শিক্ষা ডেস্ক
গ্র্যাজুয়েশন শেষ করেই অনেকে ঝাঁপিয়ে পড়েন চাকরির প্রতিযোগিতায়। লিখিত পরীক্ষায় ভালো করার পরও দেখা যায়, অনেকে পিছিয়ে পড়ছেন ইন্টারভিউয়ে। অথচ চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, এখানেই একজন প্রার্থী নিজেকে বোঝানোর সুযোগ পান।
সরাসরি প্রতিযোগিতামূলক এই ধাপে সফল হতে হলে প্রয়োজন কৌশলী প্রস্তুতি এবং সঠিক দৃষ্টিভঙ্গি। হার্ভার্ডের ক্যারিয়ার কোচ কাইল এলিয়টের মতে, ইন্টারভিউ শুধু প্রশ্ন-উত্তরের খেলা নয়, বরং এটি একধরনের পারফরম্যান্স। তাঁর কিছু কৌশল নিয়ে থাকছে আজকের আলোচনা।
পদটি সম্পর্কে জানুন গভীরভাবে
ইন্টারভিউর শুরুতে বোঝা যায়, আপনি কতটা আগ্রহী এবং প্রস্তুত। তাই যে পদের জন্য আবেদন করেছেন, সেটির দায়িত্ব, প্রয়োজনীয় দক্ষতা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে ধারণা রাখুন।
আপনি নিজেই একটি তিন কলামের তালিকা বানিয়ে নিতে পারেন:
তৈরি করুন নিজের এলিভেটর পিচ
ইন্টারভিউর সময় একটি প্রশ্ন প্রায়ই আসে, ‘আমাদের একটু নিজের সম্পর্কে বলুন।’ এখানে অনেকে গড়গড় করে জীবনী পড়ে শোনান। অথচ এখানেই আপনাকে আলাদা হতে হবে। কাইল এলিয়ট বলছেন, এর জন্য দরকার একটি কার্যকর এলিভেটর পিচ।
এলিভেটর পিচ হলো এমন এক উপস্থাপন কৌশল, যেখানে মাত্র ৬০-৯০ সেকেন্ডের মধ্যে আপনি নিজের পরিচয়, অভিজ্ঞতা, লক্ষ্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরবেন রিক্রুটারের সামনে। এটি যেন আপনার একটি ব্র্যান্ড স্টেটমেন্ট। একটি কার্যকর এলিভেটর পিচে থাকবে—
একটি ছোট, অর্থবহ গল্প—যেটা দিয়ে আপনার যাত্রা শুরু হয়েছে
প্রশ্নের জন্য মানসিক প্রস্তুতি নিন
ইন্টারভিউ কেবল প্রতিষ্ঠান আপনার সম্পর্কে জানবে এমন জায়গা নয়, বরং আপনাকেও প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। আবার নিয়োগদাতা পক্ষ থেকেও কিছু ‘ভবিষ্যৎমূলক’ ও আত্মমূল্যায়নভিত্তিক প্রশ্ন করা হয়, যেগুলোর জন্য আলাদা করে প্রস্তুতি থাকা জরুরি।
সাধারণত যেসব প্রশ্ন আসতে পারে
এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় সততা ও আত্মবিশ্বাস বজায় রাখা গুরুত্বপূর্ণ। ভুলে গেলে চলবে না, শুধু সঠিক উত্তর নয়, আপনার দৃষ্টিভঙ্গি, অভিব্যক্তি এবং গলার টোনও নিয়োগদাতার ওপর প্রভাব ফেলে।
স্মার্ট প্রার্থীদের জন্য কিছু পরামর্শ
চাকরির ইন্টারভিউ মানেই ভয় পাওয়ার বিষয় নয়; বরং এটি নিজের সামর্থ্য প্রমাণ করার অন্যতম বড় সুযোগ। কিছুটা প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব থাকলেই ইন্টারভিউর মঞ্চ হয়ে উঠতে পারে আপনার স্বপ্নের চাকরিতে পা রাখার সিঁড়ি।
সূত্র: ফোর্বস
গ্র্যাজুয়েশন শেষ করেই অনেকে ঝাঁপিয়ে পড়েন চাকরির প্রতিযোগিতায়। লিখিত পরীক্ষায় ভালো করার পরও দেখা যায়, অনেকে পিছিয়ে পড়ছেন ইন্টারভিউয়ে। অথচ চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, এখানেই একজন প্রার্থী নিজেকে বোঝানোর সুযোগ পান।
সরাসরি প্রতিযোগিতামূলক এই ধাপে সফল হতে হলে প্রয়োজন কৌশলী প্রস্তুতি এবং সঠিক দৃষ্টিভঙ্গি। হার্ভার্ডের ক্যারিয়ার কোচ কাইল এলিয়টের মতে, ইন্টারভিউ শুধু প্রশ্ন-উত্তরের খেলা নয়, বরং এটি একধরনের পারফরম্যান্স। তাঁর কিছু কৌশল নিয়ে থাকছে আজকের আলোচনা।
পদটি সম্পর্কে জানুন গভীরভাবে
ইন্টারভিউর শুরুতে বোঝা যায়, আপনি কতটা আগ্রহী এবং প্রস্তুত। তাই যে পদের জন্য আবেদন করেছেন, সেটির দায়িত্ব, প্রয়োজনীয় দক্ষতা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে ধারণা রাখুন।
আপনি নিজেই একটি তিন কলামের তালিকা বানিয়ে নিতে পারেন:
তৈরি করুন নিজের এলিভেটর পিচ
ইন্টারভিউর সময় একটি প্রশ্ন প্রায়ই আসে, ‘আমাদের একটু নিজের সম্পর্কে বলুন।’ এখানে অনেকে গড়গড় করে জীবনী পড়ে শোনান। অথচ এখানেই আপনাকে আলাদা হতে হবে। কাইল এলিয়ট বলছেন, এর জন্য দরকার একটি কার্যকর এলিভেটর পিচ।
এলিভেটর পিচ হলো এমন এক উপস্থাপন কৌশল, যেখানে মাত্র ৬০-৯০ সেকেন্ডের মধ্যে আপনি নিজের পরিচয়, অভিজ্ঞতা, লক্ষ্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরবেন রিক্রুটারের সামনে। এটি যেন আপনার একটি ব্র্যান্ড স্টেটমেন্ট। একটি কার্যকর এলিভেটর পিচে থাকবে—
একটি ছোট, অর্থবহ গল্প—যেটা দিয়ে আপনার যাত্রা শুরু হয়েছে
প্রশ্নের জন্য মানসিক প্রস্তুতি নিন
ইন্টারভিউ কেবল প্রতিষ্ঠান আপনার সম্পর্কে জানবে এমন জায়গা নয়, বরং আপনাকেও প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। আবার নিয়োগদাতা পক্ষ থেকেও কিছু ‘ভবিষ্যৎমূলক’ ও আত্মমূল্যায়নভিত্তিক প্রশ্ন করা হয়, যেগুলোর জন্য আলাদা করে প্রস্তুতি থাকা জরুরি।
সাধারণত যেসব প্রশ্ন আসতে পারে
এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় সততা ও আত্মবিশ্বাস বজায় রাখা গুরুত্বপূর্ণ। ভুলে গেলে চলবে না, শুধু সঠিক উত্তর নয়, আপনার দৃষ্টিভঙ্গি, অভিব্যক্তি এবং গলার টোনও নিয়োগদাতার ওপর প্রভাব ফেলে।
স্মার্ট প্রার্থীদের জন্য কিছু পরামর্শ
চাকরির ইন্টারভিউ মানেই ভয় পাওয়ার বিষয় নয়; বরং এটি নিজের সামর্থ্য প্রমাণ করার অন্যতম বড় সুযোগ। কিছুটা প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব থাকলেই ইন্টারভিউর মঞ্চ হয়ে উঠতে পারে আপনার স্বপ্নের চাকরিতে পা রাখার সিঁড়ি।
সূত্র: ফোর্বস
বর্তমানে কর্মক্ষেত্রে যোগাযোগ শুধু দক্ষতা নয়, এটি একধরনের শক্তি। আপনি হয়তো একটি টিম পরিচালনা করছেন, পণ্যের উপস্থাপনা করছেন কিংবা চাকরির ভাইভা দিচ্ছেন। যেটাই করুন না কেন, সেখানে আপনার কথা বলার ধরন গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগেইউএস-বাংলা এয়ারলাইনসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেসরকারি বিমান সংস্থাটির ১টি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শরীয়াহভিত্তিক ব্যাংকটির একটি পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগেজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও। প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩১ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে