Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -০১

গাজী মিজানুর রহমান
আপডেট : ১৯ মে ২০২২, ১৬: ১৫
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -০১

১। যে নারীর স্বামী ও পুত্র মৃত তাকে এককথায় বলে—

ক) কুমারী খ) অবীরা

গ) দ্বিপুত্রিকা ঘ) ঊঢ়া

২। যে নারী সুন্দরী, তাকে কী বলে?

ক) ফরসা খ) সুন্দর

গ) রামা ঘ) সাগরিকা

৩। যিনি বক্তৃতাদানে পটু তাকে বলে—

ক) বাকপটু খ) বাগ্মী

গ) সুবক্তা ঘ) অনলবর্ষী

৪। মৃতের মতো অবস্থা যার, তাকে এককথায় কী বলে?

ক) মুমূর্ষু খ) অজ

গ) অনুজ ঘ) জীবিত

৫। যা অস্ত যাচ্ছে, তাকে কী বলে?

ক) উদীয়মান খ) অস্তায়মান

গ) ডুবন্ত ঘ) উদিত

৬। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি?

ক) সাধু খ) চলতি

গ) মিশ্র ঘ) আঞ্চলিক

৭। ‘অদ্য’ কোন ভাষারীতির উদাহরণ?

ক) সাধু খ) চলতি

গ) প্রাকৃত ঘ) কোল

৮। ‘জুতো’ শব্দটি কোন ভাষারীতির?

ক) সাধু খ) কোল

গ) মিশ্র ঘ) চলতি

৯। বাংলা ভাষারীতির কয়টি রূপ?

ক) ২ খ) ৫

গ) ৩ ঘ) ৪

১০। ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে কী বলে?

ক) unit খ) symbol

গ) phonology

ঘ) syntax

১১। ‘মাঠে ধান ফলেছে’ বাক্যে ‘মাঠে’ কোন কারক?

ক) ভাবাধিকরণ

খ) বিষায়াধিকরণ

গ) কালাধিকরণ

ঘ) স্থানাধিকরণ

১২। ‘টাকায় কী না হয়’ বাক্যে ‘টাকায়’ কোন কারক?

ক) করণ কারক

খ) অধিকরণ কারক

গ) অপাদান কারক

ঘ) বিভক্তি

১৩। ‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি’—বাক্যে ‘তোমার’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে সপ্তমী

খ) সম্প্রদানে ষষ্ঠী

গ) অপাদানে পঞ্চমী

ঘ) করণে তৃতীয়া

১৪। ‘ছাত্ররা ক্রিকেট খেলে’ এখানে ‘ক্রিকেট’ কোন কারক?

ক) করণ কারক

খ) কর্ম কারক

গ) অধিকরণ কারক

ঘ) সম্প্রদান

১৫। ‘বেলা যে পড়ে এল জলকে চল’। এখানে ‘জলকে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) নিমিত্তার্থে চতুর্থী

খ) কর্ম গ) করণকারক

ঘ) অধিকরণ

১৬। ‘অর্ধচন্দ্র’-এর অর্থ...

ক) অমাবস্যা খ) গলাধাক্কা

গ) কাস্তে ঘ) মূর্খ

১৭। ‘শিকায় ওঠা’ বাগধারা কোনটি?

ক) মরা খ) স্থগিত

গ) লাজুক ঘ) নির্লজ্জ

১৮। ‘চিনির পুতুল’ অর্থ কী?

ক) শ্রমকাতুর খ) শ্রমহীন গ) অস্থির

ঘ) কোনটাই নয়

১৯। ‘কেউ কেটা’ বাগধারা দ্বারা বোঝায় কোনটি?

ক) অতি র্নিমম খ) সামান্য

গ) বেশি ঘ) জঘন্য

২০। ‘তুলাধুনা করা’ বাগধারা কোনটি?

ক) দুর্দশাগ্রস্ত খ) ভণ্ড

গ) স্বস্তি ঘ) কোনোটাই নয়

উত্তরপত্র-১: ১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ক।

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট (০২-৫১) পর্যন্ত - এখানে ক্লিক করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক—সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত