Ajker Patrika

৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি

শিক্ষা ডেস্ক
৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা
শেষ মুহূর্তের প্রস্তুতি

৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (সাধারণ) পদের প্রিলিমিনারি পরীক্ষা। ২০২২ সালভিত্তিক এ নিয়োগে মোট ১ হাজার ৫৯৭টি শূন্য পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে প্রাথমিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। এই পরীক্ষার জন্য শেষ সময়ে কোন কোন বিষয়ে চোখ বুলিয়ে যাবেন এবং পরীক্ষার আগে এবং পরীক্ষার হলের করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার নাজমুল ইসলাম

নম্বর বিভাজন

গত ২৯ মে ব্যাংকার সিলেকশন কমিটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নম্বর বিভাজন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২০, সাধারণ জ্ঞান ২০ এবং কম্পিউটার থেকে ১০টি এমসিকিউ প্রশ্নের প্রতিটা ১ নাম্বার করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। যেখানে প্রতিটা ভুল প্রশ্নের জন্য .২৫ নম্বর কাটা হবে।

বিষয়ভিত্তিক প্রস্তুতি

বাংলা: সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, ধ্বনি পরিবর্তন ইত্যাদি অধ্যায়গুলো শেষ সময়ে চোখ বুলিয়ে নিতে পারেন। পরীক্ষার হলে প্রশ্নপত্রে খেয়াল করবেন ‘কোনটি নয়’।

ইংরেজি: শেষ সময়ে Synonym, Antonyms, Analozy, Number, Gender এই অধ্যায়গুলোর বিগত পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিন। এ ক্ষেত্রে ‘Which is not, not similar, dissimilark’ উল্লেখিত প্রশ্নগুলো ভালো করে পড়ুন।

গণিত: গণিতের বিভিন্ন অধ্যায়ের সূত্রগুলো চোখ বুলিয়ে নিতে পারেন। বিশেষ করে ঘন জ্যামিতি, ত্রিকোণমিতির সূত্রগুলো। সময় ও কাজ, গতি, শতকরা, সুদকষা ইত্যাদি অধ্যায়গুলো থেকে পূর্বে দাগানো সব নিয়মের ১-২টা করে অঙ্ক দেখতে পারেন।

সাধারণ জ্ঞান: বিগত তিন বছরে হওয়া ব্যাংকের পরীক্ষার প্রশ্নের সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলি, বাজেট ও অর্থনৈতিক সমীক্ষাগুলোতে চোখ বুলিয়ে নিতে পারেন।

কম্পিউটার: বিগত ব্যাংক ও বিসিএস পরীক্ষার কম্পিউটার প্রশ্ন সমাধান।

পরীক্ষার হলে করণীয়

যথেষ্ট সময় নিয়ে পরীক্ষার হলে পৌঁছাবেন। দেরিতে পৌঁছালে উদ্বিগ্নতার কারণে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষা আশানুরূপ দেওয়া যায় না।

  • ওএমআরে সঠিকভাবে রোল এবং সেট কোড পূরণ করবেন। নেগেটিভ মার্কিং সম্পর্কে কী নির্দেশনা দেওয়া আছে ভালোভাবে খেয়াল রাখুন।
  • যে বিষয়ে আপনার দখল ভালো সে বিষয় দিয়ে শুরু করবেন। যেমন, আমি বরাবরই কম্পিউটার দিয়ে শুরু করতাম। যে প্রশ্নগুলো প্রথমবারে কনফিউশন তৈরি হয়, সেগুলো না দাগিয়ে পরের প্রশ্নে চলে যাবেন। শেষের দিকে বাকি থাকা প্রশ্নে চোখ বোলাবেন।
  • সম্ভাব্য উত্তর জানা থাকলে দাগাতে পারেন। খেয়াল রাখবেন, নেগেটিভ মার্ক যদি .৫০ হয় তবে অনুমানের ভিত্তিতে কোনো প্রশ্ন দাগাবেন না। চেষ্টা করবেন গণিত অংশ শেষে দাগানোর।

সব পরীক্ষার্থীর জন্য শুভকামনা। আগামী বছর এই সময়ে সবার নামের শেষে যুক্ত হোক অফিসার পদবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত