জীবনধারা ডেস্ক
সবাই কি একই ধরনের খাবার খেতে ভালোবাসেন? মোটেও না। কারও প্রিয় মিষ্টিজাতীয় খাবার, আবার কারও ভীষণ টক। কারও আবার একটু তেতো স্বাদের খাবার খেতেই ভালো লাগে। কিন্তু কার কেমন খাবার পছন্দ এবং কে কী খেতে ভালোবাসেন—তা দিয়েই কিন্তু বোঝা যায় ব্যক্তিমানুষ হিসেবে তিনি কেমন। বিশ্বাস হচ্ছে না তো, তাহলে এক ঝলক দেখেই নিন না!
যদি ঝাল প্রিয় হয়
ঠোঁট পুড়ে গেলেও ঝাল খাবারই যাঁদের কাছে সবচেয়ে প্রিয়, তাঁদের বেলায় বলতে হয় যে জীবনে একটু ঝুঁকি নিয়েই বাঁচতে ভালোবাসেন তাঁরা। ঝাল খাবার মানেই চোখে, নাকে জল আর জিবে জ্বালাপোড়া হলেও ঝালপ্রেমীদের কাছে সেটাই বিলাসিতা। আর তাই তো পথের ধারে ফুচকা খেতে গেলেও তাঁরা বলেন, ‘ঝাল একটু বেশিই চাই!’
টক–মিষ্টির মিলমিশ হলে
মিষ্টিজাতীয় খাবার একটু আয়েশ করে বসেই খেতে ভালোবাসে মানুষ। অন্যদিকে শরীর খারাপ, অস্থিরতা দূর করার সময়ই টক খাবার বেশি খাওয়া হয়। ফলে কারও যদি টক–মিষ্টি খাবার একসঙ্গে খেতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে এ ধরনের মানুষ খুব সহজেই অস্থিরতায় ভোগেন ও দ্রুত সমস্যার সমাধান খোঁজেন।
নতুন স্বাদের সন্ধানে থাকেন যাঁরা
রেস্তোরাঁয় গিয়ে যাঁরা ‘সেইফ ফুড’ অর্ডার না দিয়ে ফিউশন ঘরানার খাবার খোঁজেন, তাঁদের বলা হয় রিস্ক টেকার। অর্থাৎ জীবনে নতুন কোনো অভিজ্ঞতা হলে তাঁরা ভড়কে না গিয়ে বরং মুখোমুখি হন।
পিৎজার নাম শুনলেই মন নেচে ওঠে?
বিকেলে অফিসের কাজে মুখ গুঁজে আছেন, এই সময় যদি আশপাশ থেকে কেউ বলে ওঠে ‘পিৎজ্জা অর্ডার করি?’ তক্ষুনি কি আপনার চোখ–মুখ থেকে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়? তাহলে বোঝাই যাচ্ছে আপনি একজন বহির্মুখী স্বভাবের মানুষ। পিৎজাকে বলা হয় পার্টি ফুড। দামও হাতের নাগালে, কয়েকজন মিলে হইহই করে খাওয়াও যায়। ফলে একটা পিৎজা অর্ডার করলেই আড্ডা জমে ওঠে অনায়েসে।
ঐতিহ্য়বাহী খাবার খেতে ভালোবাসলে
যাঁরা নিজেদের দেশের বা অঞ্চলের ঐতিহ্য়বাহী খাবার খেতে পছন্দ করেন, তাঁরা মূলত নিজের শেকড়কে অনেক বেশি প্রাধান্য দেন। এ ধরনের মানুষেরা নিজের পরিবার, পরিবারিক মূল্যবোধ ও নিজেদের সংস্কৃতিকে সব সময়ই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
মিষ্টি হলে আর কিছুই লাগে না
কারও মিষ্টিজাতীয় খাবার প্রিয় মানে হলো, মানুষ হিসেবেও তিনি দারুণ মিষ্টি স্বভাবের। গবেষণায় দেখা গেছে, যাঁদের সুইট ক্রেভিং হয়, তাঁরা তুলনামূলক বেশি ইতিবাচক, বন্ধুত্বপরায়ণ, শান্ত ও মিশুক।
প্রিয় ডেজার্ট আইসক্রিম?
যাঁরা আইসক্রিম খেতে ভালোবাসেন, তাঁদের মধ্য়ে শিশুসুলভ ব্যবহার ও নিষ্পাপ আচরণ লক্ষ করা যায়। মানে আপাদমস্তক একেবারেই নির্ভেজাল এরা।
শাকসবজিতে মানা নেই যাঁর
পাতে শাকসবজি তুলে নিতে ও দিতে যাঁদের একটুও আপত্তি নেই, তাঁরা মূলত স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত। সুস্থতাই তাঁদের জীবনের মূল লক্ষ্য থাকে।
স্মুদি বা শেক না হলে কাজ জমে না?
ক্লাস বা অফিসে যাওয়ার আগে বা কাজ করতে করতে স্মুদি বা শেকের গ্লাসে চুমুক না দিলে যাঁরা শক্তি খুঁজে পান না, তাঁদের বলা হয় মাল্টিটাস্কার। একসঙ্গে একাধিক কাজ করতে তাঁরা পারদর্শী।
কফিপ্রেমীরা প্রশান্তিই খোঁজেন
কাজের চাপ, রিল্যাক্সেশন, নতুন কোনো কাজের শুরুতে যাঁদের একটু ভালো মানের কফিতে চুমুক দিতে মন চায়, বুঝতে হবে তাঁরা তৃপ্তি আর প্রশান্তিই খুঁজে বেড়ান সব সময়।
সূত্র: স্টারস ইনসাইডার
সবাই কি একই ধরনের খাবার খেতে ভালোবাসেন? মোটেও না। কারও প্রিয় মিষ্টিজাতীয় খাবার, আবার কারও ভীষণ টক। কারও আবার একটু তেতো স্বাদের খাবার খেতেই ভালো লাগে। কিন্তু কার কেমন খাবার পছন্দ এবং কে কী খেতে ভালোবাসেন—তা দিয়েই কিন্তু বোঝা যায় ব্যক্তিমানুষ হিসেবে তিনি কেমন। বিশ্বাস হচ্ছে না তো, তাহলে এক ঝলক দেখেই নিন না!
যদি ঝাল প্রিয় হয়
ঠোঁট পুড়ে গেলেও ঝাল খাবারই যাঁদের কাছে সবচেয়ে প্রিয়, তাঁদের বেলায় বলতে হয় যে জীবনে একটু ঝুঁকি নিয়েই বাঁচতে ভালোবাসেন তাঁরা। ঝাল খাবার মানেই চোখে, নাকে জল আর জিবে জ্বালাপোড়া হলেও ঝালপ্রেমীদের কাছে সেটাই বিলাসিতা। আর তাই তো পথের ধারে ফুচকা খেতে গেলেও তাঁরা বলেন, ‘ঝাল একটু বেশিই চাই!’
টক–মিষ্টির মিলমিশ হলে
মিষ্টিজাতীয় খাবার একটু আয়েশ করে বসেই খেতে ভালোবাসে মানুষ। অন্যদিকে শরীর খারাপ, অস্থিরতা দূর করার সময়ই টক খাবার বেশি খাওয়া হয়। ফলে কারও যদি টক–মিষ্টি খাবার একসঙ্গে খেতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে এ ধরনের মানুষ খুব সহজেই অস্থিরতায় ভোগেন ও দ্রুত সমস্যার সমাধান খোঁজেন।
নতুন স্বাদের সন্ধানে থাকেন যাঁরা
রেস্তোরাঁয় গিয়ে যাঁরা ‘সেইফ ফুড’ অর্ডার না দিয়ে ফিউশন ঘরানার খাবার খোঁজেন, তাঁদের বলা হয় রিস্ক টেকার। অর্থাৎ জীবনে নতুন কোনো অভিজ্ঞতা হলে তাঁরা ভড়কে না গিয়ে বরং মুখোমুখি হন।
পিৎজার নাম শুনলেই মন নেচে ওঠে?
বিকেলে অফিসের কাজে মুখ গুঁজে আছেন, এই সময় যদি আশপাশ থেকে কেউ বলে ওঠে ‘পিৎজ্জা অর্ডার করি?’ তক্ষুনি কি আপনার চোখ–মুখ থেকে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়? তাহলে বোঝাই যাচ্ছে আপনি একজন বহির্মুখী স্বভাবের মানুষ। পিৎজাকে বলা হয় পার্টি ফুড। দামও হাতের নাগালে, কয়েকজন মিলে হইহই করে খাওয়াও যায়। ফলে একটা পিৎজা অর্ডার করলেই আড্ডা জমে ওঠে অনায়েসে।
ঐতিহ্য়বাহী খাবার খেতে ভালোবাসলে
যাঁরা নিজেদের দেশের বা অঞ্চলের ঐতিহ্য়বাহী খাবার খেতে পছন্দ করেন, তাঁরা মূলত নিজের শেকড়কে অনেক বেশি প্রাধান্য দেন। এ ধরনের মানুষেরা নিজের পরিবার, পরিবারিক মূল্যবোধ ও নিজেদের সংস্কৃতিকে সব সময়ই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
মিষ্টি হলে আর কিছুই লাগে না
কারও মিষ্টিজাতীয় খাবার প্রিয় মানে হলো, মানুষ হিসেবেও তিনি দারুণ মিষ্টি স্বভাবের। গবেষণায় দেখা গেছে, যাঁদের সুইট ক্রেভিং হয়, তাঁরা তুলনামূলক বেশি ইতিবাচক, বন্ধুত্বপরায়ণ, শান্ত ও মিশুক।
প্রিয় ডেজার্ট আইসক্রিম?
যাঁরা আইসক্রিম খেতে ভালোবাসেন, তাঁদের মধ্য়ে শিশুসুলভ ব্যবহার ও নিষ্পাপ আচরণ লক্ষ করা যায়। মানে আপাদমস্তক একেবারেই নির্ভেজাল এরা।
শাকসবজিতে মানা নেই যাঁর
পাতে শাকসবজি তুলে নিতে ও দিতে যাঁদের একটুও আপত্তি নেই, তাঁরা মূলত স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত। সুস্থতাই তাঁদের জীবনের মূল লক্ষ্য থাকে।
স্মুদি বা শেক না হলে কাজ জমে না?
ক্লাস বা অফিসে যাওয়ার আগে বা কাজ করতে করতে স্মুদি বা শেকের গ্লাসে চুমুক না দিলে যাঁরা শক্তি খুঁজে পান না, তাঁদের বলা হয় মাল্টিটাস্কার। একসঙ্গে একাধিক কাজ করতে তাঁরা পারদর্শী।
কফিপ্রেমীরা প্রশান্তিই খোঁজেন
কাজের চাপ, রিল্যাক্সেশন, নতুন কোনো কাজের শুরুতে যাঁদের একটু ভালো মানের কফিতে চুমুক দিতে মন চায়, বুঝতে হবে তাঁরা তৃপ্তি আর প্রশান্তিই খুঁজে বেড়ান সব সময়।
সূত্র: স্টারস ইনসাইডার
সকালের নাশতায় রোজ কি রুটির সঙ্গে আলুভাজি খেতে ভালো লাগে? কোনো একদিন সকালে বানিয়ে ফেলুন ফুলকো লুচি, আর সঙ্গে থাকতে পারে কাবলি ছোলার ঘুগনি। আপনাদের জন্য কাবলি ছোলার ঘুগনির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে পালন করে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘দ্য গার্ল, আই অ্যাম দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস’ বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের...
১০ ঘণ্টা আগেবাড়িতে থাকলে সকালে উঠেই চা বা কফি পান করা অনেকের প্রধান অভ্যাস। কোথাও ছুটিতে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেন না তাঁরা। ভ্রমণের সময় হোটেলের যে কক্ষে থাকেন, সকালে উঠে সেখানেই সকালের চা-কফির পর্ব সেরে নিতে চান অনেকে। কিন্তু আপনি কি জানেন, কেটলি কতটা স্বাস্থ্যসম্মত? পরের বার যখন কোনো হোটেল রুমে থাকবেন..
১১ ঘণ্টা আগেরক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়। সুস্থ থাকা এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধের জন্যও এটি সমান জরুরি। আমাদের অনেকের ধারণা, ‘আমি তো বেশি মিষ্টি খাই না, তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে কেন?’ কিন্তু আসল সমস্যা হলো কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস। যেগুলো আমরা...
১৩ ঘণ্টা আগে