আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বের গতিশীল ফ্যাশন জগতে তাল মিলিয়ে চলতে বর্তমানে জনপ্রিয় ট্রেন্ড থ্রিফটিং অর্থাৎ সেকেন্ডহ্যান্ড পোশাক কেনা। অর্থাৎ কারও এক-দুই বার ব্যবহারের পর বিক্রি করে দেওয়া পোশাক স্বল্প মূল্যে কিনে পরা। এভাবে অনেক দামি ব্র্যান্ডের পোশাক পরার শখও মিটিয়ে থাকেন অনেকে। তবে এই শখ বা চাহিদা মেটানোর উপায়ও কখনো কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে।
এক থ্রিফটিং মার্কেট থেকে পোশাক কেনেন এক টিকটকার। পরে টিকটকে একটি ভিডি শেয়ার করে তিনি দেখান, সেকেন্ডহ্যান্ড পোশাকের বাজার থেকে কেনা পোশাক পরে তাঁর ত্বকে সংক্রমণ হয়েছে। ভিডিও থেকে জানা যায়, ওই সেকেন্ডহ্যান্ড পোশাকটি না ধুয়েই পরেছিলেন তিনি।
তাঁর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থ্রিফটেড বা সেকেন্ডহ্যান্ড পোশাক ব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনার শুরু হয়। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে ওই টিকটকারের কথা তুলে ধরে সেকেন্ডহ্যান্ড পোশাক ভালোভাবে না ধুয়ে পরার ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়।
ওই তরুণ টিকটক ভিডিওতে বলেন, না ধুয়েই সেকেন্ডহ্যান্ড পোশাক পরার অভ্যাসের কারণে তিনি ত্বকের সংক্রমণে ভুগছেন। এই পোশাক ব্যবহারের পর মুখে তীব্র চুলকানি শুরু হয়, পরে বড় বড় ফোড়ায় পরিণত হয়।
ওই তরুণ আরও জানান, তাঁর ত্বকের সংক্রমণকে চিকিৎসকেরা ভাইরাসজনিত ত্বকের রোগ ‘মলাস্কাম কন্টাজিওসম’ বলে শনাক্ত করেছেন। এই ত্বকের রোগ সাধারণত ত্বক কোনো কিছুর সংস্পর্শ বা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। এই রোগ সাধারণত মারাত্মক হয় না। চিকিৎসাও লাগে না। এমনিতেই সেরে যায়।
তবে ওই টিকটকার তাঁর ফুসকুড়ির জন্য অপরিষ্কার থ্রিফটেড বা সেকেন্ডহ্যান্ড পোশাককেই দায়ী করেছেন।
ওই তরুণের ভিডিওর মন্তব্যের ঘরে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকে অবাক হয়ে বলছেন, এসব পোশাক কেউ না ধুয়ে পরে কীভাবে!
কেউ কেউ সহানুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘আশা করি, তুমি দ্রুত সুস্থ হবে এবং আগের মতো সুস্থ জীবন ফিরে পাবে।’
একজন প্রশ্ন তুলেছেন, ‘তুমি কেন পোশাক ধুয়ে নাওনি?’
আরেকজন লিখেছেন, ‘বিষয়টা ভয়ের!’
কেউ আবার অবাক হয়ে বলেছেন, ‘আরও বেশি অবাক হয়েছি এই জেনে যে, কেউ পোশাক কিনে ধোয়া ছাড়াই পরে ফেলে!’
থ্রিফটিংয়ের জনপ্রিয়তা বাড়তে থাকায় বিশেষজ্ঞরা ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। যতই স্টাইলিশ হোক না কেন, কোনো পোশাক পরার আগে অবশ্যই ধুয়ে নেওয়া উচিত, নয়তো ত্বকের অবাঞ্ছিত সমস্যার ঝুঁকি থাকে। তাঁদের মতে, নতুন কেনা পোশাক, বিশেষ করে সেকেন্ডহ্যান্ড দোকান থেকে কেনা পোশাক, ব্যবহার করার আগে অবশ্যই ধুয়ে নেওয়া উচিত।
নিউইয়র্কের ত্বক বিশেষজ্ঞ ডা. চার্লস পূজা সতর্ক করে বলেন, ‘যদি আপনি ফাস্ট ফ্যাশন বা ট্রেন্ডি থাকতে পছন্দ করেন, তাহলে অবশ্যই পোশাক ধুয়ে নিন। এই পোশাকগুলোর মধ্যে এমন কিছু থাকতে পারে, যা আপনার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।’
কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফাইবার সায়েন্স ও অ্যাপারেল ডিজাইনের সিনিয়র লেকচারার ফ্রান্সেস কোজেনের মতে, অনেক সময় পোশাক তৈরির পর ফ্যাব্রিক সফটেনার, দাগ প্রতিরোধক বা পানিরোধী প্রলেপ এবং ছত্রাকরোধী উপাদান যোগ করা হয়। এসব রাসায়নিক ত্বকে জ্বালাপোড়া, লালচে ভাব বা চুলকানি সৃষ্টি করতে পারে।
তবে মনে রাখতে হবে, মলাস্কাম কন্টাজিওসম ছাড়াও না ধোয়া বা নতুন কেনা পোশাকে আরও কিছু ত্বকের রোগের ঝুঁকি থাকে। এমনকি রিংওয়ার্মের মতো ছত্রাকজনিত সংক্রমণও হতে পারে।
মায়ো ক্লিনিকের তথ্যানুযায়ী, রিংওয়ার্ম (দাদ) ত্বকের বাইরের স্তরে আক্রমণ করে। এতে ত্বক চুলকায়, খসখসে হয়ে যায়। এটি সংক্রামক।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিংওয়ার্ম সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত কাপড়, তোয়ালে বা বিছানার চাদর যথাযথভাবে জীবাণুমুক্ত না করলে এটি অন্যদের মধ্যে ছড়াতে পারে।’
অতএব সেকেন্ডহ্যান্ড তো বটেই, নতুন পোশাক হলেও কেনার পর বাসায় এনে ধুয়ে নিতে হবে। আর ট্রায়াল দিয়ে পোশাক কিনলে নিজেও পরিষ্কার হওয়া জরুরি।
বিশ্বের গতিশীল ফ্যাশন জগতে তাল মিলিয়ে চলতে বর্তমানে জনপ্রিয় ট্রেন্ড থ্রিফটিং অর্থাৎ সেকেন্ডহ্যান্ড পোশাক কেনা। অর্থাৎ কারও এক-দুই বার ব্যবহারের পর বিক্রি করে দেওয়া পোশাক স্বল্প মূল্যে কিনে পরা। এভাবে অনেক দামি ব্র্যান্ডের পোশাক পরার শখও মিটিয়ে থাকেন অনেকে। তবে এই শখ বা চাহিদা মেটানোর উপায়ও কখনো কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে।
এক থ্রিফটিং মার্কেট থেকে পোশাক কেনেন এক টিকটকার। পরে টিকটকে একটি ভিডি শেয়ার করে তিনি দেখান, সেকেন্ডহ্যান্ড পোশাকের বাজার থেকে কেনা পোশাক পরে তাঁর ত্বকে সংক্রমণ হয়েছে। ভিডিও থেকে জানা যায়, ওই সেকেন্ডহ্যান্ড পোশাকটি না ধুয়েই পরেছিলেন তিনি।
তাঁর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থ্রিফটেড বা সেকেন্ডহ্যান্ড পোশাক ব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনার শুরু হয়। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে ওই টিকটকারের কথা তুলে ধরে সেকেন্ডহ্যান্ড পোশাক ভালোভাবে না ধুয়ে পরার ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়।
ওই তরুণ টিকটক ভিডিওতে বলেন, না ধুয়েই সেকেন্ডহ্যান্ড পোশাক পরার অভ্যাসের কারণে তিনি ত্বকের সংক্রমণে ভুগছেন। এই পোশাক ব্যবহারের পর মুখে তীব্র চুলকানি শুরু হয়, পরে বড় বড় ফোড়ায় পরিণত হয়।
ওই তরুণ আরও জানান, তাঁর ত্বকের সংক্রমণকে চিকিৎসকেরা ভাইরাসজনিত ত্বকের রোগ ‘মলাস্কাম কন্টাজিওসম’ বলে শনাক্ত করেছেন। এই ত্বকের রোগ সাধারণত ত্বক কোনো কিছুর সংস্পর্শ বা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। এই রোগ সাধারণত মারাত্মক হয় না। চিকিৎসাও লাগে না। এমনিতেই সেরে যায়।
তবে ওই টিকটকার তাঁর ফুসকুড়ির জন্য অপরিষ্কার থ্রিফটেড বা সেকেন্ডহ্যান্ড পোশাককেই দায়ী করেছেন।
ওই তরুণের ভিডিওর মন্তব্যের ঘরে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকে অবাক হয়ে বলছেন, এসব পোশাক কেউ না ধুয়ে পরে কীভাবে!
কেউ কেউ সহানুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘আশা করি, তুমি দ্রুত সুস্থ হবে এবং আগের মতো সুস্থ জীবন ফিরে পাবে।’
একজন প্রশ্ন তুলেছেন, ‘তুমি কেন পোশাক ধুয়ে নাওনি?’
আরেকজন লিখেছেন, ‘বিষয়টা ভয়ের!’
কেউ আবার অবাক হয়ে বলেছেন, ‘আরও বেশি অবাক হয়েছি এই জেনে যে, কেউ পোশাক কিনে ধোয়া ছাড়াই পরে ফেলে!’
থ্রিফটিংয়ের জনপ্রিয়তা বাড়তে থাকায় বিশেষজ্ঞরা ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। যতই স্টাইলিশ হোক না কেন, কোনো পোশাক পরার আগে অবশ্যই ধুয়ে নেওয়া উচিত, নয়তো ত্বকের অবাঞ্ছিত সমস্যার ঝুঁকি থাকে। তাঁদের মতে, নতুন কেনা পোশাক, বিশেষ করে সেকেন্ডহ্যান্ড দোকান থেকে কেনা পোশাক, ব্যবহার করার আগে অবশ্যই ধুয়ে নেওয়া উচিত।
নিউইয়র্কের ত্বক বিশেষজ্ঞ ডা. চার্লস পূজা সতর্ক করে বলেন, ‘যদি আপনি ফাস্ট ফ্যাশন বা ট্রেন্ডি থাকতে পছন্দ করেন, তাহলে অবশ্যই পোশাক ধুয়ে নিন। এই পোশাকগুলোর মধ্যে এমন কিছু থাকতে পারে, যা আপনার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।’
কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফাইবার সায়েন্স ও অ্যাপারেল ডিজাইনের সিনিয়র লেকচারার ফ্রান্সেস কোজেনের মতে, অনেক সময় পোশাক তৈরির পর ফ্যাব্রিক সফটেনার, দাগ প্রতিরোধক বা পানিরোধী প্রলেপ এবং ছত্রাকরোধী উপাদান যোগ করা হয়। এসব রাসায়নিক ত্বকে জ্বালাপোড়া, লালচে ভাব বা চুলকানি সৃষ্টি করতে পারে।
তবে মনে রাখতে হবে, মলাস্কাম কন্টাজিওসম ছাড়াও না ধোয়া বা নতুন কেনা পোশাকে আরও কিছু ত্বকের রোগের ঝুঁকি থাকে। এমনকি রিংওয়ার্মের মতো ছত্রাকজনিত সংক্রমণও হতে পারে।
মায়ো ক্লিনিকের তথ্যানুযায়ী, রিংওয়ার্ম (দাদ) ত্বকের বাইরের স্তরে আক্রমণ করে। এতে ত্বক চুলকায়, খসখসে হয়ে যায়। এটি সংক্রামক।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিংওয়ার্ম সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত কাপড়, তোয়ালে বা বিছানার চাদর যথাযথভাবে জীবাণুমুক্ত না করলে এটি অন্যদের মধ্যে ছড়াতে পারে।’
অতএব সেকেন্ডহ্যান্ড তো বটেই, নতুন পোশাক হলেও কেনার পর বাসায় এনে ধুয়ে নিতে হবে। আর ট্রায়াল দিয়ে পোশাক কিনলে নিজেও পরিষ্কার হওয়া জরুরি।
বাজার করতে ভুলে গেছেন? সন্ধ্যায় রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখেন, চিংড়ি ছাড়া কোনো মাছ নেই। তাহলে? বাড়িতে শাপলা আর কচুর মুখি থেকে থাকলে চিংড়ি দিয়েই রান্না করা যাবে সুস্বাদু দুই পদ। আপনাদের জন্য সর্ষে চিংড়ি শাপলা ও কচুর মুখি দিয়ে চিংড়ির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১২ ঘণ্টা আগেএবার পূজায় না হয় আপনিই মায়ের সাজপোশাকের পরিকল্পনা করলেন! পূজার এ কদিন তিনি কোন রঙের শাড়ি পরবেন, তার একটা খসড়া তৈরি করুন। তারপর সে অনুযায়ী শাড়ির জোগাড়যন্ত্র করে চমকে দিন বাড়ির মধ্যমণি এই মানুষকে।
১৫ ঘণ্টা আগেপ্রতীক্ষার প্রহর ফুরিয়েছে। দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে দেবী আগমনের অপেক্ষা। পূজার ছুটির এই কদিন পুরো বাড়ি আনন্দে মেতে থাকে। পূজার কাজ, পরিবারের সবার জন্য কেনাকাটা, উঠোনে আলপনা দেওয়া, মিষ্টি তৈরি, পূজার ভোজ রান্না—আরও কত কাজ! তবে পূজার এই সময়টা প্রণয়িনীদের...
১৫ ঘণ্টা আগেআজ তোমাকে খোলাচিঠি লিখছি। তোমার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল। তারপর টুকটাক কথা, ছোটখাটো মন্তব্যের মধ্য দিয়ে বন্ধুত্বের সূচনা। আমাদের মধ্যে পছন্দ-অপছন্দের খুব যে মিল, তা-ও কিন্তু নয়! নানান তর্ক-বিতর্কের মধ্য দিয়ে আমাদের বন্ধুত্ব পাহাড়ি নদীর মতো আপন গতিতে এগিয়ে গেছে।
১৫ ঘণ্টা আগে