নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক যুগ আগেও শিশুকে বর্ণমালা চেনাতে পাতলা ছোট ছোট রঙিন বই ছিল প্রধান ভরসা। নানা রঙের এ, বি, সি চেনানো হতো অ্যাপল, বুক ও কেকের ছবি দিয়ে। এখনো একইভাবে শিশুরা বর্ণ চিনতে শেখে। তবে বইয়ের বদলে অ্যাপ কিংবা ইউটিউব চ্যানেলও হতে পারে বিকল্প মাধ্যম। অ্যাপের মাধ্যমে বর্ণ চেনার ক্ষেত্রে শিশুরা এটাকে পড়াশোনা বলে মনে করে না। ফলে খেলতে খেলতেই স্কুলে ভর্তির প্রস্তুতি তৈরি হয়ে যায়।
আগামী বছরের শুরুতে অনেক শিশুই জীবনে প্রথমবারের মতো স্কুলে যাবে। তাদের আগেভাগেই কিছু শেখাতে চাইলে ফোনে নামাতে পারেন ‘এবিসি কিডস’ অ্যাপটি। এই অ্যাপ দেখেই ইংরেজি সব বর্ণ শিখতে পারবে আপনার ছোট্ট শিশুটি। অ্যাপের বর্ণগুলোর ওপর স্পর্শ করলেই সেগুলো রঙিন হয়ে যাবে। এতে করে শুধু বর্ণ নয়, রঙের সঙ্গেও পরিচয় হবে তাদের। বেগুনি, নীল, হলুদের মধ্যে পার্থক্য করতে শিখবে।
অ্যাপে বড় ও ছোট হাতের বর্ণগুলো টেনে টেনে মেলাতে হয়। ‘সি’ দিয়ে যে ‘কেক’ লেখা হয়, সেটাও এখানে শিখিয়ে দেওয়া হয়।
স্ক্রিনের মাঝে বিশাল আকারের একটি বর্ণ থাকে। সেই বর্ণ রং করলে দুই পাশে থাকা দুটি বিড়াল নেচে ওঠে। প্রতিটি ধাপ শেষে এখানে খেলনা ও স্টিকার পাবে শিশুরা।
৪০ মেগাবাইটের অ্যাপটি বেশ রঙিন। এতে কোনো বিজ্ঞাপন নেই।
বর্ণের পাশাপাশি শিশুদের ইংরেজি ছড়া শেখাতে চাইলে ইউটিউব চ্যানেল ‘কোকোমেলনে’ও ঢুঁ মারতে পারেন। সেখানে শিশুদের জন্য অনেক ধরনের অ্যানিমেশন ভিডিও আছে। কোকোমেলন চ্যানেলের অন্যতম জনপ্রিয় ভিডিও হলো এবিসি সং। এই ভিডিওতে বর্ণমালাগুলোকে নাচতে দেখা যায়। মানুষের মতো তাদেরও থাকে এক জোড়া চোখ ও চার হাত-পা। প্যাঁচার গায়েও এ, বি, সি, ডি দেখা যাবে।
ছড়া গানের তালে তালে যখন প্যাঁচাগুলো দুলবে, তখন শিশুরাও বেশ মজা পাবে।
এক যুগ আগেও শিশুকে বর্ণমালা চেনাতে পাতলা ছোট ছোট রঙিন বই ছিল প্রধান ভরসা। নানা রঙের এ, বি, সি চেনানো হতো অ্যাপল, বুক ও কেকের ছবি দিয়ে। এখনো একইভাবে শিশুরা বর্ণ চিনতে শেখে। তবে বইয়ের বদলে অ্যাপ কিংবা ইউটিউব চ্যানেলও হতে পারে বিকল্প মাধ্যম। অ্যাপের মাধ্যমে বর্ণ চেনার ক্ষেত্রে শিশুরা এটাকে পড়াশোনা বলে মনে করে না। ফলে খেলতে খেলতেই স্কুলে ভর্তির প্রস্তুতি তৈরি হয়ে যায়।
আগামী বছরের শুরুতে অনেক শিশুই জীবনে প্রথমবারের মতো স্কুলে যাবে। তাদের আগেভাগেই কিছু শেখাতে চাইলে ফোনে নামাতে পারেন ‘এবিসি কিডস’ অ্যাপটি। এই অ্যাপ দেখেই ইংরেজি সব বর্ণ শিখতে পারবে আপনার ছোট্ট শিশুটি। অ্যাপের বর্ণগুলোর ওপর স্পর্শ করলেই সেগুলো রঙিন হয়ে যাবে। এতে করে শুধু বর্ণ নয়, রঙের সঙ্গেও পরিচয় হবে তাদের। বেগুনি, নীল, হলুদের মধ্যে পার্থক্য করতে শিখবে।
অ্যাপে বড় ও ছোট হাতের বর্ণগুলো টেনে টেনে মেলাতে হয়। ‘সি’ দিয়ে যে ‘কেক’ লেখা হয়, সেটাও এখানে শিখিয়ে দেওয়া হয়।
স্ক্রিনের মাঝে বিশাল আকারের একটি বর্ণ থাকে। সেই বর্ণ রং করলে দুই পাশে থাকা দুটি বিড়াল নেচে ওঠে। প্রতিটি ধাপ শেষে এখানে খেলনা ও স্টিকার পাবে শিশুরা।
৪০ মেগাবাইটের অ্যাপটি বেশ রঙিন। এতে কোনো বিজ্ঞাপন নেই।
বর্ণের পাশাপাশি শিশুদের ইংরেজি ছড়া শেখাতে চাইলে ইউটিউব চ্যানেল ‘কোকোমেলনে’ও ঢুঁ মারতে পারেন। সেখানে শিশুদের জন্য অনেক ধরনের অ্যানিমেশন ভিডিও আছে। কোকোমেলন চ্যানেলের অন্যতম জনপ্রিয় ভিডিও হলো এবিসি সং। এই ভিডিওতে বর্ণমালাগুলোকে নাচতে দেখা যায়। মানুষের মতো তাদেরও থাকে এক জোড়া চোখ ও চার হাত-পা। প্যাঁচার গায়েও এ, বি, সি, ডি দেখা যাবে।
ছড়া গানের তালে তালে যখন প্যাঁচাগুলো দুলবে, তখন শিশুরাও বেশ মজা পাবে।
এই একুশ শতকে কোনো এলাকায় মোটরগাড়ি চলে না, এটা বিশ্বাস করা যায়! অবিশ্বাস্য হলেও খোদ যুক্তরাষ্ট্রে এমন একটি দ্বীপ আছে, যেখানে মোটরগাড়ি নেই। নেই যুক্তরাষ্ট্রের আভিজাত্যের প্রতীক গলফ কোর্টও। কিন্তু সেই দ্বীপের বাসিন্দাদের সবার জন্য আছে একটি করে ঘোড়া। সেই সব ঘোড়ায় চলাফেরা করে তারা প্রজন্ম থেকে প্রজন্মে।
১৯ ঘণ্টা আগেসেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ক্ষেত্রে দুই সমস্যা খুবই সাধারণ। একটি হলো, খোসার সঙ্গে ডিমের সাদা অংশ লেগে থাকা; অন্যটি হলো, খোসা ছাড়ানোর পরও ডিমের ওপর পাতলা আবরণ লেগে থাকা। ইন্টারনেটে এসব সমস্যা সমাধানের নানা ‘হ্যাক’ বা কৌশল পাওয়া যায়। ডিমের খোসা ছাড়ানো কঠিন হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে।
১ দিন আগেঅফিসের পরিবেশ আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। অনেকে অফিসে যাওয়ার কথা ভাবতেই হতাশ হয়ে পড়েন। এর কারণ হয়তো খিটখিটে বস, অতিরিক্ত কাজের চাপ কিংবা সহকর্মীদের খারাপ ব্যবহার। এতে দেখা দিতে পারে মানসিক চাপ, ঘুমের সমস্যা, এমনকি বিষণ্নতাও।
১ দিন আগেআজ টুনা দিবস। বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং অর্থনীতিতে টুনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছরের ২ মে বিশ্ব টুনা দিবস পালিত হয়। টুনা মাছের প্রজননপ্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সেদিকে গুরুত্ব দিয়ে মাছ ধরাকে উৎসাহিত করতেই দিবসটি পালিত হয়।
২ দিন আগে