্রকল্পগুলো দেশের আঞ্চলিক যোগাযোগ আরও সহজ করে তুলছে। স্যাভিলস হোটেলস এশিয়া প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর মাউরো গ্যাসপারোত্তি বলেছেন, ‘চাহিদার মৌলিক উন্নতি এবং হো চি মিন সিটি ও হ্যানয়ের মতো শহরগুলোতে বিভিন্ন পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ায় ভিয়েতনাম এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের জন্য উচ্চ রিটার্ন সুযোগ সন্ধানের ক্ষেত্রে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আজকের রাশিফল: বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুণ দিন, অর্থভাগ্যও ভালো

আজকের পত্রিকা ডেস্ক­
আজকের রাশিফল: বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুণ দিন, অর্থভাগ্যও ভালো

মেষ

আজ গ্রহরা আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে। এর মানে হলো—গুরুত্বপূর্ণ মেসেজটি লিখতে গিয়ে বারবার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাবে, অথবা বস যখন চরম গম্ভীর কথা বলবেন, ঠিক তখনই আপনার পেটে এমন গ্যাস হবে যে হাসি চেপে রাখা কঠিন হবে। প্রেম জীবনে ভুল বোঝাবুঝি চরমে থাকবে; সঙ্গী যা বোঝাতে চাইছেন, আপনি উল্টো বুঝবেন যে, তিনি আপনার বিরুদ্ধেই গোপন ষড়যন্ত্র করছেন। তর্ক শুরু হওয়ার আগেই ঘুমিয়ে পড়ুন। কারণ, নীরবতাই আজ আপনার একমাত্র সুরক্ষা।

বৃষ

আর্থিক স্থিতিশীলতা নিয়ে চিন্তা নেই, কিন্তু অতিরিক্ত খরচের ভূত ঘাড়ে চাপতে পারে। বিশেষ করে, যে জিনিসটি আপনার একদমই দরকার নেই (যেমন: একটা নতুন কফি মগ, যদিও ঘরেই দশটা আছে), সেটা কেনার জন্য মন ছটফট করবে। আজকে বয়োজ্যেষ্ঠদের কথা মন দিয়ে শুনুন। তাদের পুরোনো, সাদামাটা পরামর্শই আপনাকে সেই অহেতুক খরচ থেকে বাঁচাবে। রাস্তায় যদি কোনও মুরগিও জ্ঞান দিতে আসে, কান দেবেন। হতে পারে সেটাই আপনার আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক টিপস।

মিথুন

নিজের যত্নের জন্য আজ দারুণ দিন। তবে 'নিজের যত্ন' বলতে যদি সোফায় শুয়ে চিপস খেতে খেতে নেটফ্লিক্স দেখাকে বোঝেন, তাহলেও গ্রহরা খুব একটা আপত্তি করবে না। ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আর্থিক লাভের সম্ভাবনা আছে। তবে সেই বন্ধুটি হয়তো আপনার কাছে টাকা চাইতে এসে উল্টে আপনাকেই এক কাপ চা খাইয়ে চলে যাবে—তাতেও লাভ বৈকি! হাঁটার জন্য জুতা পরুন। যদি দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে শুয়ে পড়েন, তাহলেও মহাজগত আপনাকে ১ পয়েন্ট দেবে।

কর্কট

প্রেম জীবনের সব সমস্যার আজ অবসান হতে চলেছে। অর্থাৎ, সঙ্গী অবশেষে মেনে নেবেন যে রিমোট কন্ট্রোলটা সব সময় আপনার হাতেই থাকা উচিত। দিনের বেশিরভাগ সময় শান্তিপূর্ণ কাটবে। তবে হঠকারী সিদ্ধান্ত নিতে গেলেই বিপদ। যেমন, 'আজ দুপুরের খাবারটা নিজেই বানাব' – এই হঠকারী সিদ্ধান্তটি রান্নাঘরের সর্বনাশ ডেকে আনতে পারে। আজ নীরবতার আরাধনা করুন। শান্তি এতটাই প্রবল হবে যে, মশা কামড়ালেও তার আওয়াজ শুনতে পাবেন।

সিংহ

আত্মবিশ্বাস আজ আকাশ ছুঁয়ে ফেলবে, আর তাতে বাড়ির পরিবেশও অনুকূল হবে। আপনি যা বলবেন, সবাই তাতে সম্মতি দেবে—হয়তো ভয় পেয়ে, নয়তো সত্যি সত্যিই আপনার কথা কাজের কথা। অবিবাহিতদের বিয়ের সিদ্ধান্ত গ্রহণের জন্য দারুণ দিন। তবে মনে রাখবেন, অতি আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে সূক্ষ্ম একটি সুতা আছে, সেটা যেন ছিঁড়ে না যায়। আজ কাউকে আপনার জীবনের প্ল্যান জিজ্ঞেস করবেন না। উত্তর শুনে আত্মবিশ্বাস কমে যেতে পারে, আর এই মুহূর্তে সেটা মোটেও কাম্য নয়।

কন্যা

আজ সন্তানদের নিয়ে ইতিবাচক মানসিকতা বজায় থাকবে, কারণ তারা হয়তো প্রথমবার আপনার কথা শুনবে (যদিও সেটা মাত্র ৫ মিনিটের জন্য)। প্রিয়জনের থেকে উপহার পাওয়ার যোগ আছে। সাবধান! উপহারটি হয়তো এমন কোনও জিনিস হবে, যেটা আপনি কোনওদিনই ব্যবহার করবেন না, কিন্তু লোকদেখানো হাসি দিয়ে সেটি বরণ করে নিতে হবে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, কারণ আপনার দুশ্চিন্তাগুলো বাস্তবে ঘটে না। স্বাস্থ্য নিয়ে বেশি ভাববেন না। বেশি ভাবলে স্বাস্থ্য খারাপ হয়, এটা প্রমাণিত!

তুলা

একাধিক উপার্জনের পথ খুলতে পারে, কিন্তু আপনার আলস্য সেই পথে প্রথম এবং প্রধান বাধা হয়ে দাঁড়াবে। কাজের চাপ বাড়তে পারে, যার ফলস্বরূপ মাথায় যন্ত্রণা হতে পারে। এই যন্ত্রণা কাজের জন্য নয়, বরং এত উপার্জনের সুযোগ দেখেও আলস্যের কারণে হাত গুটিয়ে বসে থাকার অনুশোচনা থেকে হবে। আজ কফি খেতে ভুলে যাবেন না। কফিই আজ আপনার 'আলস্য-নাশক' মহৌষধ। তবে কফিটা বানাবে কে, সেটা আর জিজ্ঞেস করবেন না যেন!

বৃশ্চিক

সকালের দিকে ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে। আপনার সাফল্যের খবর শুনে পুরোনো শত্রুরা হিংসায় জ্বলেপুড়ে ছারখার হবে। আপনার শান্তির অভাব হবে, কারণ সবাই আপনার সাফল্যের রহস্য জানতে চাইবে এবং আপনাকে ক্রমাগত বিরক্ত করবে। আপনার সফলতার রহস্য জানতে চাইলে বলুন, 'ওসব কপালের লিখন, আমার কোনও হাত নেই!' আর সাথে একটা রহস্যময় হাসি দিন।

ধনু

আজকের দিনটি উত্তেজনা এবং বিভ্রান্তির মিশ্রণ। হয়তো ঠিক করবেন, আজ সারাদিন খুব মন দিয়ে কাজ করবেন, আর পরের মুহূর্তে নিজেকে আবিষ্কার করবেন ইউটিউবে বিড়ালের ভিডিও দেখছেন। আত্ম-পর্যালোচনা এবং আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন হবে। ভ্রমণের যোগ আছে, তবে মনে রাখবেন, সেই ভ্রমণ হয়তো আপনার ঘর থেকে রান্নাঘর পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কিছুতেই মন বসাতে না পারলে দু'মিনিট চোখ বন্ধ করে ভাবুন—আজ রাতে ডিনারে কী খাবেন? জীবন তার লক্ষ্য খুঁজে পাবে।

মকর

দলের সদস্যদের সঙ্গে সামান্য ঝামেলা হতে পারে। হতে পারে, সহকর্মী আপনার পছন্দের লাঞ্চ বক্সটা ভুল করে নিজের মনে করে নিয়ে গেছে, আর আপনি তাতেই অগ্নিশর্মা। এ ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখাটা জরুরি। নয়তো একটি ছোট লাঞ্চবক্সের ঝামেলা বড় প্রজেক্টের সর্বনাশ করবে। যদি রাগ সামলাতে না পারেন, তবে ঠান্ডা পানিতে গোসল করুন। আর যদি লাঞ্চবক্স সত্যি সত্যি হারিয়ে গিয়ে থাকে, তবে আজকে নিজে বাইরে থেকে কিছু অর্ডার করে খেয়ে নিন।

কুম্ভ

কর্মজীবনে আজ আপনার রকেট গতি। নতুন প্রজেক্টে সাফল্য এবং আত্মবিশ্বাস দুটাই বাড়বে। অন্যদিকে, সম্পর্কের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকুন—আপনার রকেট গতির সঙ্গে সঙ্গীর শান্ত গতির তাল নাও মিলতে পারে। আর্থিক অবস্থা অস্থির থাকবে, বিশেষত রাতে ওয়ালেট আপনাকে হতাশ করতে পারে। পেশাগত সাফল্যে এতটাই মুগ্ধ হবেন না যে নিজের ঘরে প্রবেশের রাস্তাও ভুলে যাবেন। অর্থভাগ্যকে স্থির রাখতে আজ বড় কোনও কেনাকাটা থেকে বিরত থাকুন।

মীন

আজ প্রেম এবং বোঝাপড়ার পরিবেশে সমৃদ্ধ বোধ করবেন। আশেপাশের মানুষজন আজ এতটাই মিষ্টি কথা বলবে যে আপনার দাঁতে ক্যাভিটি হয়ে যেতে পারে। সব মিলিয়ে দিনটি বেশ আবেগপ্রবণ এবং শান্তিময়। তবে অতি-আবেগে ভেসে গিয়ে কাউকে সব গোপন কথা বলে দেবেন না, কারণ গ্রহরা শুধু আজকের জন্যই এই সুখ দিচ্ছে। দিনে দু'বার দাঁত ব্রাশ করুন। আর যখন খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন, তখন একটা অঙ্ক কষতে বসুন। বাস্তবতা ফিরতে বাধ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চীনে বাড়ছে ঘোড়ায় চড়ে ছুটি কাটানোর প্রবণতা

ফিচার ডেস্ক
চীনে বাড়ছে  ঘোড়ায় চড়ে 
ছুটি কাটানোর প্রবণতা

সারা বিশ্বের বিপুলসংখ্যক মানুষ এখন নিজেদের তো বটেই, বিভিন্ন দেশের সংস্কৃতি বোঝার চেষ্টা করছে। এই প্রবণতা ছড়িয়ে পড়েছে মিলেনিয়ালদের মধ্যেও।

যাঁদের বয়স ২৯ থেকে ৪৪ বছর, তাঁরা দীর্ঘদিন ধরে ভ্রমণ উত্থানের অংশ হয়ে আছেন। এই বয়সী জনসংখ্যার একটা বড় অংশ কাজ শুরু করার আগে ভ্রমণের বিরতি নেওয়ার পক্ষে। এ ছাড়া তাঁরা পরিবারের সঙ্গে বসবাস শুরুর আগে নিজেদের সম্পর্কে আরও জানতে ব্যাক প্যাকিং ট্রিপ ব্যবহারের পথ বেছে নিচ্ছেন।

ভ্রমণের এই উত্থানের ফলে নির্দিষ্ট কিছু খাত জনপ্রিয়তা পেয়েছে। সেগুলোর মধ্যে একটি হলো ইকুয়েস্ট্রিয়ান ট্যুরিজমে আগ্রহ প্রকাশকারী মানুষের সংখ্যা বাড়া। ইকুয়েস্ট্রিয়ান ট্যুরিজম মানে ঘোড়ায় চড়ে ভ্রমণ করা। চীনে এটি একটি বড় অর্থকরী খাতে পরিণত হয়েছে।

ইকুয়েস্ট্রিয়ান ট্যুরিজম কী

ঘোড়ার পিঠে চড়ে একটি নতুন দেশ বা জায়গা দেখাই হলো ইকুয়েস্ট্রিয়ান ট্যুরিজম। এটি পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্যের এলাকায় দুঃসাহসিক ট্রেক সহজ করে দেয়। চীনের ইনার মঙ্গোলিয়া ও তিব্বত মালভূমি এলাকায় এটি বেশ জনপ্রিয়। অনেকে এখন বেইজিং বা সাংহাইয়ের মতো শহরগুলোতেও ঘোড়ায় চড়তে পছন্দ করছে।

চীনে পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে এমন সব জায়গায় নিয়ে যাওয়া হয়, যেগুলো গাড়ি অথবা উড়োজাহাজে ভ্রমণের সময় এড়িয়ে যায় পর্যটকেরা।

তিব্বত মালভূমি

এই অঞ্চলে ইকুয়েস্ট্রিয়ান ট্যুরিজমের প্রবণতা বেশি। এখানে পর্যটকেরা ঘোড়ার পিঠে চড়ে গহিন জায়গাগুলোয় ঘুরে বেড়ায়। ভ্রমণের সময় আন্দো ও খাম অঞ্চলের মতো স্থানে স্থানীয় যাযাবরদের সঙ্গে দেখা হয়ে যায় পর্যটকদের। জানা যায় তাদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে।

ইনার মঙ্গোলিয়া

ইনার মঙ্গোলিয়া চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ার ঘোড়সওয়ার সংস্কৃতি এবং প্রাকৃতিক দৃশ্যের সন্ধান এখানে পাওয়া যায়। চীনের উত্তরাঞ্চলে অবস্থিত এই বিস্তীর্ণ জায়গায় আছে তৃণভূমি, গোবি মরুভূমি, হ্রদ, অর্ডোস মালভূমি ও জাঙ্গার বেসিন। তবে এসব জায়গা ঘোড়ায় চড়ার জন্য আদর্শ।

শহুরে এলাকা

ঘোড়ায় চড়ে ভ্রমণের জন্য শুধু গ্রামীণ এলাকাই আকর্ষণ করছে না; এতে আছে শহুরে এলাকাও। এ সময়ে ঘোড়ায় চড়ে ভ্রমণের কারণে চীনের ইকুয়েস্ট্রিয়ান রাজধানী বেইজিংয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন স্থানেও উল্লেখযোগ্যসংখ্যক ভ্রমণকারী দেখা গেছে।

কেন ঘোড়ায় চড়ে ভ্রমণ জনপ্রিয়

সোশ্যাল মিডিয়া

ঘোড়ায় চড়ে ভ্রমণের জনপ্রিয়তা বাড়ার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, সোশ্যাল মিডিয়ার প্রভাব। টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা তুলে ধরছে চিত্তাকর্ষকভাবে। এসব ভিডিও কনটেন্ট মানুষকে আকর্ষণ ও উদ্বুদ্ধ করছে।

কোভিড-১৯

আরেকটি কারণ মহামারি-পরবর্তী ভ্রমণের প্রবণতা। কোভিড-১৯ ব্যবস্থা উঠে যাওয়ার পর থেকে ভ্রমণকারীদের সংখ্যা বেড়ে চলেছে। এই নতুন ভ্রমণকারীরা প্রথাগত ভ্রমণের বাইরে রোমাঞ্চকর অভিজ্ঞতা আনছে। ফলে ঘোড়ায় চড়ে ভ্রমণের মতো কর্মকাণ্ডগুলো জনপ্রিয় হয়ে উঠছে।

খাঁটি রোমাঞ্চের অভিজ্ঞতা

ঘোড়ায় চড়ে ভ্রমণ মিলেনিয়ালদের জন্য এতটা উপযোগী হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো, এই জনগোষ্ঠী আসলে খাঁটি রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতার দিকে আকৃষ্ট হচ্ছে।

মননশীল ভ্রমণ

মানসিক স্বাস্থ্য ভালো রাখার ওপর জোর দেওয়ার কারণে বিশ্বব্যাপী ২১ শতাংশ ভ্রমণকারী স্বাস্থ্য ও সুস্থতার প্রয়োজনে ভ্রমণ করেন। এটি সরাসরি ঘোড়ায় চড়ে ভ্রমণের সঙ্গে সংযুক্ত। কারণ, ঘোড়া মানসিক সুস্থতায় সাহায্য করার জন্য বিখ্যাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এআই-নির্ভর ভ্রমণে শীর্ষে ভিয়েতনাম

ফিচার ডেস্ক
এআই-নির্ভর ভ্রমণে শীর্ষে ভিয়েতনাম

অনলাইন প্ল্যাটফর্ম আগোডার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভ্রমণ পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। অর্থাৎ ভ্রমণে যাওয়ার আগে এআই প্ল্যাটফর্মগুলো থেকে তথ্য নিয়ে তারপর ভ্রমণে যাওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন। এআইয়ের সহায়তা নিয়ে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ভিয়েতনামের ভ্রমণকারীরা।

ভিয়েতনামের নজিরবিহীন এআই ব্যবহার

আগোডার জরিপে দেখা গেছে, ৮১ শতাংশ ভিয়েতনামী উত্তরদাতা তাঁদের পরবর্তী ভ্রমণ পরিকল্পনায় এআই ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন। জরিপ করা এশিয়ার নয়টি বাজারের মধ্যে এটি সর্বোচ্চ হার। অর্থাৎ তাঁরা এআই তথ্যে আস্থা রাখছেন। এআইয়ের সরবরাহ করা তথ্যের ওপর আস্থা রাখেন ভিয়েতনামের ২৮ শতাংশ ভ্রমণকারী। তবে সেই জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ উত্তরদাতা নিরপেক্ষ ছিলেন।

আর ১৩ শতাংশ উত্তরদাতা এআইয়ের সরবরাহ করা তথ্যে অবিশ্বাস প্রকাশ করেছেন। ভিয়েতনাম শীর্ষে থাকলেও সামগ্রিকভাবে এশীয় ভ্রমণকারীরা প্রযুক্তিনির্ভর সমাধানের দিকে ঝুঁকছেন। জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ এশীয় ভ্রমণকারী ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনায় এআই ব্যবহারে আগ্রহী।

জরিপটি ভিয়েতনামী ভ্রমণকারীদের কিছু বিশেষ প্রবণতা তুলে ধরেছে। সেগুলোর মধ্যে আছে—

  • একজন সাধারণ ভিয়েতনামী ভ্রমণকারী গড়ে ৪ থেকে ৭ দিনের ভ্রমণের পরিকল্পনা করেন।
  • তাঁরা প্রধানত পরিবার অথবা স্বামী/স্ত্রীর/সঙ্গীর সঙ্গে ভ্রমণে যান।
  • আগোডার তথ্য অনুযায়ী, আগামী বছর ৫০ শতাংশ ভিয়েতনামী ভ্রমণকারী দেশের অভ্যন্তরে ভ্রমণের পরিকল্পনা করছেন, যা গত বছরের ২৬ শতাংশের তুলনায় প্রায় দ্বিগুণ।

সূত্র: আগোডা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত