হলুদাভ দাঁতের কারণে অনেকেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। খাবার ও পানীয় গ্রহণের ফলে স্বাভাবিকভাবেই দাঁত হলুদ হয়ে যায়। এ জন্য অনেকেই পছন্দের খাবার খাওয়া বাদ দিতে চান। কিন্তু কোনো খাবার পুরোপুরি বাদ দিলে তার পুষ্টিকর উপাদান থেকে বঞ্চিত হতে হয়। তাই ঘরে বসে দাঁত সাদা করার উপায় বাতলে দিলেন যুক্তরাষ্ট্রের কসমেটিক ডেন্টিস্ট ও ম্যানহাটনের এলএলকে ডেন্টালের অংশীদার ডা. মার্ক লোয়েনবার্গ।
যুক্তরাষ্ট্রের নাগরিকেরা সব সময় নিজের দাঁত ধবধবে সাদা রাখার চেষ্টা করেন। ২০২২ সালের মিন্টেল বা গ্রিনফিল্ড অনলাইনের জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক তাঁদের দাঁত সাদা করেন।
ঘরে বসে দাঁত সাদা করবেন যেভাবে
ঘরে বসে দাঁত সাদা করার সময় আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ অসাবধানতায় দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে। দাঁত সাদা করার জন্য ভালো মানের কিট ব্যবহার করা উচিত। তবে এসব পণ্যের উপাদান ডাক্তাররা যা ব্যবহার করে তা থেকে কম শক্তিশালী হয়।
লোয়েনবার্গ বলেন, ঘরে বসে দাঁত সাদা করার পণ্যে সাধারণত হাইড্রোজেন পার-অক্সাইড থাকে। এই রাসায়নিক উপাদান দাঁতের উপরিভাগের এবং কিছু গভীর অংশের বিবর্ণতা দূর করতে সাহায্য করতে পারে। অ্যাসিডটি হলুদ দাগকে জারিত করে, ফলে হলুদ রঙের জন্য দায়ী উপাদানগুলো ভেঙে যায়। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হাইড্রোজেন পার-অক্সাইডের সঙ্গে আলট্রাভায়োলেট (ইউভি) বা এলইডি লাইট ব্যবহার করা যেতে পারে। তবে এই প্রক্রিয়া অস্থায়ীভাবে দাঁতকে আরও সংবেদনশীল করে তোলে। তাই পরে দাঁতের যত্ন আরও ভালোভাবে নিতে হবে।
দাঁতের জন্য এসব কিট ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ। তবে ভালো ফলাফল পেতে এসব কিটের সঙ্গে ইলেকট্রিক ব্রাশ ও ওয়াটার ফ্লসার (দাঁত পরিষ্কারের একধরনের টুল) ব্যবহার করা উচিত।
সব ক্ষেত্রে এসব কিট কার্যকর নয়। বয়স বৃদ্ধি ও জেনেটিক কারণে দাঁতের রং পরিবর্তন হয় এবং কালচে দেখাতে পারে। এসব কিটের মাধ্যমে এ ধরনের দাগ দূর করা যায় না। কিটগুলো অতি সংবেদনশীল দাঁতেও ব্যবহার করা ঠিক নয়। এসব ক্ষেত্রে দাঁতের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
লোয়েনবার্গ আরও বলেন, কিটের মধ্যে পারঅক্সাইডের ঘনত্ব যত বেশি হবে, দাঁত তত উজ্জ্বল হবে। চিকিৎসকেরা ৩০ শতাংশের ঘনত্বের হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করেন। আর ঘরে ব্যবহারের কিটে ১০ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড থাকে।
দাঁত, অভ্যাস ও দাগের স্তরের ওপর নির্ভর করে এই প্রক্রিয়া নিয়মিত পুনরাবৃত্তি করতে হবে। ঘরে বসে দাঁত সাদা করার পণ্যগুলো ব্যবহার করা সহজ ও সাশ্রয়ী।
তথ্যসূত্র: সিএনএন আন্ডারস্কোরড
হলুদাভ দাঁতের কারণে অনেকেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। খাবার ও পানীয় গ্রহণের ফলে স্বাভাবিকভাবেই দাঁত হলুদ হয়ে যায়। এ জন্য অনেকেই পছন্দের খাবার খাওয়া বাদ দিতে চান। কিন্তু কোনো খাবার পুরোপুরি বাদ দিলে তার পুষ্টিকর উপাদান থেকে বঞ্চিত হতে হয়। তাই ঘরে বসে দাঁত সাদা করার উপায় বাতলে দিলেন যুক্তরাষ্ট্রের কসমেটিক ডেন্টিস্ট ও ম্যানহাটনের এলএলকে ডেন্টালের অংশীদার ডা. মার্ক লোয়েনবার্গ।
যুক্তরাষ্ট্রের নাগরিকেরা সব সময় নিজের দাঁত ধবধবে সাদা রাখার চেষ্টা করেন। ২০২২ সালের মিন্টেল বা গ্রিনফিল্ড অনলাইনের জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক তাঁদের দাঁত সাদা করেন।
ঘরে বসে দাঁত সাদা করবেন যেভাবে
ঘরে বসে দাঁত সাদা করার সময় আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ অসাবধানতায় দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে। দাঁত সাদা করার জন্য ভালো মানের কিট ব্যবহার করা উচিত। তবে এসব পণ্যের উপাদান ডাক্তাররা যা ব্যবহার করে তা থেকে কম শক্তিশালী হয়।
লোয়েনবার্গ বলেন, ঘরে বসে দাঁত সাদা করার পণ্যে সাধারণত হাইড্রোজেন পার-অক্সাইড থাকে। এই রাসায়নিক উপাদান দাঁতের উপরিভাগের এবং কিছু গভীর অংশের বিবর্ণতা দূর করতে সাহায্য করতে পারে। অ্যাসিডটি হলুদ দাগকে জারিত করে, ফলে হলুদ রঙের জন্য দায়ী উপাদানগুলো ভেঙে যায়। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হাইড্রোজেন পার-অক্সাইডের সঙ্গে আলট্রাভায়োলেট (ইউভি) বা এলইডি লাইট ব্যবহার করা যেতে পারে। তবে এই প্রক্রিয়া অস্থায়ীভাবে দাঁতকে আরও সংবেদনশীল করে তোলে। তাই পরে দাঁতের যত্ন আরও ভালোভাবে নিতে হবে।
দাঁতের জন্য এসব কিট ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ। তবে ভালো ফলাফল পেতে এসব কিটের সঙ্গে ইলেকট্রিক ব্রাশ ও ওয়াটার ফ্লসার (দাঁত পরিষ্কারের একধরনের টুল) ব্যবহার করা উচিত।
সব ক্ষেত্রে এসব কিট কার্যকর নয়। বয়স বৃদ্ধি ও জেনেটিক কারণে দাঁতের রং পরিবর্তন হয় এবং কালচে দেখাতে পারে। এসব কিটের মাধ্যমে এ ধরনের দাগ দূর করা যায় না। কিটগুলো অতি সংবেদনশীল দাঁতেও ব্যবহার করা ঠিক নয়। এসব ক্ষেত্রে দাঁতের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
লোয়েনবার্গ আরও বলেন, কিটের মধ্যে পারঅক্সাইডের ঘনত্ব যত বেশি হবে, দাঁত তত উজ্জ্বল হবে। চিকিৎসকেরা ৩০ শতাংশের ঘনত্বের হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করেন। আর ঘরে ব্যবহারের কিটে ১০ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড থাকে।
দাঁত, অভ্যাস ও দাগের স্তরের ওপর নির্ভর করে এই প্রক্রিয়া নিয়মিত পুনরাবৃত্তি করতে হবে। ঘরে বসে দাঁত সাদা করার পণ্যগুলো ব্যবহার করা সহজ ও সাশ্রয়ী।
তথ্যসূত্র: সিএনএন আন্ডারস্কোরড
কফি পানকারীদের যকৃতের রোগ, যেমন লিভার ক্যানসার, ফাইব্রোসিস অর্থাৎ যকৃতে দাগ বা ক্ষত টিস্যু ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ যকৃতে চর্বি জমার আশঙ্কা কম। ফাইব্রোসিসের একটি গুরুতর পর্যায় সিরোসিস। এই পর্যায়ে যকৃৎ আর সঠিকভাবে কাজ করে না। এমন জটিল রোগেরও ঝুঁকি কমায় কফি।
১ ঘণ্টা আগেআপেল কেটে রাখলে কেন কালো হয়ে যায়? কিংবা পনিরে কেন ফুটো থাকে? খাবার নিয়ে এমন হাজারো প্রশ্ন ঘুরতে থাকে আমাদের মনে। খাবার আর পানীয়র রহস্য উদ্ঘাটনের চেয়ে মজার আর কী হতে পারে? দিনের পর দিন যে প্রশ্নগুলো আমাদের মনে ঘুরপাক খায়, তার উত্তরগুলো যখন বিজ্ঞান আর রান্নাঘরের ইতিহাস থেকে বেরিয়ে আসে, বিষয়টি আসল
৩ ঘণ্টা আগেমিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১৪ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
১৭ ঘণ্টা আগে