অনেকেই ফিটনেস ধরে রাখতে তাঁদের খাদ্যতালিকায় নতুন নতুন বস্তু যোগ করেন। তবে বলিউড বাদশাহ শাহরুখ খান মোটেও তা করেন না। তাঁর ভাইরাল হওয়া একটি বক্তব্য এটাই ইঙ্গিত করছে।
বক্তব্যে শাহরুখ জানিয়েছেন, তাঁর খাদ্যতালিকায় গুটি কয়েক খাবার রয়েছে এবং এই খাবারগুলো তিনি সারা বছরই খান।
সম্প্রতি ‘অনলিমাইহেলথ’ নামে একটি ব্লগিং সাইট তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে। এই ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। অনেকেই এটি নিজেদের টাইমলাইনে শেয়ার করছেন।
ভিডিওতে নিজের খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখ খান বলেন, ‘আমি খুব সাধারণ খাবার গ্রহণ করি। দিনে দুবার খাই। এই সময়ের মধ্যে আমি অন্য কিছু খাই না। আমি শুধু দুপুরে এবং রাতে খাবার খাই।’
ভিডিওতে শাহরুখ জানান, তিনি তাঁর ডায়েটে বেশ কিছু মৌলিক বস্তু রাখেন। তিনি বলেন, ‘আমি অনেকগুলো মৌলিক খাদ্য গ্রহণ করি, যেমন—অঙ্কুরিত বীজ, গ্রিল্ড চিকেন, ব্রোকোলি এবং মাঝেমধ্যে অল্প পরিমাণে মসুর ডাল।’
বলিউড বাদশাহ দাবি করেছেন, তাঁর খাদ্যতালিকা এবং খাদ্য গ্রহণের রুটিনে খুব বেশি নড়চড় হয় না। তিনি বলেন, ‘আমি এগুলোই সব সময় খাই। দিনে দুবার। আমি এগুলো সারা বছর ধরে খাই।’
ভিডিওটির নিচে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এসবই যদি খাও, তবে এত টাকা বানিয়ে কী লাভ হলো তোমার।’
আরেকজন লিখেছে, ‘চলো ভাই, সব পরিষ্কার হয়ে গেছে। ধনীরা কখনো সোনা খায় না।’
শুধু দুই বেলা খাবার আর দীর্ঘ সময় কিছু না খাওয়ার বিষয়টিকে নির্দেশ করে একজন লিখেছেন, ‘মাঝখানের সময়টিতে কি শুধু সিগারেট পান করেন?’
তবে ভিডিওটি নিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তিনি তাঁর ডায়েটের মাত্র কয়েকটি দিক উল্লেখ করছেন এবং এটি মেনে চলার ক্ষেত্রে দর্শকের অবশ্যই বিবেচনার প্রয়োজন।
প্রতিবেদনে শাহরুখের খাদ্যতালিকা নিয়ে মুম্বাইয়ের নিবন্ধিত ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ ডা. ঊষা কিরণ সিসোদিয়া জানিয়েছেন, তালিকাটিতে চর্বিহীন প্রোটিন এবং পুষ্টিসমৃদ্ধ সবজি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটিতে শস্য, ফল এবং দুগ্ধজাত দ্রব্যগুলোতে পাওয়া যায়—এমন গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব রয়েছে।
অনেকেই ফিটনেস ধরে রাখতে তাঁদের খাদ্যতালিকায় নতুন নতুন বস্তু যোগ করেন। তবে বলিউড বাদশাহ শাহরুখ খান মোটেও তা করেন না। তাঁর ভাইরাল হওয়া একটি বক্তব্য এটাই ইঙ্গিত করছে।
বক্তব্যে শাহরুখ জানিয়েছেন, তাঁর খাদ্যতালিকায় গুটি কয়েক খাবার রয়েছে এবং এই খাবারগুলো তিনি সারা বছরই খান।
সম্প্রতি ‘অনলিমাইহেলথ’ নামে একটি ব্লগিং সাইট তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে। এই ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। অনেকেই এটি নিজেদের টাইমলাইনে শেয়ার করছেন।
ভিডিওতে নিজের খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখ খান বলেন, ‘আমি খুব সাধারণ খাবার গ্রহণ করি। দিনে দুবার খাই। এই সময়ের মধ্যে আমি অন্য কিছু খাই না। আমি শুধু দুপুরে এবং রাতে খাবার খাই।’
ভিডিওতে শাহরুখ জানান, তিনি তাঁর ডায়েটে বেশ কিছু মৌলিক বস্তু রাখেন। তিনি বলেন, ‘আমি অনেকগুলো মৌলিক খাদ্য গ্রহণ করি, যেমন—অঙ্কুরিত বীজ, গ্রিল্ড চিকেন, ব্রোকোলি এবং মাঝেমধ্যে অল্প পরিমাণে মসুর ডাল।’
বলিউড বাদশাহ দাবি করেছেন, তাঁর খাদ্যতালিকা এবং খাদ্য গ্রহণের রুটিনে খুব বেশি নড়চড় হয় না। তিনি বলেন, ‘আমি এগুলোই সব সময় খাই। দিনে দুবার। আমি এগুলো সারা বছর ধরে খাই।’
ভিডিওটির নিচে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এসবই যদি খাও, তবে এত টাকা বানিয়ে কী লাভ হলো তোমার।’
আরেকজন লিখেছে, ‘চলো ভাই, সব পরিষ্কার হয়ে গেছে। ধনীরা কখনো সোনা খায় না।’
শুধু দুই বেলা খাবার আর দীর্ঘ সময় কিছু না খাওয়ার বিষয়টিকে নির্দেশ করে একজন লিখেছেন, ‘মাঝখানের সময়টিতে কি শুধু সিগারেট পান করেন?’
তবে ভিডিওটি নিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তিনি তাঁর ডায়েটের মাত্র কয়েকটি দিক উল্লেখ করছেন এবং এটি মেনে চলার ক্ষেত্রে দর্শকের অবশ্যই বিবেচনার প্রয়োজন।
প্রতিবেদনে শাহরুখের খাদ্যতালিকা নিয়ে মুম্বাইয়ের নিবন্ধিত ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ ডা. ঊষা কিরণ সিসোদিয়া জানিয়েছেন, তালিকাটিতে চর্বিহীন প্রোটিন এবং পুষ্টিসমৃদ্ধ সবজি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটিতে শস্য, ফল এবং দুগ্ধজাত দ্রব্যগুলোতে পাওয়া যায়—এমন গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব রয়েছে।
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
৭ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
৯ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
১০ ঘণ্টা আগে