Ajker Patrika

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী সনদ

ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী সনদ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদ অর্জন করেছে। বিশ্বমানের দৃষ্টিনন্দন সবুজ ক্যাম্পাস, শিক্ষার গুণগত পরিবেশ ও মান, ডিজিটাল শিক্ষা প্রদান পদ্ধতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় আরোপিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শর্ত পূরণের মাধ্যমে এ স্থায়ী সনদ অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়টির রয়েছে সুবিশাল ক্যাম্পাস, নিজস্ব ছাত্রাবাস, পরিবহনব্যবস্থা, জিমনেসিয়াম, সুইমিংপুল, লাইব্রেরি, খেলার মাঠ এবং শিক্ষাসহায়ক বিভিন্ন সুযোগ-সুবিধা। সবকিছু মিলিয়ে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি দেশের নজরকাড়া ক্যাম্পাসগুলোর অন্যতম। শিক্ষার্থীদের মেধাবিকাশ ও গবেষণাকর্মে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি।

এতে রয়েছে দেশি-বিদেশি রেফারেন্স বই, ই-বুক, প্রজেক্ট রিপোর্ট, ই-জার্নাল, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ম্যাগাজিন এবং আন্তর্জাতিক পত্রপত্রিকা। লাইব্রেরির সব কর্মকাণ্ডই অনলাইন ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হয়। ক্রীড়াবান্ধব ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে ইনডোর ও আউটডোর খেলাধুলার সব সুবিধাসহ দৃষ্টিনন্দন বিশাল খেলার মাঠ। পাশেই বাস্কেটবল গ্রাউন্ড এবং গলফ কোর্স। এ ছাড়া টেনিস কোট, ফুটসাল কোর্ট, ব্যাডমিন্টনসহ সব ধরনের খেলাধুলার আয়োজন রয়েছে ক্যাম্পাসে।

অনলাইন শিক্ষাব্যবস্থার দিক থেকেও দেশে এগিয়ে আছে বিশ্ববিদ্যালয়টি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৈরি করেছে ব্লেন্ডেড লার্নিং সেন্টার ও গো-এডুর মতো প্ল্যাটফর্ম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত