Ajker Patrika

বরেণ্য ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৪: ২৪
বরেণ্য ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই

বরেণ্য ফ্যাশন ডিজাইনার এমদাদ হক মারা গেছেন। আজ শুক্রবার দুপুর ২টা ১৬ মিনিটে তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

ডিজাইনার এমদাদ হক ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের উপসভাপতি ও ‘মেধা’ সংগঠনের প্রতিষ্ঠাতা।

কয়েক বছর আগেই কিডনির সমস্যা ধরা পড়ে তাঁর। এরপর কিডনি প্রতিস্থাপনও করা হয়। মাসখানেক আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। ৫০ দিন তিনি এ অবস্থায় থেকে আজ দুপুর ২টা ১৬ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সহসভাপতি হিসেবে তাঁর শুরুটা হয়েছিল সাময়িকপত্র বিচিত্রায় লেখালেখি দিয়ে। বাংলাদেশে ফ্যাশন সাংবাদিকতার ভিত গড়ে দেয় এই বিচিত্রা। পরে তিনি লেখাপড়া শেষ করে যোগ দেন ব্র্যাকের রেশম প্রকল্পে। 

সেখান থেকে যোগ দেন গ্রামীণ উদ্যোগর, ১৯৯৭ সালে। গ্রামীণের অন্যান্য প্রকল্পেও তিনি কাজ করেছেন। ২০০২ সালে গ্রামীণ উদ্যোগের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সেখান থেকে বের হয়ে শুরু করেন ‘বাংলার মেলা’। পরবর্তী সময়ে নিজেই শুরু করেন ‘স্টুডিও এমদাদ’ নামের নতুন উদ্যোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত