ফিচার ডেস্ক
মোটরসাইকেল রাইডারদের নিয়ে ভিন্নধর্মী এক আয়োজন করেছে থাইল্যান্ড। সে জন্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতাসম্পন্ন ১২ জন রাইডারকে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজকেরা। যাকে বলা হচ্ছে রয়্যাল অ্যানফিল্ড অ্যামেজিং থাইল্যান্ড রাইড। প্রকল্পটির উদ্বোধনী রাইড শেষ হয়েছে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। আর পরবর্তী রাইডটি হতে চলেছে আগস্টে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ৩০ জন রাইডারকে।
উদ্বোধনী এই যাত্রায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতাসম্পন্ন রাইডারদের স্বাগত জানানো হয়। প্রথম ট্রিপটিতে রাইডাররা উপভোগ করেছেন পাতায়া, চোন বুড়ির ব্যস্ত সমুদ্রসৈকত রিসোর্ট গন্তব্য এবং চান্থাবুরির প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। পরবর্তী রাইডে উত্তর থাইল্যান্ডের অনন্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পদ উপভোগ করবেন রাইডাররা।
ওল্ড টাউন এবং ইয়াওরাত রোড হয়ে ব্যাংকক থেকে এ রাইড শুরু হয়। এরপর ১৯ জুলাই এই ভ্রমণে যাত্রীদের ব্যাংকক থেকে থাইল্যান্ডের পূর্ব উপকূল পর্যন্ত থাই সংস্কৃতি দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হয় দেশটির বিভিন্ন ভ্রমণ গন্তব্যে। এ যাত্রায় রাইডাররা উপভোগ করেন থাইল্যান্ডের স্থানীয় খাবার।
রয়্যাল অ্যানফিল্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব বিজনেস অনুজ দুয়া বলেন, ‘আমাদের মোটরসাইকেল ভ্রমণ একটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছে। ভ্রমণকারীদের কাছে এটি অভিজ্ঞতা হয়ে থাকবে। থাইল্যান্ডের রূপান্তরমূলক অভিজ্ঞতা প্রদর্শনের জন্য দারুণ গল্প বলার সুযোগ নিতে পেরে আমরা রোমাঞ্চিত।’
মোটরসাইকেল রাইডারদের নিয়ে ভিন্নধর্মী এক আয়োজন করেছে থাইল্যান্ড। সে জন্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতাসম্পন্ন ১২ জন রাইডারকে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজকেরা। যাকে বলা হচ্ছে রয়্যাল অ্যানফিল্ড অ্যামেজিং থাইল্যান্ড রাইড। প্রকল্পটির উদ্বোধনী রাইড শেষ হয়েছে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। আর পরবর্তী রাইডটি হতে চলেছে আগস্টে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ৩০ জন রাইডারকে।
উদ্বোধনী এই যাত্রায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতাসম্পন্ন রাইডারদের স্বাগত জানানো হয়। প্রথম ট্রিপটিতে রাইডাররা উপভোগ করেছেন পাতায়া, চোন বুড়ির ব্যস্ত সমুদ্রসৈকত রিসোর্ট গন্তব্য এবং চান্থাবুরির প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। পরবর্তী রাইডে উত্তর থাইল্যান্ডের অনন্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পদ উপভোগ করবেন রাইডাররা।
ওল্ড টাউন এবং ইয়াওরাত রোড হয়ে ব্যাংকক থেকে এ রাইড শুরু হয়। এরপর ১৯ জুলাই এই ভ্রমণে যাত্রীদের ব্যাংকক থেকে থাইল্যান্ডের পূর্ব উপকূল পর্যন্ত থাই সংস্কৃতি দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হয় দেশটির বিভিন্ন ভ্রমণ গন্তব্যে। এ যাত্রায় রাইডাররা উপভোগ করেন থাইল্যান্ডের স্থানীয় খাবার।
রয়্যাল অ্যানফিল্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব বিজনেস অনুজ দুয়া বলেন, ‘আমাদের মোটরসাইকেল ভ্রমণ একটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছে। ভ্রমণকারীদের কাছে এটি অভিজ্ঞতা হয়ে থাকবে। থাইল্যান্ডের রূপান্তরমূলক অভিজ্ঞতা প্রদর্শনের জন্য দারুণ গল্প বলার সুযোগ নিতে পেরে আমরা রোমাঞ্চিত।’
চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
৫ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
৭ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
৮ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগপর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
৯ ঘণ্টা আগে