ফিচার ডেস্ক
বর্তমান সময়ে সুস্থ জীবনযাত্রার দিকে আমাদের আগ্রহ বেড়েছে। এর জন্য সবার আগে প্রয়োজন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমাদের সবার জানা, অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চিনি শুধু আমাদের ওজন বাড়ায় না এটি ডায়াবেটিস, হৃদ্রোগ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।
এমন পরিস্থিতিতে চিনি কমানোর জন্য অনেকে চিনি ছাড়া বা চিনি কম যুক্ত খাবার বেছে নেন। কিন্তু, দোকানে কেনাকাটা করার সময় বিশেষত সুগার ফ্রি এবং নো অ্যাডেড সুগার লেখা পণ্যগুলো দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। বেশির ভাগ মানুষের ধারণা এই পণ্যগুলোতে কোনো চিনি নেই।
তবে আসল সত্য কী? আসুন, এই দুটির মধ্যে পার্থক্য জানার চেষ্টা করি। এতে আপনি খাদ্যাভ্যাসে সঠিক পণ্য বেছে নিতে পারবেন।
সুগার ফ্রি বলতে যা বোঝায়
হার্ভার্ড হেলথ পাবলিশিং অনুযায়ী, সুগার ফ্রি লেখা পণ্যগুলোর মধ্যে প্রতি পরিবেশনায় অর্থাৎ যতটুকু পরিমাণ আপনি খাবেন সেখানে ০.৫ গ্রাম বা তার কম চিনি থাকে। এই খাবারগুলোতে কোনো অতিরিক্ত চিনি ব্যবহার করা হয়নি। কিন্তু এতে প্রায়ই কৃত্রিম মিষ্টি যেমন অ্যাসপারটেম, স্টিভিয়া বা সুক্রালোজ ব্যবহার করা হয়। ফলে, আপনি যদি সুগার ফ্রি কিছু খান এটি আপনাকে মিষ্টি স্বাদ দেবে, কিন্তু অতিরিক্ত ক্যালরির চিন্তা করতে হবে না। তবে, সুগার ফ্রি পণ্যেও কিছু পরিমাণে প্রাকৃতিক চিনি থাকতে পারে। এ ছাড়া, বেশ কিছু গবেষণা ইঙ্গিত দেয় কৃত্রিম মিষ্টির দীর্ঘমেয়াদি ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সুগার ফ্রি পণ্য সাধারণত স্বল্প মেয়াদের হয়। কারণ দীর্ঘ সময় ধরে এগুলো খাওয়া স্বাস্থ্যকর নয়।
নো অ্যাডেড সুগার: এর মানে কী?
ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, নো অ্যাডেড সুগার লেখা খাবারে প্রক্রিয়াকরণের বা প্যাকেজিংয়ের সময় কোনো অতিরিক্ত চিনি যোগ করা হয়নি। এই খাবারগুলোতে প্রাকৃতিক চিনি থাকতে পারে যা সাধারণত ফলমূল, দুধ বা অন্যান্য প্রাকৃতিক উপাদান থেকে আসে। উদাহরণস্বরূপ, একটি গ্রানোলা বার ‘নো অ্যাডেড সুগার’ লেখা থাকলেও এতে বেরি বা কিশমিশের মতো উপাদানের প্রাকৃতিক চিনিও থাকতে পারে। এ ছাড়া নো অ্যাডেড সুগার লেখা পণ্যগুলোতে প্রাকৃতিক চিনি থাকলেও তা সাধারণত স্বাস্থ্যকর এবং খাওয়ার জন্য উপকারী। কারণ এতে কোনো কৃত্রিম উপাদান বা মিষ্টি ব্যবহার করা হয় না। তবে, যেহেতু এগুলোয় প্রাকৃতিক চিনির উপস্থিতি থাকে, তাই পুরোপুরি ক্যালরি-মুক্ত নয়। তবে তুলনামূলকভাবে সুগার ফ্রি পণ্যের চেয়ে স্বাস্থ্যকর।
কোনটি স্বাস্থ্যকর: সুগার ফ্রি নাকি নো অ্যাডেড সুগার?
এখন প্রশ্ন উঠতে পারে সুগার ফ্রি এবং নো অ্যাডেড সুগার মধ্যে কোনটি বেশি স্বাস্থ্যকর? সত্যি বলতে, উভয় পণ্যই আপনার ডায়েটে থাকতে পারে। তবে দীর্ঘ সময় ধরে সুগার ফ্রি পণ্য খাওয়া ঠিক নয়। এটি শরীরে কৃত্রিম মিষ্টির ওপর নির্ভরশীলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ফলে পরবর্তী সময়ে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তা ছাড়া অনেক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত কৃত্রিম মিষ্টি খাওয়া দীর্ঘ মেয়াদে শরীরের জন্য ভালো নয়।
অন্যদিকে, নো অ্যাডেড সুগার পণ্যগুলো প্রাকৃতিক চিনি ব্যবহার করে এবং এতে কোনো কৃত্রিম উপাদান নেই। এ কারণে, এটি সুগার ফ্রি পণ্যের তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়। প্রাকৃতিক চিনির উপস্থিতির কারণে এগুলো অনেক বেশি স্বাস্থ্যকর। বিশেষ করে যদি আপনার লক্ষ্য সুস্থ ও সতেজ থাকা হয়।
আপনি কী ধরনের খাবার বেছে নেবেন তা পুরোপুরি আপনার ব্যক্তিগত লক্ষ্য ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। অতিরিক্ত চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও, কিছু পরিমাণ চিনি খাওয়া খারাপ নয়।
অতএব, ‘সুগার ফ্রি’ এবং ‘নো অ্যাডেড সুগার’ খাবারগুলো বুঝে খাওয়া উচিত। এই দুটি লেবেলের মধ্যে পার্থক্য জানা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
সূত্র: এনডিটিভি ফুড
বর্তমান সময়ে সুস্থ জীবনযাত্রার দিকে আমাদের আগ্রহ বেড়েছে। এর জন্য সবার আগে প্রয়োজন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমাদের সবার জানা, অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চিনি শুধু আমাদের ওজন বাড়ায় না এটি ডায়াবেটিস, হৃদ্রোগ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।
এমন পরিস্থিতিতে চিনি কমানোর জন্য অনেকে চিনি ছাড়া বা চিনি কম যুক্ত খাবার বেছে নেন। কিন্তু, দোকানে কেনাকাটা করার সময় বিশেষত সুগার ফ্রি এবং নো অ্যাডেড সুগার লেখা পণ্যগুলো দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। বেশির ভাগ মানুষের ধারণা এই পণ্যগুলোতে কোনো চিনি নেই।
তবে আসল সত্য কী? আসুন, এই দুটির মধ্যে পার্থক্য জানার চেষ্টা করি। এতে আপনি খাদ্যাভ্যাসে সঠিক পণ্য বেছে নিতে পারবেন।
সুগার ফ্রি বলতে যা বোঝায়
হার্ভার্ড হেলথ পাবলিশিং অনুযায়ী, সুগার ফ্রি লেখা পণ্যগুলোর মধ্যে প্রতি পরিবেশনায় অর্থাৎ যতটুকু পরিমাণ আপনি খাবেন সেখানে ০.৫ গ্রাম বা তার কম চিনি থাকে। এই খাবারগুলোতে কোনো অতিরিক্ত চিনি ব্যবহার করা হয়নি। কিন্তু এতে প্রায়ই কৃত্রিম মিষ্টি যেমন অ্যাসপারটেম, স্টিভিয়া বা সুক্রালোজ ব্যবহার করা হয়। ফলে, আপনি যদি সুগার ফ্রি কিছু খান এটি আপনাকে মিষ্টি স্বাদ দেবে, কিন্তু অতিরিক্ত ক্যালরির চিন্তা করতে হবে না। তবে, সুগার ফ্রি পণ্যেও কিছু পরিমাণে প্রাকৃতিক চিনি থাকতে পারে। এ ছাড়া, বেশ কিছু গবেষণা ইঙ্গিত দেয় কৃত্রিম মিষ্টির দীর্ঘমেয়াদি ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সুগার ফ্রি পণ্য সাধারণত স্বল্প মেয়াদের হয়। কারণ দীর্ঘ সময় ধরে এগুলো খাওয়া স্বাস্থ্যকর নয়।
নো অ্যাডেড সুগার: এর মানে কী?
ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, নো অ্যাডেড সুগার লেখা খাবারে প্রক্রিয়াকরণের বা প্যাকেজিংয়ের সময় কোনো অতিরিক্ত চিনি যোগ করা হয়নি। এই খাবারগুলোতে প্রাকৃতিক চিনি থাকতে পারে যা সাধারণত ফলমূল, দুধ বা অন্যান্য প্রাকৃতিক উপাদান থেকে আসে। উদাহরণস্বরূপ, একটি গ্রানোলা বার ‘নো অ্যাডেড সুগার’ লেখা থাকলেও এতে বেরি বা কিশমিশের মতো উপাদানের প্রাকৃতিক চিনিও থাকতে পারে। এ ছাড়া নো অ্যাডেড সুগার লেখা পণ্যগুলোতে প্রাকৃতিক চিনি থাকলেও তা সাধারণত স্বাস্থ্যকর এবং খাওয়ার জন্য উপকারী। কারণ এতে কোনো কৃত্রিম উপাদান বা মিষ্টি ব্যবহার করা হয় না। তবে, যেহেতু এগুলোয় প্রাকৃতিক চিনির উপস্থিতি থাকে, তাই পুরোপুরি ক্যালরি-মুক্ত নয়। তবে তুলনামূলকভাবে সুগার ফ্রি পণ্যের চেয়ে স্বাস্থ্যকর।
কোনটি স্বাস্থ্যকর: সুগার ফ্রি নাকি নো অ্যাডেড সুগার?
এখন প্রশ্ন উঠতে পারে সুগার ফ্রি এবং নো অ্যাডেড সুগার মধ্যে কোনটি বেশি স্বাস্থ্যকর? সত্যি বলতে, উভয় পণ্যই আপনার ডায়েটে থাকতে পারে। তবে দীর্ঘ সময় ধরে সুগার ফ্রি পণ্য খাওয়া ঠিক নয়। এটি শরীরে কৃত্রিম মিষ্টির ওপর নির্ভরশীলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ফলে পরবর্তী সময়ে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তা ছাড়া অনেক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত কৃত্রিম মিষ্টি খাওয়া দীর্ঘ মেয়াদে শরীরের জন্য ভালো নয়।
অন্যদিকে, নো অ্যাডেড সুগার পণ্যগুলো প্রাকৃতিক চিনি ব্যবহার করে এবং এতে কোনো কৃত্রিম উপাদান নেই। এ কারণে, এটি সুগার ফ্রি পণ্যের তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়। প্রাকৃতিক চিনির উপস্থিতির কারণে এগুলো অনেক বেশি স্বাস্থ্যকর। বিশেষ করে যদি আপনার লক্ষ্য সুস্থ ও সতেজ থাকা হয়।
আপনি কী ধরনের খাবার বেছে নেবেন তা পুরোপুরি আপনার ব্যক্তিগত লক্ষ্য ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। অতিরিক্ত চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও, কিছু পরিমাণ চিনি খাওয়া খারাপ নয়।
অতএব, ‘সুগার ফ্রি’ এবং ‘নো অ্যাডেড সুগার’ খাবারগুলো বুঝে খাওয়া উচিত। এই দুটি লেবেলের মধ্যে পার্থক্য জানা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
সূত্র: এনডিটিভি ফুড
কচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২১ ঘণ্টা আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগেতারুণ্যের পোশাক ডেনিম। একটা সময় মূলত পুরুষের পোশাক হয়ে থাকলেও এটি ক্রমেই ‘ইউনিসেক্স’ হয়ে উঠেছে। অর্থাৎ নারী-পুরুষনির্বিশেষে এখন ডেনিমের পোশাক পরে। আর সে জন্যই সম্ভবত ডেনিম দিয়ে তৈরি পোশাকে বৈচিত্র্য এসেছে। এখন প্যান্ট, জ্যাকেট, কটি ও শার্টের বাইরে বানানো হচ্ছে নানা ডিজাইনের স্কার্ট, ড্রেস, ব্লাউজ...
১ দিন আগেগরমকাল পুরুষদের জন্য কালস্বরূপ! হ্যাঁ, সত্য়ি বলছি। গরমে পুরুষেরা অনেক বেশিই ঘামেন। বলতে দ্বিধা নেই, অধিকাংশ পুরুষ স্রেফ সচেতনতার অভাবে গরমে অস্বস্তিতে ভোগেন। এখন আর সেই সময় নেই যে, এক কাপড়ে বেরিয়ে গিয়ে সেই রাতে বাড়ি ফিরবেন। গ্রীষ্মকালে সূর্যের দাপট এখন আগের চেয়ে অনেক বেশি।
১ দিন আগে