ফিচার ডেস্ক
খ্রিষ্টীয় নববর্ষে হবে নতুন নতুন ভ্রমণ পরিকল্পনা। ফলে স্বাভাবিকভাবে তৈরি হবে নতুন ভ্রমণ ট্রেন্ড। এমএমজিওয়াইয়ের ‘পোর্ট্রেট অব আমেরিকান ট্রাভেলার্স’-এর ফল এডিশন (সেপ্টেম্বর, ২০২৪) অনুসারে, ১০ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক ৮ জন আগামী ১২ মাসের মধ্যে একবারের জন্য হলেও ভ্রমণের পরিকল্পনা করছেন। নতুন গন্তব্যের অনুপ্রেরণা খুঁজতে ভ্রমণপিয়াসিরা কিছু ট্রেন্ড মেনে চলতে পারেন। তবে এই ট্রেন্ডগুলো ২০২৫ সালে বিপুল জনপ্রিয় হতে চলেছে।
উদ্দেশ্যনির্ভর ভ্রমণ
গত কয়েক বছর ভ্রমণপিয়াসিরা ঐতিহাসিক জায়গাগুলোতে বেশি ভ্রমণ করেছেন। পর্যটকেরা ঐতিহ্য বা পারিবারিক ইতিহাসের সঙ্গে সম্পর্কিত গন্তব্যগুলো পরিদর্শন করে শিকড় খোঁজার চেষ্টা করেছেন। ঐতিহ্যভিত্তিক ভ্রমণের বাইরেও ভলান্টিয়ার ভ্রমণ, অভ্যন্তরীণ সাংস্কৃতিক ভ্রমণ এবং সংরক্ষণ ভ্রমণও তাঁদের ঘোরাঘুরির অন্তর্ভুক্ত ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এ বছরেও এই ট্রেন্ড অব্যাহত থাকবে।
বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ
২০২৪ সালের জনপ্রিয় ভ্রমণপ্রবণতাগুলোর মধ্যে একটি ছিল এপ্রিল মাসের পূর্ণ সূর্যগ্রহণ দেখা। প্রাকৃতিক বা এক বছরে একবার ঘটে, এমন ঘটনাগুলোর ওপর ভিত্তি করে ভ্রমণ এ বছরও অব্যাহত থাকবে। পৃথিবীর দক্ষিণাংশে এবার এ ধরনের একাধিক বিশেষ প্রাকৃতিক অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন পর্যটকেরা। হোক সেটা গ্রেট স্মোকি মাউন্টেইন ন্যাশনাল পার্ক কিংবা কংগারি ন্যাশনাল পার্কে সিঙ্ক্রোনাস ফায়ারফ্লাই দেখতে যাওয়া অথবা ফ্লোরিডার ভেরো বিচে বায়োলুমিনেসেন্ট প্ল্যাংকটন দেখতে কায়াকিং করা। এ ছাড়া উত্তর মেরুর আকাশে উত্তরাংশের আলোকরেখা দেখতে যাওয়া এবার খুব জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।
শারীরিক ও মানসিক প্রশান্তির ভ্রমণ
যান্ত্রিক জীবন থেকে স্বস্তি পেতে মূলত ছুটিতে যায় মানুষ। একটা সময় শুধু প্রাকৃতিক পরিবেশ উপভোগের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন ছুটির অর্থ বদলে গেছে অনেকের কাছে। অনেকে ছুটি নিয়ে পাহাড় বা সমুদ্র দর্শনে না গিয়ে বাড়িতে বসে গান শোনেন, নিজের যত্ন নেন, পরিবার বা শুধু নিজেকে সময় দেন। আবার অনেকে ভ্রমণে গিয়ে ঘুরতে বের না হয়ে কোনো স্পাতে একটা ম্যাসাজ নেন কিংবা অন্য কিছু করেন, যা মানসিক ও শারীরিক প্রশান্তি দেয়। এ বছর সেসব হোটেল কিংবা ভ্রমণ গন্তব্য বেশি জনপ্রিয় হয়ে উঠতে চলেছে; যারা মানুষকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক দিকে প্রশান্তি দিতে পারে।
রহস্য উন্মোচন
এ বছর মানুষ অতিপরিচিত গন্তব্যগুলো থেকে দূরে থাকবে। এর বিপরীতে দর্শনার্থীরা এমন কিছু গন্তব্য বেছে নেবে, যেগুলো কম পরিচিত, সাশ্রয়ী এবং তুলনামূলক লোকসমাগম কম; কিন্তু দারুণ চমৎকার।
সূত্র: সাইথেন লিভিং
খ্রিষ্টীয় নববর্ষে হবে নতুন নতুন ভ্রমণ পরিকল্পনা। ফলে স্বাভাবিকভাবে তৈরি হবে নতুন ভ্রমণ ট্রেন্ড। এমএমজিওয়াইয়ের ‘পোর্ট্রেট অব আমেরিকান ট্রাভেলার্স’-এর ফল এডিশন (সেপ্টেম্বর, ২০২৪) অনুসারে, ১০ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক ৮ জন আগামী ১২ মাসের মধ্যে একবারের জন্য হলেও ভ্রমণের পরিকল্পনা করছেন। নতুন গন্তব্যের অনুপ্রেরণা খুঁজতে ভ্রমণপিয়াসিরা কিছু ট্রেন্ড মেনে চলতে পারেন। তবে এই ট্রেন্ডগুলো ২০২৫ সালে বিপুল জনপ্রিয় হতে চলেছে।
উদ্দেশ্যনির্ভর ভ্রমণ
গত কয়েক বছর ভ্রমণপিয়াসিরা ঐতিহাসিক জায়গাগুলোতে বেশি ভ্রমণ করেছেন। পর্যটকেরা ঐতিহ্য বা পারিবারিক ইতিহাসের সঙ্গে সম্পর্কিত গন্তব্যগুলো পরিদর্শন করে শিকড় খোঁজার চেষ্টা করেছেন। ঐতিহ্যভিত্তিক ভ্রমণের বাইরেও ভলান্টিয়ার ভ্রমণ, অভ্যন্তরীণ সাংস্কৃতিক ভ্রমণ এবং সংরক্ষণ ভ্রমণও তাঁদের ঘোরাঘুরির অন্তর্ভুক্ত ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এ বছরেও এই ট্রেন্ড অব্যাহত থাকবে।
বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ
২০২৪ সালের জনপ্রিয় ভ্রমণপ্রবণতাগুলোর মধ্যে একটি ছিল এপ্রিল মাসের পূর্ণ সূর্যগ্রহণ দেখা। প্রাকৃতিক বা এক বছরে একবার ঘটে, এমন ঘটনাগুলোর ওপর ভিত্তি করে ভ্রমণ এ বছরও অব্যাহত থাকবে। পৃথিবীর দক্ষিণাংশে এবার এ ধরনের একাধিক বিশেষ প্রাকৃতিক অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন পর্যটকেরা। হোক সেটা গ্রেট স্মোকি মাউন্টেইন ন্যাশনাল পার্ক কিংবা কংগারি ন্যাশনাল পার্কে সিঙ্ক্রোনাস ফায়ারফ্লাই দেখতে যাওয়া অথবা ফ্লোরিডার ভেরো বিচে বায়োলুমিনেসেন্ট প্ল্যাংকটন দেখতে কায়াকিং করা। এ ছাড়া উত্তর মেরুর আকাশে উত্তরাংশের আলোকরেখা দেখতে যাওয়া এবার খুব জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।
শারীরিক ও মানসিক প্রশান্তির ভ্রমণ
যান্ত্রিক জীবন থেকে স্বস্তি পেতে মূলত ছুটিতে যায় মানুষ। একটা সময় শুধু প্রাকৃতিক পরিবেশ উপভোগের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন ছুটির অর্থ বদলে গেছে অনেকের কাছে। অনেকে ছুটি নিয়ে পাহাড় বা সমুদ্র দর্শনে না গিয়ে বাড়িতে বসে গান শোনেন, নিজের যত্ন নেন, পরিবার বা শুধু নিজেকে সময় দেন। আবার অনেকে ভ্রমণে গিয়ে ঘুরতে বের না হয়ে কোনো স্পাতে একটা ম্যাসাজ নেন কিংবা অন্য কিছু করেন, যা মানসিক ও শারীরিক প্রশান্তি দেয়। এ বছর সেসব হোটেল কিংবা ভ্রমণ গন্তব্য বেশি জনপ্রিয় হয়ে উঠতে চলেছে; যারা মানুষকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক দিকে প্রশান্তি দিতে পারে।
রহস্য উন্মোচন
এ বছর মানুষ অতিপরিচিত গন্তব্যগুলো থেকে দূরে থাকবে। এর বিপরীতে দর্শনার্থীরা এমন কিছু গন্তব্য বেছে নেবে, যেগুলো কম পরিচিত, সাশ্রয়ী এবং তুলনামূলক লোকসমাগম কম; কিন্তু দারুণ চমৎকার।
সূত্র: সাইথেন লিভিং
সারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
৩ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১৪ ঘণ্টা আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগেরান্নায় চিনি ব্যবহারে খাবারের রং ও স্বাদ—দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন, তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১ দিন আগে