রজত কান্তি রায়, ঢাকা
ঢাকার রাস্তায় জ্যামে বসে থাকতে থাকতে আপনি বিরক্ত। হঠাৎ দেখলেন, বাংলা সিনেমার এক নায়িকা আপনাকে পিস্তল তাক করে আছেন, আপনার বিরক্তি নিমেষে উধাও হয়ে যাবে। মনে হবে ‘হাউ ফানি’! কিন্তু যখন দেখবেন, ব্রুস লি আপনার সামনে কারাতে বা কুংফুর এক জটিল প্যাঁচ কষে দাঁড়িয়ে আছেন, শরীর খানিক শিরশির করে উঠবে। আর যদি কখনো দেখে ফেলেন, আপনার সামনের ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এক সিংহ, আপনার পাশের রিকশাচালক এক শিয়াল আর সেই রিকশার যাত্রী রয়েল বেঙ্গল টাইগার, তাহলে ভরদুপুরেও আপনার মাথা ঝিমঝিম করতে থাকবে।
ঢাকা শহরের জ্যামে আটকে থাকা রিকশাগুলোর পেছনের ঝুল বোর্ডে কিংবা সিটে আঁকা চিত্রকর্ম আপনাকে এমনই জাদুবাস্তবতায় নিয়ে যাবে। প্রতিদিনের দেখা রিকশাচিত্রগুলো আমাদের কাছে ‘ফানি’ হলেও ইউনেসকো দেশের এই বিশেষ ঘরানার চিত্রকর্মকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে কয়েক দিন আগে। বাউলগান, জামদানি বস্ত্র, মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটির পর দেশের পঞ্চম শিল্প হিসেবে রিকশাচিত্র ইনটেনজিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেল।
রিকশাচিত্রের বৈশিষ্ট্য হলো এর উজ্জ্বল রঙের ব্যবহার। এই রং মানুষকে আকৃষ্ট করে। এর মোটিফগুলো খেয়াল করলে দেখতে পাবেন, সেখানে যেমন আছে নায়ক-নায়িকার প্রতিকৃতি, তেমনি আছে উজ্জ্বল রঙের ফুল, লতাপাতা, আছে জোড়া ময়ূর কিংবা দোয়েল। আছে দেশের বিখ্যাত সব স্থাপনা। আছে ঐতিহাসিক ঘটনাবলি। এর ক্যানভাসের আকার খুব বড় না হলেও বিষয়বস্তুর বিন্যাসে চমৎকারিত্ব আছে। আর তা আকৃষ্ট করেছে আমাদের ফ্যাশন
ইন্ডাস্ট্রির মানুষদের। তাঁরা রিকশাচিত্রের মোটিফ ব্যবহার করে পোশাকের নকশা করছেন। শুধু পোশাকই নয় অবশ্য, সেখানে ফ্যাশন ও গৃহসজ্জার অনুষঙ্গ কিংবা ক্রোকারিজও আছে।
এক দশকের বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী চিত্রশিল্পকে রিকশার ঝুল বোর্ড থেকে বের করে ফ্যাশনে ও অনুষঙ্গে ব্যবহার করার প্রবণতা শুরু হয়েছে। এ কাজে বিবি রাসেল কিংবা তৈয়বা বেগম লিপির মতো ডিজাইনার ও শিল্পীরা ছিলেন পথিকৃতের ভূমিকায়। তরুণ উদ্যোক্তা এবং ডিজাইনারদের অনেকেই এখন হাতে এঁকে কিংবা ডিজিটাল প্রিন্টের মাধ্যমে রিকশাচিত্রকে আরও বৈচিত্র্যপূর্ণভাবে ব্যবহার করছেন বিভিন্ন পণ্যে।
ফ্যাশন অনুষঙ্গে চশমার ফ্রেমে রিকশাচিত্রের ব্যবহার এখন দেশে ট্রেডমার্ক বলা চলে। খুব সম্ভবত এর হাত ধরেই রিকশাচিত্র ফ্যাশনের মতো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। এর পর সেটি নিয়ে চলে বিভিন্নজনের বিভিন্ন নিরীক্ষা। ধীরে ধীরে সেটি গৃহসজ্জার বিভিন্ন অনুষঙ্গ এবং ক্রোকারিজের জগতে প্রবেশ করে। এর উদাহরণ দেখতে পাওয়া যায় ফেসবুকে বা ইনস্টাগ্রামে ঢুকলে। এসব জায়গায় অসংখ্য প্রতিষ্ঠান বা ব্যক্তির পেজ পাওয়া যাবে যাঁরা এখন রিকশাচিত্র ব্যবহার করে কাচের গ্লাস, মগ, কেটলি, কাচের বোতল, প্লেট, গয়নার বাক্স, মোবাইল কভার, ট্রে, ট্রাংক, অফিসের ফাইল বক্স ইত্যাদি নকশা করতে শুরু করেছেন। স্পষ্টতই এ কাজগুলোর শতভাগ রিকশাচিত্রীরা করেন না। করেন চারুকলায় প্রশিক্ষণ পাওয়া আধুনিক শিল্পীরা। তাতে কোনো সমস্যা নেই অবশ্য; বরং এই প্রবণতা দিন দিন রিকশাচিত্রের মতো আরবান ফোক আর্টকে ছড়িয়ে দিয়েছে, জীবিত ও সজীব রেখেছে।
রিকশাচিত্রের যতগুলো জনপ্রিয় মোটিফ রয়েছে, এগুলোর মধ্যে ফ্যাশনে বহুলভাবে ব্যবহার করা হয়েছে জোড়া শালিক, জোড়া ময়ূর, গোলাপসহ বিভিন্ন ফুল, ‘ভুলো না আমায়’-এর মতো লেটারিং। অনুষঙ্গের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে মূলত বিভিন্ন ধরনের ফুল ও লতাপাতা। বিপরীতধর্মী রঙের ব্যবহার কিংবা একই রঙের বিভিন্ন শেডের ব্যবহার আধুনিক পোশাক নকশাকারদের এক গুরুত্বপূর্ণ ট্রেন্ড। পোশাকে রিকশাচিত্রের মোটিফে রঙের ব্যবহারের ক্ষেত্রেও তা বজায় রাখা হয়। ফলে পোশাকে রিকশাচিত্র এক দারুণ চিত্রকল্প তৈরি করে।
বিভিন্ন প্রতিষ্ঠান এখন রিকশাচিত্রীদের দিয়ে ওয়ার্কশপ করাচ্ছে নতুন শিল্পীদের এ ধারা শেখানোর জন্য। এ সময় ইউনেসকোর স্বীকৃতি রিকশাচিত্রকে আরও বেগবান করবে আশা করা যায়।
ঢাকার রাস্তায় জ্যামে বসে থাকতে থাকতে আপনি বিরক্ত। হঠাৎ দেখলেন, বাংলা সিনেমার এক নায়িকা আপনাকে পিস্তল তাক করে আছেন, আপনার বিরক্তি নিমেষে উধাও হয়ে যাবে। মনে হবে ‘হাউ ফানি’! কিন্তু যখন দেখবেন, ব্রুস লি আপনার সামনে কারাতে বা কুংফুর এক জটিল প্যাঁচ কষে দাঁড়িয়ে আছেন, শরীর খানিক শিরশির করে উঠবে। আর যদি কখনো দেখে ফেলেন, আপনার সামনের ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এক সিংহ, আপনার পাশের রিকশাচালক এক শিয়াল আর সেই রিকশার যাত্রী রয়েল বেঙ্গল টাইগার, তাহলে ভরদুপুরেও আপনার মাথা ঝিমঝিম করতে থাকবে।
ঢাকা শহরের জ্যামে আটকে থাকা রিকশাগুলোর পেছনের ঝুল বোর্ডে কিংবা সিটে আঁকা চিত্রকর্ম আপনাকে এমনই জাদুবাস্তবতায় নিয়ে যাবে। প্রতিদিনের দেখা রিকশাচিত্রগুলো আমাদের কাছে ‘ফানি’ হলেও ইউনেসকো দেশের এই বিশেষ ঘরানার চিত্রকর্মকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে কয়েক দিন আগে। বাউলগান, জামদানি বস্ত্র, মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটির পর দেশের পঞ্চম শিল্প হিসেবে রিকশাচিত্র ইনটেনজিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেল।
রিকশাচিত্রের বৈশিষ্ট্য হলো এর উজ্জ্বল রঙের ব্যবহার। এই রং মানুষকে আকৃষ্ট করে। এর মোটিফগুলো খেয়াল করলে দেখতে পাবেন, সেখানে যেমন আছে নায়ক-নায়িকার প্রতিকৃতি, তেমনি আছে উজ্জ্বল রঙের ফুল, লতাপাতা, আছে জোড়া ময়ূর কিংবা দোয়েল। আছে দেশের বিখ্যাত সব স্থাপনা। আছে ঐতিহাসিক ঘটনাবলি। এর ক্যানভাসের আকার খুব বড় না হলেও বিষয়বস্তুর বিন্যাসে চমৎকারিত্ব আছে। আর তা আকৃষ্ট করেছে আমাদের ফ্যাশন
ইন্ডাস্ট্রির মানুষদের। তাঁরা রিকশাচিত্রের মোটিফ ব্যবহার করে পোশাকের নকশা করছেন। শুধু পোশাকই নয় অবশ্য, সেখানে ফ্যাশন ও গৃহসজ্জার অনুষঙ্গ কিংবা ক্রোকারিজও আছে।
এক দশকের বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী চিত্রশিল্পকে রিকশার ঝুল বোর্ড থেকে বের করে ফ্যাশনে ও অনুষঙ্গে ব্যবহার করার প্রবণতা শুরু হয়েছে। এ কাজে বিবি রাসেল কিংবা তৈয়বা বেগম লিপির মতো ডিজাইনার ও শিল্পীরা ছিলেন পথিকৃতের ভূমিকায়। তরুণ উদ্যোক্তা এবং ডিজাইনারদের অনেকেই এখন হাতে এঁকে কিংবা ডিজিটাল প্রিন্টের মাধ্যমে রিকশাচিত্রকে আরও বৈচিত্র্যপূর্ণভাবে ব্যবহার করছেন বিভিন্ন পণ্যে।
ফ্যাশন অনুষঙ্গে চশমার ফ্রেমে রিকশাচিত্রের ব্যবহার এখন দেশে ট্রেডমার্ক বলা চলে। খুব সম্ভবত এর হাত ধরেই রিকশাচিত্র ফ্যাশনের মতো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। এর পর সেটি নিয়ে চলে বিভিন্নজনের বিভিন্ন নিরীক্ষা। ধীরে ধীরে সেটি গৃহসজ্জার বিভিন্ন অনুষঙ্গ এবং ক্রোকারিজের জগতে প্রবেশ করে। এর উদাহরণ দেখতে পাওয়া যায় ফেসবুকে বা ইনস্টাগ্রামে ঢুকলে। এসব জায়গায় অসংখ্য প্রতিষ্ঠান বা ব্যক্তির পেজ পাওয়া যাবে যাঁরা এখন রিকশাচিত্র ব্যবহার করে কাচের গ্লাস, মগ, কেটলি, কাচের বোতল, প্লেট, গয়নার বাক্স, মোবাইল কভার, ট্রে, ট্রাংক, অফিসের ফাইল বক্স ইত্যাদি নকশা করতে শুরু করেছেন। স্পষ্টতই এ কাজগুলোর শতভাগ রিকশাচিত্রীরা করেন না। করেন চারুকলায় প্রশিক্ষণ পাওয়া আধুনিক শিল্পীরা। তাতে কোনো সমস্যা নেই অবশ্য; বরং এই প্রবণতা দিন দিন রিকশাচিত্রের মতো আরবান ফোক আর্টকে ছড়িয়ে দিয়েছে, জীবিত ও সজীব রেখেছে।
রিকশাচিত্রের যতগুলো জনপ্রিয় মোটিফ রয়েছে, এগুলোর মধ্যে ফ্যাশনে বহুলভাবে ব্যবহার করা হয়েছে জোড়া শালিক, জোড়া ময়ূর, গোলাপসহ বিভিন্ন ফুল, ‘ভুলো না আমায়’-এর মতো লেটারিং। অনুষঙ্গের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে মূলত বিভিন্ন ধরনের ফুল ও লতাপাতা। বিপরীতধর্মী রঙের ব্যবহার কিংবা একই রঙের বিভিন্ন শেডের ব্যবহার আধুনিক পোশাক নকশাকারদের এক গুরুত্বপূর্ণ ট্রেন্ড। পোশাকে রিকশাচিত্রের মোটিফে রঙের ব্যবহারের ক্ষেত্রেও তা বজায় রাখা হয়। ফলে পোশাকে রিকশাচিত্র এক দারুণ চিত্রকল্প তৈরি করে।
বিভিন্ন প্রতিষ্ঠান এখন রিকশাচিত্রীদের দিয়ে ওয়ার্কশপ করাচ্ছে নতুন শিল্পীদের এ ধারা শেখানোর জন্য। এ সময় ইউনেসকোর স্বীকৃতি রিকশাচিত্রকে আরও বেগবান করবে আশা করা যায়।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১২ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে