স্তনের আকার বাড়ানোর জন্য সার্জারি করতে স্পেনে গিয়েছিলেন ৩০ বছর বয়সী ব্রিটিশ মডেল ও বিউটিশিয়ান ডনা বাটারফিল্ড। কিন্তু সার্জারি টেবিলেই তাঁর মৃত্যু হয়েছে।
স্পেনের মায়োর্কার পালমা শহরের এক বেসরকারি ক্লিনিকে ২০২৩ সালের সেপ্টেম্বরে এঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হৃদরোগ আক্রান্ত থাকায় অ্যানেস্থেশিয়ার প্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হয়।
ডনা বেশ কয়েক বছর আগে স্তন বড় করতে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিছু ত্রুটি সংশোধনের জন্য তিনি আবার সার্জারি করাতে ওই ক্লিনিকে আসেন। এই সার্জারিতে তাঁর প্রায় ১১ হাজার ৬৫০ ডলার ব্য়য় হয় বলে স্পেনের সংবাদমাধ্যম আলটিমা হোরার প্রতিবেদনে বলা হয়।
আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন উঠতি এই মডেল। অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেশিয়ার প্রতিক্রিয়ায় হঠাৎই তাঁর হৃৎক্রিয়া বন্ধ হয়ে যায়। তাঁকে তখনই পালমার এসপাসেস ইউনিভার্সিটি হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। ১৪ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।
বাটারফিল্ডের পরিবার জানায়, সার্জারির আগে ইমেইলের মাধ্যমে সব পরামর্শ করা হয়েছিল। তাদের দাবি, অস্ত্রোপচারে ক্লিনিকটি খুব কম সতর্কতা অবলম্বন করেছিল। ডনার পরিবার কসমেটিক সার্জনদের বিরুদ্ধে অপচর্চার অভিযোগ আনার পরে পুলিশি তদন্তও শুরু হয়।
স্পেনের একটি সংবাদমাধ্যম আলটিমা হোরার প্রতিবেদনে বলা হয়, ক্লিনিকের ম্যানেজার ও অ্যানাস্থেটিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। ৬৯ বছর বয়সী ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর অবহেলার পাশাপাশি অযোগ্য হওয়া সত্ত্বেও অস্ত্রোপচার চালানোর অভিযোগ আনা হয়েছে।
স্পেনের ন্যাশনাল পুলিশ বলছে, সার্জারি প্রক্রিয়াতে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছিল। প্রথমত, স্বাস্থ্যকর্মীরা রোগীকে ঝুঁকি সম্পর্কে সতর্ক না করেই দ্বিতীয় কসমেটিক সার্জারি করতে সম্মত হন। তিনি জন্মগতভাবেই হৃদযন্ত্রের ত্রুটিতে ভুগছিলেন। তাঁর হৃদযন্ত্রের ২৫ শতাংশই অকেজো।
এ ছাড়াও রোগীর স্বাক্ষরিত সম্মতি ফর্মে সব নির্দেশনা স্প্যানিশ ভাষায় লেখা হয়েছিল এবং রোগী স্প্যানিশ পড়তে জানতেন না।
স্পেনের ন্যাশনাল পুলিশের মুখপাত্র বলেন, ‘দায়িত্বে অবহেলা ও এক কর্মীর মৃত্যু হওয়ায় পুলিশ কর্মকর্তারা পালমায় এক ক্লিনিক থেকে ৬৯ বছর বয়সী এক ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।’
বাটারফিল্ড একজন সফল সৌন্দর্য উদ্যোক্তা ছিলেন। ‘ডনা বি’ নামে তাঁর নিজের হেয়ার এক্সটেনশনের ব্যবসাও রয়েছে।
স্তনের আকার বাড়ানোর জন্য সার্জারি করতে স্পেনে গিয়েছিলেন ৩০ বছর বয়সী ব্রিটিশ মডেল ও বিউটিশিয়ান ডনা বাটারফিল্ড। কিন্তু সার্জারি টেবিলেই তাঁর মৃত্যু হয়েছে।
স্পেনের মায়োর্কার পালমা শহরের এক বেসরকারি ক্লিনিকে ২০২৩ সালের সেপ্টেম্বরে এঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হৃদরোগ আক্রান্ত থাকায় অ্যানেস্থেশিয়ার প্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হয়।
ডনা বেশ কয়েক বছর আগে স্তন বড় করতে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিছু ত্রুটি সংশোধনের জন্য তিনি আবার সার্জারি করাতে ওই ক্লিনিকে আসেন। এই সার্জারিতে তাঁর প্রায় ১১ হাজার ৬৫০ ডলার ব্য়য় হয় বলে স্পেনের সংবাদমাধ্যম আলটিমা হোরার প্রতিবেদনে বলা হয়।
আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন উঠতি এই মডেল। অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেশিয়ার প্রতিক্রিয়ায় হঠাৎই তাঁর হৃৎক্রিয়া বন্ধ হয়ে যায়। তাঁকে তখনই পালমার এসপাসেস ইউনিভার্সিটি হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। ১৪ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।
বাটারফিল্ডের পরিবার জানায়, সার্জারির আগে ইমেইলের মাধ্যমে সব পরামর্শ করা হয়েছিল। তাদের দাবি, অস্ত্রোপচারে ক্লিনিকটি খুব কম সতর্কতা অবলম্বন করেছিল। ডনার পরিবার কসমেটিক সার্জনদের বিরুদ্ধে অপচর্চার অভিযোগ আনার পরে পুলিশি তদন্তও শুরু হয়।
স্পেনের একটি সংবাদমাধ্যম আলটিমা হোরার প্রতিবেদনে বলা হয়, ক্লিনিকের ম্যানেজার ও অ্যানাস্থেটিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। ৬৯ বছর বয়সী ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর অবহেলার পাশাপাশি অযোগ্য হওয়া সত্ত্বেও অস্ত্রোপচার চালানোর অভিযোগ আনা হয়েছে।
স্পেনের ন্যাশনাল পুলিশ বলছে, সার্জারি প্রক্রিয়াতে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছিল। প্রথমত, স্বাস্থ্যকর্মীরা রোগীকে ঝুঁকি সম্পর্কে সতর্ক না করেই দ্বিতীয় কসমেটিক সার্জারি করতে সম্মত হন। তিনি জন্মগতভাবেই হৃদযন্ত্রের ত্রুটিতে ভুগছিলেন। তাঁর হৃদযন্ত্রের ২৫ শতাংশই অকেজো।
এ ছাড়াও রোগীর স্বাক্ষরিত সম্মতি ফর্মে সব নির্দেশনা স্প্যানিশ ভাষায় লেখা হয়েছিল এবং রোগী স্প্যানিশ পড়তে জানতেন না।
স্পেনের ন্যাশনাল পুলিশের মুখপাত্র বলেন, ‘দায়িত্বে অবহেলা ও এক কর্মীর মৃত্যু হওয়ায় পুলিশ কর্মকর্তারা পালমায় এক ক্লিনিক থেকে ৬৯ বছর বয়সী এক ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।’
বাটারফিল্ড একজন সফল সৌন্দর্য উদ্যোক্তা ছিলেন। ‘ডনা বি’ নামে তাঁর নিজের হেয়ার এক্সটেনশনের ব্যবসাও রয়েছে।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৫ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে