শোভন সাহা
আমার চুল মোটামুটি ঘন; তবে একটু ঢেউখেলানো। চুল রিবন্ডিং করতে চাই। অনেকে বলছেন, কেরাটিন ট্রিটমেন্ট নিলে চুল স্ট্রেট দেখাবে। কেরাটিন নাকি রিবন্ডিং—কোনটা করানো উচিত হবে?
ওয়ালিমা সাবেরা, দিনাজপুর
রিবন্ডিংয়ে চুল পার্মানেন্ট স্ট্রেট হয়ে যায়। কেরাটিনে ছয় থেকে সাত মাস স্ট্রেট থাকে। এরপর আবার আগের মতো হয়ে যায়। তাই আপনার প্রয়োজন বুঝে এক্সপার্টের সঙ্গে কথা বলে রিবন্ডিং বা কেরাটিন করে ফেলতে পারেন।
ব্লিচ ও ফেয়ার পলিশ না করে ত্বকের উজ্জ্বলতা কীভাবে ধরে রাখতে পারি?
সুষমা আক্তার, কুমিল্লা
সানব্লক ব্যবহার করুন নিয়মিত। টমেটো বা আলুর রস ব্যবহার করতে পারেন ফেইসপ্যাকের সঙ্গে।
আমার মায়ের পা ফেটে গেছে। প্রতিদিন রাতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমান। ওনার ডায়াবেটিস আছে। কীভাবে এই সমস্যার সমাধান পেতে পারি?
দীনা দিদার, কাপাসিয়া
শুধু পেট্রোলিয়াম জেলি দিয়ে সারানো যাবে না। এর জন্য ডার্মাটোলজিস্টের পরামর্শ মেনে ভালো ফুট ক্রিম ব্যবহার করতে হবে বলে মনে হচ্ছে। তা ছাড়া এ ধরনের পায়ের ফাটা সারাতে বিশেষ পেডিকিওর ট্রিটমেন্ট আছে। যেহেতু ওনার ডায়াবেটিস আছে, সেহেতু ডাক্তারের পরামর্শ নিতে হবে আগে।
পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
আমার চুল মোটামুটি ঘন; তবে একটু ঢেউখেলানো। চুল রিবন্ডিং করতে চাই। অনেকে বলছেন, কেরাটিন ট্রিটমেন্ট নিলে চুল স্ট্রেট দেখাবে। কেরাটিন নাকি রিবন্ডিং—কোনটা করানো উচিত হবে?
ওয়ালিমা সাবেরা, দিনাজপুর
রিবন্ডিংয়ে চুল পার্মানেন্ট স্ট্রেট হয়ে যায়। কেরাটিনে ছয় থেকে সাত মাস স্ট্রেট থাকে। এরপর আবার আগের মতো হয়ে যায়। তাই আপনার প্রয়োজন বুঝে এক্সপার্টের সঙ্গে কথা বলে রিবন্ডিং বা কেরাটিন করে ফেলতে পারেন।
ব্লিচ ও ফেয়ার পলিশ না করে ত্বকের উজ্জ্বলতা কীভাবে ধরে রাখতে পারি?
সুষমা আক্তার, কুমিল্লা
সানব্লক ব্যবহার করুন নিয়মিত। টমেটো বা আলুর রস ব্যবহার করতে পারেন ফেইসপ্যাকের সঙ্গে।
আমার মায়ের পা ফেটে গেছে। প্রতিদিন রাতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমান। ওনার ডায়াবেটিস আছে। কীভাবে এই সমস্যার সমাধান পেতে পারি?
দীনা দিদার, কাপাসিয়া
শুধু পেট্রোলিয়াম জেলি দিয়ে সারানো যাবে না। এর জন্য ডার্মাটোলজিস্টের পরামর্শ মেনে ভালো ফুট ক্রিম ব্যবহার করতে হবে বলে মনে হচ্ছে। তা ছাড়া এ ধরনের পায়ের ফাটা সারাতে বিশেষ পেডিকিওর ট্রিটমেন্ট আছে। যেহেতু ওনার ডায়াবেটিস আছে, সেহেতু ডাক্তারের পরামর্শ নিতে হবে আগে।
পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
পানামার ছোট্ট পাহাড়ি শহর বোকে। এখানে কফিকে কেবল পানীয় বললে ভুল হবে। এটি একধরনের শিল্প এবং বিলাসিতার মিশ্রণ। বিলাসিতা বলছি; কারণ, এখানে উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে দামি কফি—গেইশা। যার প্রতি কেজি ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৬ লাখ টাকা। এর কারণ শুধু কফির স্বাদ নয়, এর উৎপাদন উৎস, চাষের...
১ ঘণ্টা আগেথাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
১৫ ঘণ্টা আগেবিমানভাড়া দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাগেজের চার্জ। এ ছাড়া আছে সিট নির্বাচনের জন্য ফি, এমনকি খাবার-পানীয়ের জন্য অতিরিক্ত খরচ। বিমানের বিজ্ঞাপনে দেখানো ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যোগ করার বিষয়টি বিমানযাত্রীদের জন্য বিশাল এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৬ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের ভেতরে অবস্থিত একটি শহর চুর; যাকে বলা হয় সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। প্রাগৈতিহাসিক কালের পদচিহ্ন, রোমান সাম্রাজ্যের প্রতিধ্বনি এবং মধ্যযুগের মনোমুগ্ধকর আকর্ষণ নিয়ে এই শহর এক অনন্য ঐতিহ্য বহন করে।
১৬ ঘণ্টা আগে