Ajker Patrika

ছুটির দিন কাজে লাগাবেন যেভাবে

রিক্তা রিচি, ঢাকা
ছুটির দিন কাজে লাগাবেন যেভাবে

আর কয়েক দিন পরেই ঈদ। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য এবার ঈদের পরের শুক্র ও শনিবারসহ পাঁচ দিনের বেশ বড় ছুটি রয়েছে। চাকরিজীবীদের জন্য পাঁচ দিনের ছুটি বেশ দীর্ঘই বলা চলে। অনেকেই এই ছুটি কাজে লাগানোর বিভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন, কিন্তু করোনার কারণে তার বেশির ভাগই বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু পাঁচ দিন কি এমনি এমনি কেটে যাবে?

স্বজনদের খোঁজ করুন
কাজের চাপে দীর্ঘদিন অনেকের খোঁজ নেওয়া হয় না। এই ছুটিতে তাঁদের খোঁজখবর করুন। ফোন করুন বা ভিডিও চ্যাট করুন। দেখবেন নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছে না।
ভবিষ্যতের পরিকল্পনা একসময় করোনার প্রকোপ কমে যাবে আশা করা যায়। তখন কোথায় ঘুরতে যাবেন তার একটা পরিকল্পনা করে রাখতে পারেন এই ছুটিতে।

ছাদ বা বারান্দায় বাগান
নিজের না হলেও একটা করে ছাদ থাকে, যাঁরা শহরে থাকেন। বাড়িওয়ালাকে রাজি করিয়ে ছাদটিকে বাগান বানানোর একটা উদ্যোগ নিতে পারেন এই ছুটিতে। আর নিজের ছাদ হলে তো কথাই নেই। শাকসবজি, ফলমূল, বিভিন্ন পাতা ও ফুলের গাছ ছাদে ভালো হয়। বাগান করার সব সরঞ্জাম কিনতে পাবেন অনলাইনেই। ছাদ না পেলে নিজের বারান্দাকেই বাগান বানিয়ে ফেলুন পছন্দসই গাছপালা দিয়ে। যদি আপনার বাগান আগে থেকে থাকেই, তাহলে সেটাকে যত্ন করে সুন্দর করে তুলুন এই বন্ধে।

মুভিটাইম
দীর্ঘ অবসর কাটানোর ভালো উপায় সিনেমা দেখা। হাতের কাছে এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে। বেছে বেছে সেগুলো থেকে দেখুন নতুন কিংবা পুরোনো সিনেমা। এ ছাড়া আছে ওয়েব সিরিজ। প্রিয় সিনেমা, ওয়েব সিরিজ কিংবা ডকুড্রামা দেখতে পারেন এই সময়ে।

বই পড়ুন
বই পড়ার অভ্যাস থাকলে পড়তে শুরু করুন না–পড়া বইগুলো। বাসায় না থাকলে কিনে ফেলুন অনলাইনে বা বন্ধুদের কাছ থেকে নিয়ে আসুন। পাঁচ দিনের ছুটিতে চাইলে অনেক বই পড়তে পারবেন। ভালো হয়, বইগুলো পড়ার পর সেগুলো নিয়ে নিজের উপলব্ধির কথা লিখে ফেলা। তাতে অন্যরাও বইগুলো পড়তে আগ্রহী হতে পারে।

মজাদার রান্না
লাইফ স্কিলের প্রধান শর্ত রান্না। না পারলে এই ছুটিতে শিখে ফেলুন। আর রান্না জানলে তো কথাই নেই। কাছের মানুষদের চমকে দিন নতুন কিছু রান্না করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত