নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেকটা সময় দিয়ে, ধৈর্যের সঙ্গে, মনের মাধুরী মিশিয়ে যেসব বধূ রান্নার আয়োজন করেন, তাঁদের জন্যই ‘ঠাকুরবাড়ির রান্না’ বইটি প্রকাশ করেন পূর্ণিমা ঠাকুর। ঠাকুর পরিবারের ইন্দিরা দেবী চৌধুরানীও রান্না বিষয়ে পারদর্শী ছিলেন। রান্নার প্রতি ভালোবাসা থেকেই ইন্দিরা দেবী একটা লম্বা খাতা বানিয়েছিলেন, যেখানে ঠাকুরবাড়ির বিশেষ পদসহ পছন্দের সব খাবারের রেসিপি টুকে রাখতেন তিনি। সেই খাতা সময়ের ধারাবাহিকতায় এসে পড়ে পূর্ণিমা ঠাকুরের হাতে। মায়ের কাছে শেখা রান্না আর সেই পুরোনো খাতার রেসিপি মিলিয়ে পূর্ণিমা ঠাকুর ১৯৮৬ সালে প্রকাশ করেন ‘ঠাকুরবাড়ির রান্না’ বইটি। সে বই থেকে ৩টি রেসিপি রইল পাঠকদের জন্য।
আলুর দম
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। কড়াইয়ে ঘি চড়িয়ে কাঁচা মরিচ দিতে হবে। এবার একটু টকদই, আদা ও পোস্তবাটা দিতে হবে। বেশ ভালো করে কষে নিয়ে সেদ্ধ আলু দিতে হবে। এবার লবণ, চিনি ও একটু পানি দিতে হবে। পানি শুকিয়ে আলু মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।
পোস্তবাটা দিয়ে মাছ
রুই বা ট্যাংরা মাছ লাগবে। আলু ছোট ছোট করে কাটতে হবে। রসুন ও পোস্তবাটা লাগবে। মাছ ভালো করে ভেজে নিতে হবে। একই কড়াইয়ে রসুনবাটা দিয়ে কেটে রাখা আলু দিয়ে বেশ ভালোভাবে ভাজতে হবে। লবণ ও কাঁচা মরিচ দিতে হবে। কিছুক্ষণ পর পোস্তবাটা দিয়ে নাড়তে হবে। পোস্ত লাল হলে পানি দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে দিতে হবে। আলু সেদ্ধ হলে ও পানি কমে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।
ছোলার ডাল তেঁতুল দিয়ে
ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে কাঁচা মরিচ দিয়ে। জিরা ও শুকনো মরিচ তাওয়ায় টেলে গুঁড়ো করে নিন। তেঁতুল আন্দাজমতো গুলে রাখতে হবে। সঙ্গে পেঁয়াজ ও রসুনও কুচি করে রাখতে হবে।
চুলায় তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিয়ে সেদ্ধ করা ডাল ফুটিয়ে নিতে হবে। বেশ খানিকটা ফুটে উঠলে গুলে রাখা তেঁতুল, লবণ ও অল্প চিনি দিতে হবে। ঘন হয়ে সুন্দর গন্ধ বের হলে নামিয়ে ওপর থেকে গুঁড়ো মসলা ছড়িয়ে দিতে হবে। চাইলে গরম মসলাবাটা ও ঘি ছড়িয়ে দেওয়া যায়।
অনেকটা সময় দিয়ে, ধৈর্যের সঙ্গে, মনের মাধুরী মিশিয়ে যেসব বধূ রান্নার আয়োজন করেন, তাঁদের জন্যই ‘ঠাকুরবাড়ির রান্না’ বইটি প্রকাশ করেন পূর্ণিমা ঠাকুর। ঠাকুর পরিবারের ইন্দিরা দেবী চৌধুরানীও রান্না বিষয়ে পারদর্শী ছিলেন। রান্নার প্রতি ভালোবাসা থেকেই ইন্দিরা দেবী একটা লম্বা খাতা বানিয়েছিলেন, যেখানে ঠাকুরবাড়ির বিশেষ পদসহ পছন্দের সব খাবারের রেসিপি টুকে রাখতেন তিনি। সেই খাতা সময়ের ধারাবাহিকতায় এসে পড়ে পূর্ণিমা ঠাকুরের হাতে। মায়ের কাছে শেখা রান্না আর সেই পুরোনো খাতার রেসিপি মিলিয়ে পূর্ণিমা ঠাকুর ১৯৮৬ সালে প্রকাশ করেন ‘ঠাকুরবাড়ির রান্না’ বইটি। সে বই থেকে ৩টি রেসিপি রইল পাঠকদের জন্য।
আলুর দম
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। কড়াইয়ে ঘি চড়িয়ে কাঁচা মরিচ দিতে হবে। এবার একটু টকদই, আদা ও পোস্তবাটা দিতে হবে। বেশ ভালো করে কষে নিয়ে সেদ্ধ আলু দিতে হবে। এবার লবণ, চিনি ও একটু পানি দিতে হবে। পানি শুকিয়ে আলু মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।
পোস্তবাটা দিয়ে মাছ
রুই বা ট্যাংরা মাছ লাগবে। আলু ছোট ছোট করে কাটতে হবে। রসুন ও পোস্তবাটা লাগবে। মাছ ভালো করে ভেজে নিতে হবে। একই কড়াইয়ে রসুনবাটা দিয়ে কেটে রাখা আলু দিয়ে বেশ ভালোভাবে ভাজতে হবে। লবণ ও কাঁচা মরিচ দিতে হবে। কিছুক্ষণ পর পোস্তবাটা দিয়ে নাড়তে হবে। পোস্ত লাল হলে পানি দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে দিতে হবে। আলু সেদ্ধ হলে ও পানি কমে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।
ছোলার ডাল তেঁতুল দিয়ে
ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে কাঁচা মরিচ দিয়ে। জিরা ও শুকনো মরিচ তাওয়ায় টেলে গুঁড়ো করে নিন। তেঁতুল আন্দাজমতো গুলে রাখতে হবে। সঙ্গে পেঁয়াজ ও রসুনও কুচি করে রাখতে হবে।
চুলায় তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিয়ে সেদ্ধ করা ডাল ফুটিয়ে নিতে হবে। বেশ খানিকটা ফুটে উঠলে গুলে রাখা তেঁতুল, লবণ ও অল্প চিনি দিতে হবে। ঘন হয়ে সুন্দর গন্ধ বের হলে নামিয়ে ওপর থেকে গুঁড়ো মসলা ছড়িয়ে দিতে হবে। চাইলে গরম মসলাবাটা ও ঘি ছড়িয়ে দেওয়া যায়।
একদিন খেলে কিছু হয় না– এই মনোভাব সঠিক নয়। জন্মদিন, বিয়ে ও অন্যান্য দাওয়াতে গিয়েও পরিমিত খাওয়া যায়। একটু বুঝে খেলে ওজনও থাকে নিয়ন্ত্রণে। তবে এ ক্ষেত্রে মেনে চলতে হবে কয়েকটি বিষয়।
৩ ঘণ্টা আগেকুকুরের সঙ্গে সময় কাটিয়ে অনেকেই মানসিক শান্তি পান। এবার এক গবেষণায় উঠে এসেছে, কুকুরের ভিডিও দেখলেও মেলে প্রশান্তি, কমে মানসিক চাপ। গবেষণায় দেখা গেছে, মাত্র পাঁচ মিনিটের একটি কুকুরের ভিডিও দেখে প্রায় একই মাত্রায় মানসিক চাপ কমতে পারে, যেটা একটি কুকুরের সংস্পর্শে গেলে হয়।
২০ ঘণ্টা আগেথাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গড়ে উঠেছে এক ভিন্ন ধরনের ক্যাফে। নাম কিড মাই ডেথ অ্যাওয়ারনেস ক্যাফে। এর মূল উদ্দেশ্য মানুষকে মৃত্যু চিন্তার মাধ্যমে জীবন উপলব্ধি করানো। ক্যাফেটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ভীরানুত রোজানাপ্রাপা একজন ধর্মতত্ত্ব গবেষক। এই ক্যাফেতে রয়েছে একটি সাদা কফিন।
১ দিন আগেপ্রথম পছন্দ দুর্গম অঞ্চল। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাতাল কালী তেমনই দুর্গম। এর পাশে রয়েছে পরিচিত চন্দ্রনাথ পাহাড়। আমার মতো রোমাঞ্চপ্রিয়দের জন্য সেটা আগ্রহের জায়গা নয়। তাই চন্দ্রনাথে ওঠার আগে সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডের ঠিক বাঁ পাশ দিয়ে ঢুকে যাই বন পথে। যাচ্ছি তো যাচ্ছি।
১ দিন আগে