লাইফস্টাইল ডেস্ক
শহরে একচিলতে বারান্দা বা বাড়ির ছাদে যাঁরা শখের বাগান করছেন, তাঁদের জানিয়ে রাখি, বর্ষায় খুদে বাগানের পরিচর্যা করতে হবে খুব মনোযোগের সঙ্গে। যেহেতু এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ দেখা যায় তাই বারান্দা যেন এডিস মশার বংশবৃদ্ধির জায়গা হয়ে না ওঠে, সেদিকে লক্ষ রাখতে হবে। অন্যদিকে গাছও যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে, সেদিকেও খেয়াল রাখা চাই।
পর্যাপ্ত তবে অতিরিক্ত নয়
একেক গাছের পানির চাহিদা একেক রকম। ইনডোর প্ল্যান্টে তুলনামূলক কম পানি লাগে। ক্যাকটাস বা সাকুলেন্ট-জাতীয় গাছে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। বর্ষার দিনে এই গাছগুলো বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির পানি খুব বেশি পৌঁছায় না। এসব গাছের গোড়া ও মাটি ভেজা থাকা অবস্থায় কখনোই পানি দেবেন না। তাতে গাছের গোড়ায় পচন দেখা দিতে পারে।
টবে পানি জমতে দেওয়া যাবে না
ঝুম বৃষ্টি হলে গাছের টবে পানি জমতে পারে। এ সময় টবের নিচে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে প্রয়োজনের অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। প্রয়োজনে টব কাত করে পানি ফেলে দিতে হবে। কোনোভাবেই টবে পানি জমতে দেওয়া যাবে না। টবের অতিরিক্ত পানির কারণে গাছ মরেও যেতে পারে।
পোকামাকড় তাড়াতে
এ সময় গাছে বিভিন্ন ধরনের ছত্রাক ও পোকা বাসা বাঁধতে পারে। প্রাকৃতিক কিছু টোটকা ব্যবহার করে সেগুলো তাড়াতে পারেন। রসুন, রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া, নিমের তেল, ভিনেগার, কমলার খোসাসহ নানান প্রাকৃতিক উপাদানেই মিলবে পোকামাকড়ের আক্রমণ থেকে মুক্তি।
ডাল ছাঁটাই
গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলার এটাই ভালো সময়। এ সময় ডাল ছেঁটে দিলে নতুন পাতা গজাবে।
রোদে দিতে হবে
অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ গাছের জন্য ভালো নয়। আর্দ্র পরিবেশ টানা থাকলে গাছ ঠিকঠাক বেড়ে উঠতে পারে না। তাই রোদ উঠলে গাছগুলোকে রোদে রাখুন।
সূত্র: ট্রি হাগার
শহরে একচিলতে বারান্দা বা বাড়ির ছাদে যাঁরা শখের বাগান করছেন, তাঁদের জানিয়ে রাখি, বর্ষায় খুদে বাগানের পরিচর্যা করতে হবে খুব মনোযোগের সঙ্গে। যেহেতু এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ দেখা যায় তাই বারান্দা যেন এডিস মশার বংশবৃদ্ধির জায়গা হয়ে না ওঠে, সেদিকে লক্ষ রাখতে হবে। অন্যদিকে গাছও যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে, সেদিকেও খেয়াল রাখা চাই।
পর্যাপ্ত তবে অতিরিক্ত নয়
একেক গাছের পানির চাহিদা একেক রকম। ইনডোর প্ল্যান্টে তুলনামূলক কম পানি লাগে। ক্যাকটাস বা সাকুলেন্ট-জাতীয় গাছে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। বর্ষার দিনে এই গাছগুলো বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির পানি খুব বেশি পৌঁছায় না। এসব গাছের গোড়া ও মাটি ভেজা থাকা অবস্থায় কখনোই পানি দেবেন না। তাতে গাছের গোড়ায় পচন দেখা দিতে পারে।
টবে পানি জমতে দেওয়া যাবে না
ঝুম বৃষ্টি হলে গাছের টবে পানি জমতে পারে। এ সময় টবের নিচে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে প্রয়োজনের অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। প্রয়োজনে টব কাত করে পানি ফেলে দিতে হবে। কোনোভাবেই টবে পানি জমতে দেওয়া যাবে না। টবের অতিরিক্ত পানির কারণে গাছ মরেও যেতে পারে।
পোকামাকড় তাড়াতে
এ সময় গাছে বিভিন্ন ধরনের ছত্রাক ও পোকা বাসা বাঁধতে পারে। প্রাকৃতিক কিছু টোটকা ব্যবহার করে সেগুলো তাড়াতে পারেন। রসুন, রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া, নিমের তেল, ভিনেগার, কমলার খোসাসহ নানান প্রাকৃতিক উপাদানেই মিলবে পোকামাকড়ের আক্রমণ থেকে মুক্তি।
ডাল ছাঁটাই
গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলার এটাই ভালো সময়। এ সময় ডাল ছেঁটে দিলে নতুন পাতা গজাবে।
রোদে দিতে হবে
অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ গাছের জন্য ভালো নয়। আর্দ্র পরিবেশ টানা থাকলে গাছ ঠিকঠাক বেড়ে উঠতে পারে না। তাই রোদ উঠলে গাছগুলোকে রোদে রাখুন।
সূত্র: ট্রি হাগার
সিলেট মানেই যেন নিসর্গের হাতছানি! কোথাও টিলার গায়ে চা-গাছের সবুজ চাদর, কোথাও পাথরের মাঝে পানির শীতল পরশ, কোথাওবা জল-বৃক্ষের মিতালি। বাংলাদেশের উত্তর-পূর্বের এই জনপদে নানা রূপে, নানা রঙে ধরা দিয়েছে প্রকৃতি। এমনই এক রূপের ডালি বিছানো রয়েছে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে।
৬ ঘণ্টা আগেসৌদি আরবের রুক্ষ মরুভূমি আর বিশাল পাথরের স্তূপের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত সব গুহা। কোটি কোটি বছর ধরে তৈরি হওয়া এই গুহাগুলো শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এগুলো বৈজ্ঞানিক এবং পর্যটনের জন্যও অমূল্য সম্পদ। সৌদি আরব এরই মধ্যে পর্যটকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন শহর ও স্থানকে নতুন...
৭ ঘণ্টা আগেবিভিন্ন পাহাড়ে ঘুরে দিনের পর দিন কাটিয়ে দেন অনেকে। গহিন পাহাড়ে আধুনিক ব্যবস্থাপনা থাকে না বলে সমস্যায় পড়তে হয় তাঁদের। যদিও এর উপায় হিসেবে তাঁবু টানিয়ে রাত কাটানো বেশ পরিচিত। তবে এই পাহাড়প্রেমীদের জন্য একটু ভিন্ন ধরনের ভাবনার বিষয়টি ভেবেছিল যুক্তরাজ্যের মাউন্টেন বোথি অ্যাসোসিয়েশন।
৮ ঘণ্টা আগেজনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্কদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন পৃথিবীর অনেক দেশ। ইউরোপের কিছু দেশ বিশেষভাবে এই সমস্যার সম্মুখীন। সেখানে গ্রামীণ এলাকা ও ছোট শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যাচ্ছে। এ ধরনের অঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং নতুন নাগরিক আকৃষ্ট করতে বিভিন্ন দেশ আর্থিক প্রণোদনা দিচ্ছে।
৮ ঘণ্টা আগে