শারমিন কচি
প্রশ্ন: জন্মগতভাবেই আমার চুল স্ট্রেট ও যথেষ্ট মসৃণ। ফলে চুলের রুক্ষ ভাব নিয়ে কখনো সেভাবে মাথা ঘামাতে হয়নি। চুলের যত্ন বলতে এক দিন পরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধোয়া আর সেরাম ব্যবহার করি। সমস্যা হচ্ছে, যত দিন যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। চুলের ঘনত্ব বাড়াতে কীভাবে যত্ন নিতে পারি বা কী ট্রিটমেন্ট নিতে পারি জানালে উপকৃত হব। জান্নাতুল মৌসুমী খান, দোহার
উত্তর: চুল যতই সিল্কি হোক, ঘনত্ব না থাকলে আসল সৌন্দর্য অধরাই থেকে যায়। আপনি চুলে তেল ব্যবহার করেন কি না জানাননি। নারকেল তেলের সঙ্গে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন।
তা ছাড়া প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যায় এমন অনেক হেয়ার প্যাক রয়েছে, যেগুলো নিয়মিত ব্যবহার করলে চুল ধীরে ধীরে ঘন হয়। ডিম আর টক দই চুলের জন্য ভীষণ উপকারী দুটি উপাদান। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে মাথার ত্বকে ও চুলে ডিম আর টক দইয়ের মিশ্রণ লাগিয়ে রেখে দিন। অথবা একটা ডিম ফেটিয়ে তাতে অল্প দুধ মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে তা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেখে রেখে দিন আধা ঘণ্টা। এরপর পানি দিয়ে ধুয়ে এক মগ পানিতে খানিকটা পাতিলেবুর রস আর আধা কাপ গোলাপজল মিশিয়ে আরেকবার চুল ধুয়ে নিন। এতে চুলে ডিমের আঁশটে গন্ধ থাকবে না।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: জন্মগতভাবেই আমার চুল স্ট্রেট ও যথেষ্ট মসৃণ। ফলে চুলের রুক্ষ ভাব নিয়ে কখনো সেভাবে মাথা ঘামাতে হয়নি। চুলের যত্ন বলতে এক দিন পরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধোয়া আর সেরাম ব্যবহার করি। সমস্যা হচ্ছে, যত দিন যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। চুলের ঘনত্ব বাড়াতে কীভাবে যত্ন নিতে পারি বা কী ট্রিটমেন্ট নিতে পারি জানালে উপকৃত হব। জান্নাতুল মৌসুমী খান, দোহার
উত্তর: চুল যতই সিল্কি হোক, ঘনত্ব না থাকলে আসল সৌন্দর্য অধরাই থেকে যায়। আপনি চুলে তেল ব্যবহার করেন কি না জানাননি। নারকেল তেলের সঙ্গে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন।
তা ছাড়া প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যায় এমন অনেক হেয়ার প্যাক রয়েছে, যেগুলো নিয়মিত ব্যবহার করলে চুল ধীরে ধীরে ঘন হয়। ডিম আর টক দই চুলের জন্য ভীষণ উপকারী দুটি উপাদান। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে মাথার ত্বকে ও চুলে ডিম আর টক দইয়ের মিশ্রণ লাগিয়ে রেখে দিন। অথবা একটা ডিম ফেটিয়ে তাতে অল্প দুধ মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে তা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেখে রেখে দিন আধা ঘণ্টা। এরপর পানি দিয়ে ধুয়ে এক মগ পানিতে খানিকটা পাতিলেবুর রস আর আধা কাপ গোলাপজল মিশিয়ে আরেকবার চুল ধুয়ে নিন। এতে চুলে ডিমের আঁশটে গন্ধ থাকবে না।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
বিশ্বজুড়ে ঘুম নিয়ে সংকট তৈরি হচ্ছে। কোটি কোটি মানুষ দীর্ঘমেয়াদি ঘুমের ঘাটতিতে ভুগছে, যার পেছনে রয়েছে মানসিক চাপ, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং অনিয়মিত রুটিন। তবে আশার কথা হলো, কিছু দেশ এখন ঘুমের গুরুত্ব উপলব্ধি করছে।
১০ ঘণ্টা আগেপ্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ সুযোগ এনেছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। ‘ডিজিটাল নমেড ভিসা’র আওতায় আপনি দেশটিতে এক বছর বসবাস এবং অনলাইনে কাজ করার বৈধ সুযোগ পাবেন। ভিসাটির আবেদন মূল্য মাত্র ১০০ মার্কিন ডলার বা ১২ হাজার ১০০ টাকা (প্রায়)।
১৫ ঘণ্টা আগেতীব্র গরমে নাজেহাল হয়ে কাঁচির ঘ্যাচাং শব্দে পিঠ অব্দি নেমে যাওয়া ঢেউখেলানো চুল কেটে ছোট করে নিলেন। এবার কাঁধ অব্দি চুল নিয়ে তো মহা বিপদ। ছেড়ে রাখলে বাতাসে উড়ে এলোমেলো হয়, আবার বেঁধে রাখলেও যেন কেমন দেখায়। এ কথা সত্য, এমন চুল গুছিয়ে রাখার মতো সুস্থ রাখাও একটু জটিল।
১৮ ঘণ্টা আগেপ্রথমে চুলায় দুধ ফুটিয়ে নিন। এরপর আঁচ বন্ধ করে ১ মিনিট পর এক কাপের ৩ ভাগের ১ ভাগ পানিতে ভিনিগার গুলে তা একটু একটু করে দিয়ে ছানা কেটে নিন। এবার একটি পরিষ্কার কাপড়ে ছানা তুলে পানি ছেঁকে নিন। ছানা ঠান্ডা পানিতে ধুয়ে চিপে চিপে জল নিংড়ে নিতে হবে।
২০ ঘণ্টা আগে