Ajker Patrika

মাউশির নিয়োগ পরীক্ষা অবশেষে বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাউশির নিয়োগ পরীক্ষা অবশেষে বাতিল

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। বৃহস্পতিবার রাতে মাউশির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) বাতিল করা হলো। 

গত ১৩ মে বিকেলে রাজধানীর ৬১টি কেন্দ্রে এই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫১৩টি পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৩ হাজার। এক ঘণ্টার এই পরীক্ষার এমসিকিউ পদ্ধতিতে ৭০টি প্রশ্নের সবকটি ফাঁস হওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে সুমন জোয়াদ্দার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর প্রবেশপত্রের পেছনে ৭০ নম্বরের উত্তর লেখা পাওয়া যায় ৷ এরপর থেকেই প্রার্থীরা এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। এর প্রায় এক সপ্তাহ পর মাউশি পরীক্ষা বাতিল করল। প্রশ্নফাঁসের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মাউশির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৬টি পদে ৪ হাজার হাজার ৩২ কর্মচারী নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে পাঁচটি ধাপে পরীক্ষা হয়েছে। এই নিয়োগের ষষ্ঠ ও শেষ ধাপের পরীক্ষা আগামী ৩ জুন নেওয়ার কথা আছে। ‘হিসাব সহকারী’ পদে ১০৬ জন নিয়োগ করা হবে। এই পদে প্রায় ৭৩ হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত