পল্লব আহমেদ সিয়াম, ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বুনন আয়োজন করেছিল দুই দিনব্যাপী ‘হিম উৎসব’। আজ রবিবার ক্যাম্প-ফায়ারের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে নতুনত্ব ও সংস্কৃতি চর্চার উৎসাহ দিতে সংগঠন বুনন এ উৎসবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পুকুর সংলগ্ন বটতলায় হিম উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবকে কেন্দ্র করে বটতলা শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
মূলত শীত উপভোগের জন্য এ আনন্দ আয়োজন। প্রকৃতির পালাবদল ছিল এ উদ্যাপনের অনবদ্য উপলক্ষ। কোথাও শীত উদ্যাপিত হয় পিঠার উষ্ণতায়, কোথাও এ ঋতু উদ্যাপনের রীতি তুষার-ভাস্কর্যের শীতলতায়। কিন্তু গতানুগতিকতার বাইরে গিয়ে মাঘের শীতকে বরণ করতে বুননের এই ভিন্নধর্মী আয়োজন।
বুননের সভাপতি মাহাদী হাসান জানিয়েছেন, এই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিম উৎসব আয়োজন করা হলো। উৎসব থেকে পাওয়া অর্থ অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল চিরকুট, দোলনা, খড়কুটোর কুঁড়েঘর, আলোকচিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী লাটিম খেলা, পিঠাপুলি, মারবেল খেলা, বল নিক্ষেপসহ আরও বিভিন্ন ইভেন্ট।
এ আয়োজনের অন্যতম ইভেন্ট ছিল চিরকুট লেখা। কয়েক শ চিরকুটে নানান অভিব্যক্তি লেখা ছিল প্রিয়জনের উদ্দেশ্য। একটি চিরকুটে লেখা ছিল ‘ভোরের কুয়াশা ছিঁড়ে আমি চিঠি পাঠিয়েছি, তুমি যদি কখনো এ পথে আস, একবার পড়েনিও।’ হিম উৎসবে সহায়তা করেছিল এএনএইচ গ্রুপের পণ্য রে গ্লিসারিন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বুনন আয়োজন করেছিল দুই দিনব্যাপী ‘হিম উৎসব’। আজ রবিবার ক্যাম্প-ফায়ারের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে নতুনত্ব ও সংস্কৃতি চর্চার উৎসাহ দিতে সংগঠন বুনন এ উৎসবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পুকুর সংলগ্ন বটতলায় হিম উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবকে কেন্দ্র করে বটতলা শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
মূলত শীত উপভোগের জন্য এ আনন্দ আয়োজন। প্রকৃতির পালাবদল ছিল এ উদ্যাপনের অনবদ্য উপলক্ষ। কোথাও শীত উদ্যাপিত হয় পিঠার উষ্ণতায়, কোথাও এ ঋতু উদ্যাপনের রীতি তুষার-ভাস্কর্যের শীতলতায়। কিন্তু গতানুগতিকতার বাইরে গিয়ে মাঘের শীতকে বরণ করতে বুননের এই ভিন্নধর্মী আয়োজন।
বুননের সভাপতি মাহাদী হাসান জানিয়েছেন, এই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিম উৎসব আয়োজন করা হলো। উৎসব থেকে পাওয়া অর্থ অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল চিরকুট, দোলনা, খড়কুটোর কুঁড়েঘর, আলোকচিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী লাটিম খেলা, পিঠাপুলি, মারবেল খেলা, বল নিক্ষেপসহ আরও বিভিন্ন ইভেন্ট।
এ আয়োজনের অন্যতম ইভেন্ট ছিল চিরকুট লেখা। কয়েক শ চিরকুটে নানান অভিব্যক্তি লেখা ছিল প্রিয়জনের উদ্দেশ্য। একটি চিরকুটে লেখা ছিল ‘ভোরের কুয়াশা ছিঁড়ে আমি চিঠি পাঠিয়েছি, তুমি যদি কখনো এ পথে আস, একবার পড়েনিও।’ হিম উৎসবে সহায়তা করেছিল এএনএইচ গ্রুপের পণ্য রে গ্লিসারিন।
চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
১১ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
১৩ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
১৪ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগপর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
১৫ ঘণ্টা আগে