সৌদি আরব
ফিচার ডেস্ক
পঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
সম্প্রতি সৌদি আরবের বাহা অঞ্চলে শুরু হওয়া বাহা উইন্টার ফেস্টিভ্যালের মূল আকর্ষণ এই ফুলের কার্পেট। এটির কেন্দ্রস্থলে রয়েছে সৌদি আরবের রাজা সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং বাহা গভর্নরের প্রতিকৃতি।
বাহা উইন্টার ফেস্টিভ্যাল মূলত বিশেষ সাংস্কৃতিক, সংগীত এবং পর্যটনমুখী আয়োজন। উৎসবটি বছরে একবার আয়োজিত হয়। বাহা অঞ্চলের মনোরম পাহাড়ি পরিবেশ, শীতল আবহাওয়া এবং ঐতিহ্যবাহী সৌদি সংস্কৃতির মিলিত আবহ পর্যটকদের দারুণ অভিজ্ঞতা দেয় এই উৎসবে।
এ মাসের প্রথম দিকে শুরু হওয়া এই উৎসব চলবে চার মাস। এতে ২৮০টি বিনোদনকেন্দ্রের আয়োজন রয়েছে। এর মধ্যে আছে ৬৭টি পার্ক ও বাগান, ১৪টি খেলার মাঠ এবং হেলথ ওয়াকওয়ে।
এই উৎসবে সংগীত, নৃত্য, থিয়েটার, স্থানীয় লোকশিল্প এবং আধুনিক শিল্পকলার সমন্বয়ে একটি বৃহৎ সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক শিল্পী এবং স্থানীয় সংগীতজ্ঞরা নিজেদের সেরা পরিবেশনাগুলো এখানে উপস্থাপন করেন।
উৎসবে থাকবে স্থানীয় কারিগরদের তৈরি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রদর্শনী।
উৎসবটি বাহা অঞ্চলের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। তার মধ্যে রয়েছে আল-মাখওয়া, কিলওয়া, আল-হিজরা এবং গামিদ আল-জিনাদ। এই অঞ্চলগুলোর সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক সম্পদগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয় উৎসবে।
বাহা অঞ্চলের সেক্রেটারি এবং উৎসব নির্বাহী কমিটির সভাপতি আলী বিন মোহাম্মদ আল-সাওয়াত জানিয়েছেন, এই উৎসব সব বয়সীদের জন্য উন্মুক্ত। ২৮০টির বেশি বিনোদনকেন্দ্রের মধ্যে প্রতিটি পর্যটকদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।
উৎসবে ঘোরাঘুরি ছাড়াও শীত মৌসুমের বাহা অঞ্চল, সেখানকার রেস্তোরাঁ, ক্যাফে এবং শপিং পর্যটকদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে। এই উৎসবে উপস্থাপন করা হয় সৌদি আরবের আদিবাসী সম্প্রদায়ের খেলাধুলার প্রদর্শনী।
উৎসব চলাকালীন বাহা অঞ্চলের সেরা পর্যটনকেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া
হয়। সেখানে তারা প্রাকৃতিক সৌন্দর্য, পুরোনো স্থাপত্য এবং ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে।
বাহা উইন্টার ফেস্টিভ্যালের যাত্রা শুরু হয়
২০১৮ সালে। সে সময় সৌদি আরবের সরকার দেশটির পর্যটন খাতকে উন্নত করতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে নতুন উদ্যোগ গ্রহণ শুরু করে। সৌদি আরব ভিশন ২০৩০-এর আওতায় এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির সামগ্রিক উন্নতি এবং বিশ্বব্যাপী পর্যটকদের আকৃষ্ট করার পরিকল্পনা করছে।
সূত্র: আরব নিউজ
পঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
সম্প্রতি সৌদি আরবের বাহা অঞ্চলে শুরু হওয়া বাহা উইন্টার ফেস্টিভ্যালের মূল আকর্ষণ এই ফুলের কার্পেট। এটির কেন্দ্রস্থলে রয়েছে সৌদি আরবের রাজা সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং বাহা গভর্নরের প্রতিকৃতি।
বাহা উইন্টার ফেস্টিভ্যাল মূলত বিশেষ সাংস্কৃতিক, সংগীত এবং পর্যটনমুখী আয়োজন। উৎসবটি বছরে একবার আয়োজিত হয়। বাহা অঞ্চলের মনোরম পাহাড়ি পরিবেশ, শীতল আবহাওয়া এবং ঐতিহ্যবাহী সৌদি সংস্কৃতির মিলিত আবহ পর্যটকদের দারুণ অভিজ্ঞতা দেয় এই উৎসবে।
এ মাসের প্রথম দিকে শুরু হওয়া এই উৎসব চলবে চার মাস। এতে ২৮০টি বিনোদনকেন্দ্রের আয়োজন রয়েছে। এর মধ্যে আছে ৬৭টি পার্ক ও বাগান, ১৪টি খেলার মাঠ এবং হেলথ ওয়াকওয়ে।
এই উৎসবে সংগীত, নৃত্য, থিয়েটার, স্থানীয় লোকশিল্প এবং আধুনিক শিল্পকলার সমন্বয়ে একটি বৃহৎ সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক শিল্পী এবং স্থানীয় সংগীতজ্ঞরা নিজেদের সেরা পরিবেশনাগুলো এখানে উপস্থাপন করেন।
উৎসবে থাকবে স্থানীয় কারিগরদের তৈরি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রদর্শনী।
উৎসবটি বাহা অঞ্চলের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। তার মধ্যে রয়েছে আল-মাখওয়া, কিলওয়া, আল-হিজরা এবং গামিদ আল-জিনাদ। এই অঞ্চলগুলোর সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক সম্পদগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয় উৎসবে।
বাহা অঞ্চলের সেক্রেটারি এবং উৎসব নির্বাহী কমিটির সভাপতি আলী বিন মোহাম্মদ আল-সাওয়াত জানিয়েছেন, এই উৎসব সব বয়সীদের জন্য উন্মুক্ত। ২৮০টির বেশি বিনোদনকেন্দ্রের মধ্যে প্রতিটি পর্যটকদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।
উৎসবে ঘোরাঘুরি ছাড়াও শীত মৌসুমের বাহা অঞ্চল, সেখানকার রেস্তোরাঁ, ক্যাফে এবং শপিং পর্যটকদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে। এই উৎসবে উপস্থাপন করা হয় সৌদি আরবের আদিবাসী সম্প্রদায়ের খেলাধুলার প্রদর্শনী।
উৎসব চলাকালীন বাহা অঞ্চলের সেরা পর্যটনকেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া
হয়। সেখানে তারা প্রাকৃতিক সৌন্দর্য, পুরোনো স্থাপত্য এবং ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে।
বাহা উইন্টার ফেস্টিভ্যালের যাত্রা শুরু হয়
২০১৮ সালে। সে সময় সৌদি আরবের সরকার দেশটির পর্যটন খাতকে উন্নত করতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে নতুন উদ্যোগ গ্রহণ শুরু করে। সৌদি আরব ভিশন ২০৩০-এর আওতায় এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির সামগ্রিক উন্নতি এবং বিশ্বব্যাপী পর্যটকদের আকৃষ্ট করার পরিকল্পনা করছে।
সূত্র: আরব নিউজ
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৪ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৬ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে