শারমিন কচি
প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। মুখে অনেক ব্রণ হয়েছে। এর কিছু ভালো হয়ে যাওয়ার পরেও কালো কালো দাগ রয়ে যাচ্ছে। ব্রণ ও দাগ থেকে মুক্তির উপায় কী?
মালিহা, কিশোরগঞ্জ
শসার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। এ জন্য সমপরিমাণ শসা ও টমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগসহ রোদে পোড়া দাগও চলে যাবে। অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের দাগ দূর করতে পারেন।
প্রশ্ন: আমি খুব সাজতে পছন্দ করি এবং মেকআপ করি। কিন্তু মেকআপ তোলা ও পরিষ্কার করা সম্পর্কে ভালো ধারণা নেই। এ বিষয়ে জানতে চাই।
নাতাশা আলম, কুড়িগ্রাম
প্রথমে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলার চেষ্টা করবেন। কিন্তু মেকআপ রিমুভার ব্যবহারের আগেই ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি। দ্বিতীয় ধাপে তুলা দিয়ে মেকআপ রিমুভিং লোশন ধীরে ধীরে মুখে লাগিয়ে নিন। এরপর আরেক টুকরা তুলা দিয়ে ম্যাসাজ করে করে মুখের মেকআপ তুলে ফেলুন।
প্রশ্ন: আমার মুখের ত্বক বেশ শুষ্ক এবং সাদা মরা চামড়া উঠছে। কী করলে ত্বক কোমল হবে এবং মরা চামড়া দূর হবে।
কোহিনূর, হবিগঞ্জ
বাইরে থেকে ত্বকের যে অংশ দেখা যায়, সেগুলোতে চিনি ও মধু ব্যবহার করতে পারেন। এ জন্য ১ চামচ চিনি ও ১ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার মুখে লাগিয়ে কয়েক মিনিট স্ক্র্যাব করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। মুখে অনেক ব্রণ হয়েছে। এর কিছু ভালো হয়ে যাওয়ার পরেও কালো কালো দাগ রয়ে যাচ্ছে। ব্রণ ও দাগ থেকে মুক্তির উপায় কী?
মালিহা, কিশোরগঞ্জ
শসার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। এ জন্য সমপরিমাণ শসা ও টমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগসহ রোদে পোড়া দাগও চলে যাবে। অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের দাগ দূর করতে পারেন।
প্রশ্ন: আমি খুব সাজতে পছন্দ করি এবং মেকআপ করি। কিন্তু মেকআপ তোলা ও পরিষ্কার করা সম্পর্কে ভালো ধারণা নেই। এ বিষয়ে জানতে চাই।
নাতাশা আলম, কুড়িগ্রাম
প্রথমে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলার চেষ্টা করবেন। কিন্তু মেকআপ রিমুভার ব্যবহারের আগেই ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি। দ্বিতীয় ধাপে তুলা দিয়ে মেকআপ রিমুভিং লোশন ধীরে ধীরে মুখে লাগিয়ে নিন। এরপর আরেক টুকরা তুলা দিয়ে ম্যাসাজ করে করে মুখের মেকআপ তুলে ফেলুন।
প্রশ্ন: আমার মুখের ত্বক বেশ শুষ্ক এবং সাদা মরা চামড়া উঠছে। কী করলে ত্বক কোমল হবে এবং মরা চামড়া দূর হবে।
কোহিনূর, হবিগঞ্জ
বাইরে থেকে ত্বকের যে অংশ দেখা যায়, সেগুলোতে চিনি ও মধু ব্যবহার করতে পারেন। এ জন্য ১ চামচ চিনি ও ১ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার মুখে লাগিয়ে কয়েক মিনিট স্ক্র্যাব করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
পানামার ছোট্ট পাহাড়ি শহর বোকে। এখানে কফিকে কেবল পানীয় বললে ভুল হবে। এটি একধরনের শিল্প এবং বিলাসিতার মিশ্রণ। বিলাসিতা বলছি; কারণ, এখানে উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে দামি কফি—গেইশা। যার প্রতি কেজি ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৬ লাখ টাকা। এর কারণ শুধু কফির স্বাদ নয়, এর উৎপাদন উৎস, চাষের...
৩৬ মিনিট আগেথাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
১৫ ঘণ্টা আগেবিমানভাড়া দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাগেজের চার্জ। এ ছাড়া আছে সিট নির্বাচনের জন্য ফি, এমনকি খাবার-পানীয়ের জন্য অতিরিক্ত খরচ। বিমানের বিজ্ঞাপনে দেখানো ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যোগ করার বিষয়টি বিমানযাত্রীদের জন্য বিশাল এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৫ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের ভেতরে অবস্থিত একটি শহর চুর; যাকে বলা হয় সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। প্রাগৈতিহাসিক কালের পদচিহ্ন, রোমান সাম্রাজ্যের প্রতিধ্বনি এবং মধ্যযুগের মনোমুগ্ধকর আকর্ষণ নিয়ে এই শহর এক অনন্য ঐতিহ্য বহন করে।
১৬ ঘণ্টা আগে