ফিচার ডেস্ক
বছর শেষ হয়ে এল! কয়েক দিন বাদেই নতুন বছর। বিশ্বজুড়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের।
তারকা হোটেল
বাড়ি বা বাসায় পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে বছর শেষের রাতটি কাটানোর চিন্তা করতে পারেন যে কেউ। কিন্তু যাঁরা একটু ভিন্নভাবে এ উৎসবগুলো উপভোগ করতে চান, তাঁদের জন্য ভালো জায়গা ফাইভ স্টার হোটেলগুলো।
থার্টি ফার্স্ট নাইট বা বছরের শেষ রাতটি ফাইভ স্টার হোটেলে কাটানোর স্মৃতি আপনার থেকে যেতে পারে অনেক দিন। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গার পাঁচ তারকা হোটেলগুলো তাদের অতিথিদের জন্য এ রাতটিতে বিশেষ আয়োজন করে থাকে।
এ উপলক্ষে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে হোটেলগুলো। সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাংকও বিশেষ অফার দিয়ে থাকে। ক্রেডিট কার্ড ব্যবহার করে হোটেল বুকিং, এয়ার টিকিট ইত্যাদিতে বিভিন্ন অফার পাওয়া যায় এ সময়।
পর্যটন গন্তব্য
দেশ-বিদেশের পর্যটন গন্তব্যগুলোতে বছরের এই শেষ সময়ে বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। সাধারণত সেসব জায়গার হোটেল-রিসোর্টগুলো এসব আয়োজন করে। তাই ভিন্নমাত্রায় আয়োজনে মেতে নতুন বছরকে স্বাগত জানাতে চলে যেতে পারেন কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে। এ ছাড়া চাইলে বিদেশেও যেতে পারেন।
মনে রাখবেন
যেখানেই যান না কেন উৎসবে পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির যেন ক্ষতি না হয়, তা বিবেচনায় রাখুন।
বছর শেষ হয়ে এল! কয়েক দিন বাদেই নতুন বছর। বিশ্বজুড়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের।
তারকা হোটেল
বাড়ি বা বাসায় পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে বছর শেষের রাতটি কাটানোর চিন্তা করতে পারেন যে কেউ। কিন্তু যাঁরা একটু ভিন্নভাবে এ উৎসবগুলো উপভোগ করতে চান, তাঁদের জন্য ভালো জায়গা ফাইভ স্টার হোটেলগুলো।
থার্টি ফার্স্ট নাইট বা বছরের শেষ রাতটি ফাইভ স্টার হোটেলে কাটানোর স্মৃতি আপনার থেকে যেতে পারে অনেক দিন। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গার পাঁচ তারকা হোটেলগুলো তাদের অতিথিদের জন্য এ রাতটিতে বিশেষ আয়োজন করে থাকে।
এ উপলক্ষে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে হোটেলগুলো। সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাংকও বিশেষ অফার দিয়ে থাকে। ক্রেডিট কার্ড ব্যবহার করে হোটেল বুকিং, এয়ার টিকিট ইত্যাদিতে বিভিন্ন অফার পাওয়া যায় এ সময়।
পর্যটন গন্তব্য
দেশ-বিদেশের পর্যটন গন্তব্যগুলোতে বছরের এই শেষ সময়ে বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। সাধারণত সেসব জায়গার হোটেল-রিসোর্টগুলো এসব আয়োজন করে। তাই ভিন্নমাত্রায় আয়োজনে মেতে নতুন বছরকে স্বাগত জানাতে চলে যেতে পারেন কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে। এ ছাড়া চাইলে বিদেশেও যেতে পারেন।
মনে রাখবেন
যেখানেই যান না কেন উৎসবে পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির যেন ক্ষতি না হয়, তা বিবেচনায় রাখুন।
চল্লিশ বছর বয়সের পর চোখের নিচে বলিরেখা দেখা, ত্বকের অনুজ্জ্বল ভাব আরও স্পষ্ট হতে শুরু করে। এ সময় যত ব্যস্তই থাকুন না কেন, দিনের একটু সময় নিজের জন্য বরাদ্দ রাখুন, নিজের যত্ন নিন। খাদ্যতালিকায় শরীর ও ত্বকের উপযোগী খাবারকে প্রাধান্য দিন। তবেই ত্বক হাসবে নতুন করে।
৯ ঘণ্টা আগেসারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
১৯ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১ দিন আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১ দিন আগে