অনন্য়া দাস, ঢাকা
গরম দূর করতে এয়ারকুলার হতে পারে একটি দুর্দান্ত অ্যাপলায়েন্স। আজকাল এয়ার কন্ডিশনারের বিকল্প হিসেবে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। কম দাম, সহজ রক্ষণাবেক্ষণ, কম বিদ্যুৎ খরচ ইত্যাদি সুবিধার জন্য অনেকেই এখন এয়ারকুলার ব্যবহার করছেন।
সহজে বহনযোগ্য
এয়ারকুলারের বড় গুণ এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বহন করা যায়। এটি যেহেতু এসির মতো দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে লাগানো থাকে না, তাই পছন্দসই জায়গায় এয়ারকুলার বসানো যায় সহজে।
বাতাসের গুণগত মান
এয়ারকুলার বাইরে থেকে তাজা বাতাস টেনে এনে সেই বাতাসকে শীতল করে। পাশাপাশি এর জন্য ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় না। এ জন্য এয়ারকুলারের বাতাসের মান তুলনামূলকভাবে বেশি ভালো থাকে।
দাম
একটি মোটামুটি মানের এয়ার কন্ডিশনার কিনতে হলেও বেশ ভালোই খরচ করতে হবে। অন্যদিকে সর্বনিম্ন ছয় হাজার টাকা ব্যয়ে একটি এয়ারকুলার কেনা সম্ভব। তাই বলা যায়, দামের দিক থেকে এয়ারকুলার বেশ সাশ্রয়ী।
পরিবেশবান্ধব
এয়ারকুলার পরিবেশবান্ধব। কারণ এগুলো পানিকে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করে। এর থেকে কোনো ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয় না।
ইনস্টলেশন
এয়ারকুলারের কোনো ইনস্টলেশনের প্রয়োজন নেই। এটি অন্য অনেক অ্যাপ্লায়েন্সের মতো বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। বিদ্যুৎ খরচ কম এয়ারকুলারে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। সাধারণ এসির চেয়ে এয়ারকুলার ব্যবহারে ৭০ থেকে ৮০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হয়। সুতরাং মাস শেষে প্রকাণ্ড একটা বিদ্যুৎ বিল বইতে হবে না আপনাকে।
কোনটি আপনার দরকার
বাজারে চার ধরনের এয়ারকুলার পাওয়া যায়। আপনার ঘরের আয়তন বুঝে এয়ারকুলার কিনুন। প্রয়োজনের বাইরে কুলার না কেনাই ভালো।
আমাদের দেশের আবহাওয়ার জন্য পার্সোনাল এয়ারকুলার ভালো কাজ করবে। বাতাস ভালোভাবে ঠান্ডা করতে সঠিক জায়গায় এয়ারকুলার রাখতে হবে। কেনার আগে ঘরের আয়তন, উচ্চতা, বাইরের তাপমাত্রা এবং পরিবেশের আর্দ্রতা–এ বিষয়গুলো বিবেচনায় রাখুন।
কেনার আগে জেনে নিন
কাদের ও কোথায় পাবেন
দেশে ভিশন, গ্রি, জাপান ইলেকট্রনিকস, ওয়ালটন, ইলেকট্রা ইত্যাদি ব্র্যান্ডের এয়ারকুলার আছে। ব্র্যান্ডগুলোর শোরুমে অথবা অনলাইন থেকেও কেনা যাবে এগুলো। এ ছাড়া প্রায় সব মার্কেট ও শপিং মলেও ব্র্যান্ডেড বা নন-ব্র্যান্ডেড এয়ারকুলার কিনতে পাওয়া যায়।
দরদাম
দেশে বিভিন্ন ব্র্যান্ডের এয়ারকুলারের দামে পার্থক্য আছে। ব্র্যান্ডভেদে ৬ হাজার থেকে ৪৫ হাজার টাকায় কেনা যাবে এয়ারকুলার।
মডেল: তামান্না
মেকআপ: শোভন মেকওভার
ছবি: হাসান রাজা
গরম দূর করতে এয়ারকুলার হতে পারে একটি দুর্দান্ত অ্যাপলায়েন্স। আজকাল এয়ার কন্ডিশনারের বিকল্প হিসেবে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। কম দাম, সহজ রক্ষণাবেক্ষণ, কম বিদ্যুৎ খরচ ইত্যাদি সুবিধার জন্য অনেকেই এখন এয়ারকুলার ব্যবহার করছেন।
সহজে বহনযোগ্য
এয়ারকুলারের বড় গুণ এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বহন করা যায়। এটি যেহেতু এসির মতো দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে লাগানো থাকে না, তাই পছন্দসই জায়গায় এয়ারকুলার বসানো যায় সহজে।
বাতাসের গুণগত মান
এয়ারকুলার বাইরে থেকে তাজা বাতাস টেনে এনে সেই বাতাসকে শীতল করে। পাশাপাশি এর জন্য ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় না। এ জন্য এয়ারকুলারের বাতাসের মান তুলনামূলকভাবে বেশি ভালো থাকে।
দাম
একটি মোটামুটি মানের এয়ার কন্ডিশনার কিনতে হলেও বেশ ভালোই খরচ করতে হবে। অন্যদিকে সর্বনিম্ন ছয় হাজার টাকা ব্যয়ে একটি এয়ারকুলার কেনা সম্ভব। তাই বলা যায়, দামের দিক থেকে এয়ারকুলার বেশ সাশ্রয়ী।
পরিবেশবান্ধব
এয়ারকুলার পরিবেশবান্ধব। কারণ এগুলো পানিকে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করে। এর থেকে কোনো ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয় না।
ইনস্টলেশন
এয়ারকুলারের কোনো ইনস্টলেশনের প্রয়োজন নেই। এটি অন্য অনেক অ্যাপ্লায়েন্সের মতো বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। বিদ্যুৎ খরচ কম এয়ারকুলারে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। সাধারণ এসির চেয়ে এয়ারকুলার ব্যবহারে ৭০ থেকে ৮০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হয়। সুতরাং মাস শেষে প্রকাণ্ড একটা বিদ্যুৎ বিল বইতে হবে না আপনাকে।
কোনটি আপনার দরকার
বাজারে চার ধরনের এয়ারকুলার পাওয়া যায়। আপনার ঘরের আয়তন বুঝে এয়ারকুলার কিনুন। প্রয়োজনের বাইরে কুলার না কেনাই ভালো।
আমাদের দেশের আবহাওয়ার জন্য পার্সোনাল এয়ারকুলার ভালো কাজ করবে। বাতাস ভালোভাবে ঠান্ডা করতে সঠিক জায়গায় এয়ারকুলার রাখতে হবে। কেনার আগে ঘরের আয়তন, উচ্চতা, বাইরের তাপমাত্রা এবং পরিবেশের আর্দ্রতা–এ বিষয়গুলো বিবেচনায় রাখুন।
কেনার আগে জেনে নিন
কাদের ও কোথায় পাবেন
দেশে ভিশন, গ্রি, জাপান ইলেকট্রনিকস, ওয়ালটন, ইলেকট্রা ইত্যাদি ব্র্যান্ডের এয়ারকুলার আছে। ব্র্যান্ডগুলোর শোরুমে অথবা অনলাইন থেকেও কেনা যাবে এগুলো। এ ছাড়া প্রায় সব মার্কেট ও শপিং মলেও ব্র্যান্ডেড বা নন-ব্র্যান্ডেড এয়ারকুলার কিনতে পাওয়া যায়।
দরদাম
দেশে বিভিন্ন ব্র্যান্ডের এয়ারকুলারের দামে পার্থক্য আছে। ব্র্যান্ডভেদে ৬ হাজার থেকে ৪৫ হাজার টাকায় কেনা যাবে এয়ারকুলার।
মডেল: তামান্না
মেকআপ: শোভন মেকওভার
ছবি: হাসান রাজা
আজকের পৃথিবীতে মানুষ শুধু ভ্রমণের জন্য নয়, ব্যবসা, শিক্ষা কিংবা নিরাপদ ভবিষ্যতের খোঁজে অন্য দেশের নাগরিকত্ব নিতে আগ্রহী হচ্ছে। কেউ খুঁজছেন সন্তানের ভালো শিক্ষার সুযোগ, কেউবা চান ভিসার ঝামেলা ছাড়া সহজ ভ্রমণ। এ কারণেই এখন জনপ্রিয় হয়ে উঠেছে ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট’ প্রোগ্রাম। অর্থাৎ নির্দিষ্ট
১ ঘণ্টা আগেত্বকের দাগছোপ বা খুঁত এড়াতে অনেকে নানান ধরনের প্রসাধনীতে ভরসা রাখেন। এই ব্যস্ত জীবনে এটা-ওটা বেটে ত্বকে ব্যবহারেরই-বা সময় কোথায়। তবে রাসায়নিক উপাদানে ভরা এসব প্রসাধনী ব্যবহারে সাময়িক সুবিধা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদি ফল পাওয়া প্রায় অসম্ভব। পাশাপাশি থাকতে পারে এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি।
২১ ঘণ্টা আগেকাজ শেষে বাড়ি ফিরে আলাদা করে ভাত, ডাল, তরকারি রাঁধতে মন চাইছে না? বাড়িতে মুগ ডাল আর মৌসুমি সবজি কাঁকরোল থাকলে ঝটপট রেঁধে ফেলুন মুগ ডালে কাঁকরোল। সময় বাঁচবে, খেতেও হবে সুস্বাদু। খাবারটির রেসিপি ও ছবি পাঠিয়েছেন আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেবর্তমান সময়ে ওজন নিয়ন্ত্রণে রাখা যেন এক বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে যোগ হয়েছে থাইয়রেড, পিসিওএস, পিসিওডি, এডিএইচডি, ইটিং ডিসঅর্ডারসহ বাহারি সব রোগ। যেগুলো ওজন নিয়ন্ত্রণে রাখার এই যাত্রাকে আরও কঠিন করে দিয়েছে।
১ দিন আগে