আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। ত্বক স্বাভাবিক। আগে কখনোই ত্বকে ব্রণ ছিল না। কিন্তু ইদানীং ছোট ছোট র্যাশের মতো হচ্ছে। দু-তিন দিন পর সেগুলো থেকে সাদা শাঁস বের হয়। এটা কেন হচ্ছে?
মানসী দেবনাথ, রাজশাহী
হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে ব্রণ হতে পারে। এ জন্য একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে পারলে ভালো হয়। ত্বক নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে। তা ছাড়া সম্প্রতি নতুন কোনো প্রসাধনী ব্যবহার করছেন কি না, সেটাও একটু মনে করে দেখুন। অনেক সময় নতুন প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও ব্রণ উঠতে পারে।
প্রশ্ন: মাথার ত্বকের ডিপ ক্লিনজিং কত দিন পরপর করা উচিত। ডিপ ক্লিনজিংয়ের ঘরোয়া উপায় কী?
ইলিয়াস পাভেল, ঢাকা
পরিপূর্ণভাবে ত্বক ডিপ ক্লিন করার জন্য বিউটি ক্লিনিক বা স্যালনে যেতে হবে। বাড়িতে সপ্তাহে এক দিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে পারেন। কিন্তু সেটাকে ডিপ ক্লিন বলা যাবে না। এ জন্য টক দই ও চিনি একসঙ্গে মিশিয়ে স্ক্র্যাব করে নিতে পারেন। এরপর মুলতানি মাটি ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন।
প্রশ্ন: ঘাড়ে ও গলায় ছোপ ছোপ দাগ পড়েছে। কী করণীয়?
ফরিদা ইয়াসমিন, গোপালগঞ্জ
ঘাড় ও গলার দাগ চর্মরোগের কারণেও হতে পারে। তাই একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে তবেই চিকিৎসা বা সমাধান নেওয়া উচিত।
প্রশ্ন: রান্না করতে গিয়ে কবজি সামান্য পুড়ে গেছে। তা-ও বেশ কয়েক মাস আগের ঘটনা। কিন্তু পোড়া কালচে দাগ এখনো যায়নি। কোনো ঘরোয়া সমাধান আছে?
প্রিয়া সুহানা, যশোর
পোড়া দাগ সহজে যায় না। অনেক সময় পুড়ে যাওয়া কালো ক্ষত সেরে গেলেও সাদা হয়ে যায় জায়গাটা। এই দাগ দূর করতে হলে লেজারের সাহায্য নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। ত্বক স্বাভাবিক। আগে কখনোই ত্বকে ব্রণ ছিল না। কিন্তু ইদানীং ছোট ছোট র্যাশের মতো হচ্ছে। দু-তিন দিন পর সেগুলো থেকে সাদা শাঁস বের হয়। এটা কেন হচ্ছে?
মানসী দেবনাথ, রাজশাহী
হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে ব্রণ হতে পারে। এ জন্য একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে পারলে ভালো হয়। ত্বক নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে। তা ছাড়া সম্প্রতি নতুন কোনো প্রসাধনী ব্যবহার করছেন কি না, সেটাও একটু মনে করে দেখুন। অনেক সময় নতুন প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও ব্রণ উঠতে পারে।
প্রশ্ন: মাথার ত্বকের ডিপ ক্লিনজিং কত দিন পরপর করা উচিত। ডিপ ক্লিনজিংয়ের ঘরোয়া উপায় কী?
ইলিয়াস পাভেল, ঢাকা
পরিপূর্ণভাবে ত্বক ডিপ ক্লিন করার জন্য বিউটি ক্লিনিক বা স্যালনে যেতে হবে। বাড়িতে সপ্তাহে এক দিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে পারেন। কিন্তু সেটাকে ডিপ ক্লিন বলা যাবে না। এ জন্য টক দই ও চিনি একসঙ্গে মিশিয়ে স্ক্র্যাব করে নিতে পারেন। এরপর মুলতানি মাটি ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন।
প্রশ্ন: ঘাড়ে ও গলায় ছোপ ছোপ দাগ পড়েছে। কী করণীয়?
ফরিদা ইয়াসমিন, গোপালগঞ্জ
ঘাড় ও গলার দাগ চর্মরোগের কারণেও হতে পারে। তাই একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে তবেই চিকিৎসা বা সমাধান নেওয়া উচিত।
প্রশ্ন: রান্না করতে গিয়ে কবজি সামান্য পুড়ে গেছে। তা-ও বেশ কয়েক মাস আগের ঘটনা। কিন্তু পোড়া কালচে দাগ এখনো যায়নি। কোনো ঘরোয়া সমাধান আছে?
প্রিয়া সুহানা, যশোর
পোড়া দাগ সহজে যায় না। অনেক সময় পুড়ে যাওয়া কালো ক্ষত সেরে গেলেও সাদা হয়ে যায় জায়গাটা। এই দাগ দূর করতে হলে লেজারের সাহায্য নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
৮ ঘণ্টা আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
৯ ঘণ্টা আগেত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
১৮ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
১৯ ঘণ্টা আগে