ফারিয়া রহমান খান
বর্ষাকালে রাস্তাঘাটে চলাফেরা করাটা এমনিতেই মুশকিলের। তার ওপর যদি বন্যা ও অতিবৃষ্টি হয়, তাহলে তো কথাই নেই। এই সময় ময়লা, কাদা ও নোংরা পানির ভেতর দিয়ে চলাফেরা করতে হয় বলে বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে পায়ের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতি এড়াতে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।
সঠিক জুতা ব্যবহার করুন
এই সময় রাস্তাঘাটে চলাফেরায় অবশ্যই নরম, আরামদায়ক এবং সহজেই শুকিয়ে যায় এমন জুতা ব্যবহার করুন। যেহেতু রাস্তাঘাট পিচ্ছিল থাকে, তাই অবশ্যই হিল জুতা বাদ দিয়ে ফ্ল্যাট জুতা পরুন। জুতার সঙ্গে মোজা পরলে তা যদি পানিতে ভিজে যায়, তবে দ্রুত পরিবর্তন করে নিতে ভুলবেন না। বাড়িতেও আরামদায়ক জুতা ব্যবহার করুন। ঘরে পরার জন্য ভালো মানের স্লিপার কিনুন।
পা শুকনা রাখুন
পা যতটা সম্ভব শুকনা রাখুন। বন্যা হলে বা বৃষ্টির পানিতে পা যদি দীর্ঘক্ষণ ভেজা থাকে, তাহলে ব্যাকটেরিয়া ও জীবাণুর আক্রমণে
পা ফুলে যেতে পারে এবং দুর্গন্ধ হতে পারে। যতবার পা ভিজবে, ততবার পানি থেকে ওঠার পর ভালোভাবে মুছে নিতে হবে।
পরিচ্ছন্নতা
নিয়মিত ভালোভাবে পা পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে হালকা গরম পানিতে সামান্য লবণ দিয়ে ১৫ মিনিটের মতো পা ভিজিয়ে রাখুন। এরপর পায়ের ময়লা ও শুষ্ক চামড়া দূর করতে একটি ফুট স্ক্রাবার দিয়ে ঘষে পা ধুয়ে ফেলুন। শুকনা তোয়ালে দিয়ে মুছে ময়শ্চারাইজার ব্যবহার করুন।
পায়ের নখ ছোট রাখুন
এ সময় যেহেতু পায়ে কাদা লাগে, তাই নখ বড় থাকলে নখের ভেতর কাদা ও জীবাণু প্রবেশ করে। তাই অবশ্যই পায়ের নখ ছোট করে
কেটে রাখুন।
অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন
পায়ে কোনো ধরনের সংক্রমণ যেন না হয়, তাই বাইরে বের হওয়ার আগে পায়ে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন। এটি সব ধরনের সংক্রমণ থেকে পা রক্ষা করবে।
সূত্র: ফুট হেলথ ফ্যাক্ট
বর্ষাকালে রাস্তাঘাটে চলাফেরা করাটা এমনিতেই মুশকিলের। তার ওপর যদি বন্যা ও অতিবৃষ্টি হয়, তাহলে তো কথাই নেই। এই সময় ময়লা, কাদা ও নোংরা পানির ভেতর দিয়ে চলাফেরা করতে হয় বলে বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে পায়ের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতি এড়াতে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।
সঠিক জুতা ব্যবহার করুন
এই সময় রাস্তাঘাটে চলাফেরায় অবশ্যই নরম, আরামদায়ক এবং সহজেই শুকিয়ে যায় এমন জুতা ব্যবহার করুন। যেহেতু রাস্তাঘাট পিচ্ছিল থাকে, তাই অবশ্যই হিল জুতা বাদ দিয়ে ফ্ল্যাট জুতা পরুন। জুতার সঙ্গে মোজা পরলে তা যদি পানিতে ভিজে যায়, তবে দ্রুত পরিবর্তন করে নিতে ভুলবেন না। বাড়িতেও আরামদায়ক জুতা ব্যবহার করুন। ঘরে পরার জন্য ভালো মানের স্লিপার কিনুন।
পা শুকনা রাখুন
পা যতটা সম্ভব শুকনা রাখুন। বন্যা হলে বা বৃষ্টির পানিতে পা যদি দীর্ঘক্ষণ ভেজা থাকে, তাহলে ব্যাকটেরিয়া ও জীবাণুর আক্রমণে
পা ফুলে যেতে পারে এবং দুর্গন্ধ হতে পারে। যতবার পা ভিজবে, ততবার পানি থেকে ওঠার পর ভালোভাবে মুছে নিতে হবে।
পরিচ্ছন্নতা
নিয়মিত ভালোভাবে পা পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে হালকা গরম পানিতে সামান্য লবণ দিয়ে ১৫ মিনিটের মতো পা ভিজিয়ে রাখুন। এরপর পায়ের ময়লা ও শুষ্ক চামড়া দূর করতে একটি ফুট স্ক্রাবার দিয়ে ঘষে পা ধুয়ে ফেলুন। শুকনা তোয়ালে দিয়ে মুছে ময়শ্চারাইজার ব্যবহার করুন।
পায়ের নখ ছোট রাখুন
এ সময় যেহেতু পায়ে কাদা লাগে, তাই নখ বড় থাকলে নখের ভেতর কাদা ও জীবাণু প্রবেশ করে। তাই অবশ্যই পায়ের নখ ছোট করে
কেটে রাখুন।
অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন
পায়ে কোনো ধরনের সংক্রমণ যেন না হয়, তাই বাইরে বের হওয়ার আগে পায়ে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন। এটি সব ধরনের সংক্রমণ থেকে পা রক্ষা করবে।
সূত্র: ফুট হেলথ ফ্যাক্ট
বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
৩ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৮ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
২০ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগে