নাদিয়া নাতাশা
বিন্নি চালের নারকেলি পায়েস
উপকরণ
বিন্নি ধানের চাল ১ থেকে ২ কাপ, দুধ ২ লিটার, গুঁড়া দুধ আধা কাপ, এলাচি দানা বা এলাচি গুঁড়া ১ থেকে ২টি অথবা ১ চিমটি, দারুচিনি ১টি, নারকেল কোরানো আধা কাপ থেকে ১ কাপ, কাজুবাদাম ১০ থেকে ১২টি, পেস্তাবাদাম ১০ থেকে ১২টি, কাঠবাদাম ৫ থেকে ৬টি, ঘি ১ টেবিল চামচ।
প্রণালি
বিন্নি ধানের চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন চালগুলোকে। একটি প্যানে পরিমাণমতো দুধ নিয়ে ভালোভাবে জ্বাল দিন। মিডিয়াম আঁচে রাখুন। দুধ ফুটতে শুরু করলে তাতে বিন্নি ধানের চাল দিন। দুধের মধ্যে একে একে গুঁড়া দুধ, এলাচি, দারুচিনি দিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে আবারও জ্বাল দিতে থাকুন। দুধ জ্বাল দিতে দিতে যখন অর্ধেক হয়ে আসবে, তখন চুলার আঁচ কমিয়ে দিন। একটি চামচ দিয়ে অল্প কয়েকটি চাল উঠিয়ে দেখে নিন সেগুলো ভালোমতো সেদ্ধ হয়েছে কি না। এবার অন্য একটি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে নিন। চুলার আঁচ একদম অল্প রাখুন। প্যানে ১ চামচ পরিমাণ ঘি ঢেলে দিন। ঘিতে কোরানো নারকেল দিয়ে দিন। নেড়েচেড়ে হালকা করে ভেঁজে নিন। দুধ দেওয়া পাত্রটিতে ভাজা নারকেলগুলো দিয়ে দিন। ভালোভাবে নেড়েচেড়ে নিন আবারও। তারপর বাদাম ছড়িয়ে দিন। আবার নেড়ে নিন। ওপরে কোরানো নারকেল বা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিন্নি চালের নারকেলি পায়েস।
নবাবি সেমাই
উপকরণ
২৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ১ কেজি দুধ, ২০০ গ্রাম মিল্ক পাউডার, কর্ণফ্লাওয়ার তিন চামচ, ক্রিম ৫০ গ্রাম, বাদামকুচি ইচ্ছেমতো।
প্রণালি
কড়াইতে ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভেজে নিন। এবার চিনিগুঁড়া এবং মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে ভেজে নিন। অন্য কড়াইয়ে ঘন
করে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর গুঁড়া দুধ দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে ঘন হয়ে ক্রিম ভাব এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি পাত্রে ভাজা সেমাই দিন। তার ওপরে ক্রিম দিন। তার ওপর সেমাই দিন। সবার ওপরে বাদামকুচি ছড়িয়ে পরিবেশন করুন।
উপকরণ
গুঁড়া দুধ ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, সুজি ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, ডিম ১টি, বেকিং পাউডার ১ চা-চামচ, সিরার জন্য সামান্য পরিমাণ জিরোক্যাল, পানি ২ কাপ, জাফরান সামান্য, তেল ভাজার জন্য ১ কাপ।
মালাইয়ের জন্য
দুধ ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপের
৪ ভাগের ১ ভাগ, ডানো ক্রিম
২ টেবিল চামচ, সাজানোর জন্য পেস্তাবাদাম কুচি।
প্রণালি
পানি ও চিনি এক সঙ্গে করে জ্বাল দিন। চিনি গলে গেলে জাফরান দিয়ে নামিয়ে রেখে দিন। শুকনো সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ডিম ফেটে নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নরম ডো তৈরি করে নিন। হালকা তেল বা ঘি হাতে লাগিয়ে ছোট লম্বা আকৃতির ১৪টি বল বানান। এবার একদম কম আঁচে সব কটা মিষ্টি একবারে দিয়ে ভেজে নিন। সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন। এবার ভাজা মিষ্টি সিরায় দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে জাল দিন। চুলা বন্ধ করে মিষ্টি সিরায় রেখে দিন। ২ ঘণ্টা পর সিরা থেকে তুলে নিন। অন্য একটি প্যানে মালাইয়ের জন্য সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তারপর অল্প আঁচে রান্না করুন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে পাইপিং ব্যাগে ভরে নিন। মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে মাঝখানে পাইপিং ব্যাগের সাহায্য মালাই দিতে হবে। সব হয়ে গেলে ওপরে পেস্তাবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
বিন্নি চালের নারকেলি পায়েস
উপকরণ
বিন্নি ধানের চাল ১ থেকে ২ কাপ, দুধ ২ লিটার, গুঁড়া দুধ আধা কাপ, এলাচি দানা বা এলাচি গুঁড়া ১ থেকে ২টি অথবা ১ চিমটি, দারুচিনি ১টি, নারকেল কোরানো আধা কাপ থেকে ১ কাপ, কাজুবাদাম ১০ থেকে ১২টি, পেস্তাবাদাম ১০ থেকে ১২টি, কাঠবাদাম ৫ থেকে ৬টি, ঘি ১ টেবিল চামচ।
প্রণালি
বিন্নি ধানের চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন চালগুলোকে। একটি প্যানে পরিমাণমতো দুধ নিয়ে ভালোভাবে জ্বাল দিন। মিডিয়াম আঁচে রাখুন। দুধ ফুটতে শুরু করলে তাতে বিন্নি ধানের চাল দিন। দুধের মধ্যে একে একে গুঁড়া দুধ, এলাচি, দারুচিনি দিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে আবারও জ্বাল দিতে থাকুন। দুধ জ্বাল দিতে দিতে যখন অর্ধেক হয়ে আসবে, তখন চুলার আঁচ কমিয়ে দিন। একটি চামচ দিয়ে অল্প কয়েকটি চাল উঠিয়ে দেখে নিন সেগুলো ভালোমতো সেদ্ধ হয়েছে কি না। এবার অন্য একটি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে নিন। চুলার আঁচ একদম অল্প রাখুন। প্যানে ১ চামচ পরিমাণ ঘি ঢেলে দিন। ঘিতে কোরানো নারকেল দিয়ে দিন। নেড়েচেড়ে হালকা করে ভেঁজে নিন। দুধ দেওয়া পাত্রটিতে ভাজা নারকেলগুলো দিয়ে দিন। ভালোভাবে নেড়েচেড়ে নিন আবারও। তারপর বাদাম ছড়িয়ে দিন। আবার নেড়ে নিন। ওপরে কোরানো নারকেল বা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিন্নি চালের নারকেলি পায়েস।
নবাবি সেমাই
উপকরণ
২৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ১ কেজি দুধ, ২০০ গ্রাম মিল্ক পাউডার, কর্ণফ্লাওয়ার তিন চামচ, ক্রিম ৫০ গ্রাম, বাদামকুচি ইচ্ছেমতো।
প্রণালি
কড়াইতে ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভেজে নিন। এবার চিনিগুঁড়া এবং মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে ভেজে নিন। অন্য কড়াইয়ে ঘন
করে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর গুঁড়া দুধ দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে ঘন হয়ে ক্রিম ভাব এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি পাত্রে ভাজা সেমাই দিন। তার ওপরে ক্রিম দিন। তার ওপর সেমাই দিন। সবার ওপরে বাদামকুচি ছড়িয়ে পরিবেশন করুন।
উপকরণ
গুঁড়া দুধ ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, সুজি ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, ডিম ১টি, বেকিং পাউডার ১ চা-চামচ, সিরার জন্য সামান্য পরিমাণ জিরোক্যাল, পানি ২ কাপ, জাফরান সামান্য, তেল ভাজার জন্য ১ কাপ।
মালাইয়ের জন্য
দুধ ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপের
৪ ভাগের ১ ভাগ, ডানো ক্রিম
২ টেবিল চামচ, সাজানোর জন্য পেস্তাবাদাম কুচি।
প্রণালি
পানি ও চিনি এক সঙ্গে করে জ্বাল দিন। চিনি গলে গেলে জাফরান দিয়ে নামিয়ে রেখে দিন। শুকনো সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ডিম ফেটে নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নরম ডো তৈরি করে নিন। হালকা তেল বা ঘি হাতে লাগিয়ে ছোট লম্বা আকৃতির ১৪টি বল বানান। এবার একদম কম আঁচে সব কটা মিষ্টি একবারে দিয়ে ভেজে নিন। সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন। এবার ভাজা মিষ্টি সিরায় দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে জাল দিন। চুলা বন্ধ করে মিষ্টি সিরায় রেখে দিন। ২ ঘণ্টা পর সিরা থেকে তুলে নিন। অন্য একটি প্যানে মালাইয়ের জন্য সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তারপর অল্প আঁচে রান্না করুন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে পাইপিং ব্যাগে ভরে নিন। মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে মাঝখানে পাইপিং ব্যাগের সাহায্য মালাই দিতে হবে। সব হয়ে গেলে ওপরে পেস্তাবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আজ ৪ মে, কিংবদন্তি তারকা অড্রে হেপবার্নের জন্মদিন। অড্রে কেবল একজন চলচ্চিত্র তারকাই নন, তিনি ছিলেন সৌন্দর্য ও শৈলীর জীবন্ত প্রতিমা। তাঁর চপলতা, কোমলতা ও সহজাত সৌন্দর্য আজও সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে গেঁথে রয়েছে। এই সৌন্দর্যের জন্য কী করতেন তিনি? খুব বেশি কিছু নয়, বেশ কয়েকটি ভালো অভ্যাসই তাঁকে এত
১২ ঘণ্টা আগেএই একুশ শতকে কোনো এলাকায় মোটরগাড়ি চলে না, এটা বিশ্বাস করা যায়! অবিশ্বাস্য হলেও খোদ যুক্তরাষ্ট্রে এমন একটি দ্বীপ আছে, যেখানে মোটরগাড়ি নেই। নেই যুক্তরাষ্ট্রের আভিজাত্যের প্রতীক গলফ কোর্টও। কিন্তু সেই দ্বীপের বাসিন্দাদের সবার জন্য আছে একটি করে ঘোড়া। সেই সব ঘোড়ায় চলাফেরা করে তারা প্রজন্ম থেকে প্রজন্মে।
১ দিন আগেসেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ক্ষেত্রে দুই সমস্যা খুবই সাধারণ। একটি হলো, খোসার সঙ্গে ডিমের সাদা অংশ লেগে থাকা; অন্যটি হলো, খোসা ছাড়ানোর পরও ডিমের ওপর পাতলা আবরণ লেগে থাকা। ইন্টারনেটে এসব সমস্যা সমাধানের নানা ‘হ্যাক’ বা কৌশল পাওয়া যায়। ডিমের খোসা ছাড়ানো কঠিন হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে।
২ দিন আগেঅফিসের পরিবেশ আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। অনেকে অফিসে যাওয়ার কথা ভাবতেই হতাশ হয়ে পড়েন। এর কারণ হয়তো খিটখিটে বস, অতিরিক্ত কাজের চাপ কিংবা সহকর্মীদের খারাপ ব্যবহার। এতে দেখা দিতে পারে মানসিক চাপ, ঘুমের সমস্যা, এমনকি বিষণ্নতাও।
২ দিন আগে