কানিজ ইসলাম ইলা, রন্ধনশিল্পী
উপকরণ
রামেন রান্নার জন্য প্রয়োজন ইনস্ট্যান্ট নুডলস ২ প্যাকেট, মুরগির ২ টুকরো বুকের মাংস, পছন্দমতো মাশরুম, ১টা সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি (গাজর মাঝারি কুচি, বাঁধাকপিকুচি, মটরশুঁটি, পেঁয়াজপাতা), চিকেন স্টক ৪ কাপ/চিকেন কিউব ১টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কালো গোলমরিচগুঁড়ো ১ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, সয়াসস, চিলি সস ১ টেবিল চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টালা শুকনো মরিচের গুঁড়ো স্বাদমতো, লবণ স্বাদমতো, সয়াবিন তেল, চিনি ১ টেবিল চামচ, পানি ৪ কাপ।
প্রণালি
মুরগির মাঝারি আকারের ২ টুকরো বুকের মাংস নিয়ে তাতে পরিমাণমতো আদাবাটা, রসুনবাটা, কালো গোলমরিচগুঁড়ো, ১ চা-চামচ সয়াসস এবং লবণ মাখিয়ে ১৫–২০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। একটি ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে তাতে ১ টেবিল চামচ সয়াসস দিয়ে মাশরুমগুলো হালকা ভেজে নিতে হবে। মাশরুমগুলো তুলে নিয়ে একই তেলে মেরিনেট করে রাখা মুরগির মাংস ভাজতে হবে। সব দিক ৫-৬ মিনিটের মতো ভেজে তুলে নিতে হবে। ঠান্ডা হলে মাঝারি আকারে টুকরো করতে হবে। একই প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে রসুনকুচি, আদাকুচি, পেঁয়াজকুচি হালকা বাদামি করে ভাজতে হবে। এবার চিকেন স্টকে চিকেন কিউব গুলিয়ে নিতে হবে। চিকেন স্টকে এবার শুকনো মরিচের গুঁড়ো, সয়াসস, চিলিসস, লেবুর রস, চিনি ভালো করে মিশিয়ে ৫-৬ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। এবার এই চিকেন স্টকের স্যুপে ইনস্ট্যান্ট নুডলস ২ মিনিট সেদ্ধ করতে হবে।
পরিবেশন
মাঝারি আকারের বাটিতে অল্প পরিমাণে সেদ্ধ নুডলস নিয়ে সমপরিমাণ চিকেন স্টকের স্যুপ নিতে হবে। এর মধ্যে এক এক করে মাশরুম, চিকেন, পছন্দমতো সেদ্ধ করা সবজি, ডিম দিয়ে সাজাতে হবে। বলে রাখা ভালো যে, যেকোনো মৌসুমি সবজি রামেন রান্নায় ব্যবহার করা যায়। তবে এমন সবজি বেছে নিতে হবে যেগুলো সহজে সেদ্ধ হয়। বিদেশি খাবার বলে এড়িয়ে না গিয়ে মাঝে মাঝে রান্না করে ফেলতে পারেন আপনার মনে মতো রামেন।
উপকরণ
রামেন রান্নার জন্য প্রয়োজন ইনস্ট্যান্ট নুডলস ২ প্যাকেট, মুরগির ২ টুকরো বুকের মাংস, পছন্দমতো মাশরুম, ১টা সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি (গাজর মাঝারি কুচি, বাঁধাকপিকুচি, মটরশুঁটি, পেঁয়াজপাতা), চিকেন স্টক ৪ কাপ/চিকেন কিউব ১টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কালো গোলমরিচগুঁড়ো ১ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, সয়াসস, চিলি সস ১ টেবিল চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টালা শুকনো মরিচের গুঁড়ো স্বাদমতো, লবণ স্বাদমতো, সয়াবিন তেল, চিনি ১ টেবিল চামচ, পানি ৪ কাপ।
প্রণালি
মুরগির মাঝারি আকারের ২ টুকরো বুকের মাংস নিয়ে তাতে পরিমাণমতো আদাবাটা, রসুনবাটা, কালো গোলমরিচগুঁড়ো, ১ চা-চামচ সয়াসস এবং লবণ মাখিয়ে ১৫–২০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। একটি ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে তাতে ১ টেবিল চামচ সয়াসস দিয়ে মাশরুমগুলো হালকা ভেজে নিতে হবে। মাশরুমগুলো তুলে নিয়ে একই তেলে মেরিনেট করে রাখা মুরগির মাংস ভাজতে হবে। সব দিক ৫-৬ মিনিটের মতো ভেজে তুলে নিতে হবে। ঠান্ডা হলে মাঝারি আকারে টুকরো করতে হবে। একই প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে রসুনকুচি, আদাকুচি, পেঁয়াজকুচি হালকা বাদামি করে ভাজতে হবে। এবার চিকেন স্টকে চিকেন কিউব গুলিয়ে নিতে হবে। চিকেন স্টকে এবার শুকনো মরিচের গুঁড়ো, সয়াসস, চিলিসস, লেবুর রস, চিনি ভালো করে মিশিয়ে ৫-৬ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। এবার এই চিকেন স্টকের স্যুপে ইনস্ট্যান্ট নুডলস ২ মিনিট সেদ্ধ করতে হবে।
পরিবেশন
মাঝারি আকারের বাটিতে অল্প পরিমাণে সেদ্ধ নুডলস নিয়ে সমপরিমাণ চিকেন স্টকের স্যুপ নিতে হবে। এর মধ্যে এক এক করে মাশরুম, চিকেন, পছন্দমতো সেদ্ধ করা সবজি, ডিম দিয়ে সাজাতে হবে। বলে রাখা ভালো যে, যেকোনো মৌসুমি সবজি রামেন রান্নায় ব্যবহার করা যায়। তবে এমন সবজি বেছে নিতে হবে যেগুলো সহজে সেদ্ধ হয়। বিদেশি খাবার বলে এড়িয়ে না গিয়ে মাঝে মাঝে রান্না করে ফেলতে পারেন আপনার মনে মতো রামেন।
চলতি ট্রেন্ডে ঘুরতে যাওয়া মানে কেবল শরীর ও মন তরতাজা করাই নয়, ফেসবুক-ইনস্টাতে ভালো ভালো ছবি তো আপলোড করে নিজের আনন্দের মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াও। আর সুন্দর ছবি তোলার জন্য চাই মনকাড়া পোশাক। কিন্তু আলমারি ভর্তি এত রংবেরঙের পোশাকের ভেতর থেকে কোনটি বেছে নেবেন আর কোনটি নেবেন না,
৬ ঘণ্টা আগেএশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর অন্যতম ইন্দোনেশিয়া; বিশেষ করে বালি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বালির বাইরে ইন্দোনেশিয়ায় আরও অনেক কিছু দেখার আছে? হ্যাঁ, আছে। বালি ছাড়াও দেশটিতে এমন পাঁচটি দ্বীপ আছে, যেগুলো এখনো কম পরিচিত।
৭ ঘণ্টা আগেপরদিন শুক্রবার। তাই বৃহস্পতিবার রাতে ঘুম হারাম। রাতভর এপাশ-ওপাশ করতে করতে ভোর চারটা। এর মাঝেই মোবাইল ফোন বাজতে শুরু করে। অমনি বিছানা ছেড়ে শুরু হলো বের হওয়ার জোর চেষ্টা।
৯ ঘণ্টা আগেভ্রমণের সময় ব্যাগের অতিরিক্ত ওজন অনেকের জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। এতে বিমানবন্দরে বাড়তি চার্জ দিতে হয়। এতে খরচও বাড়ে। এ জন্য কিছু সহজ কৌশল মেনে চললে এই খরচ এড়ানো যায়।
১০ ঘণ্টা আগে