ইজাজুল হক
ছাত্র–জনতার আন্দোলনের পর দেশের আপামর জনতার একটাই স্বপ্ন—ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়া। ক্যালিগ্রাফার মোল্লা মুহাম্মদ হানিফের স্বপ্নও তা–ই। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে বহুধাবিভক্ত মুসলমান জাতির ঐক্যও তাঁর আরাধ্য বিষয়। বিশেষ করে নির্যাতিত ফিলিস্তিনিদের মুক্তির আওয়াজ তোলা তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। স্বাধীনতার পর থেকে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে মুক্তিকামী ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তাঁদের প্রতি সংহতি জানানো বাঙালি মুসলমানের চেতনারই অংশ মনে করেন হানিফ। তাই মহাসড়কের পাশে বিশাল জায়গাজুড়ে আরবি হরফের শৈল্পিক বুননে বিশাল ক্যালিগ্রাফি তৈরির মাধ্যমে এসব বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন হানিফ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালের দেয়ালে উৎকীর্ণ এই দীর্ঘ শিল্পকর্ম যেকোনো পথচারীর দৃষ্টি কাড়ার মতো। ডান দিক থেকে আরবি ‘আল-কুওয়াতু ফিল-ওয়াহদাহ’ তথা ‘একতাই বল’ বাক্যটি দিয়ে ক্যালিগ্রাফির সূচনা। মূল অংশে রয়েছে একটি হাত আরেকটি হাতকে ওপরে টেনে তুলছে, যা একই সঙ্গে ঐক্য ও সংহতির বার্তা প্রকাশ করে। হাত দুটির চারপাশে পুনরাবৃত্তিসহ আরবিতে লেখা আছে ‘ইনকিলাব, ইত্তিহাদ, ইন্তিফাদা’ তথা ‘বিপ্লব, ঐক্য, প্রতিরোধ’। এরপর আরব থেকে চীন বা হিন্দুস্তানের মুসলমানদের ঐক্যের ডাকসংবলিত বার্তা। মাঝখানে রয়েছে ফিলিস্তিন ও বাংলাদেশের দুটি পতাকা, যা ফিলিস্তিনের প্রতি বিশেষ সংহতির বার্তা প্রকাশ করছে।
ক্যালিগ্রাফিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বেশ প্রশংসা কুড়ায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এটি নিয়ে ভিডিও প্রতিবেদনও তৈরি করে। এ বিষয়ে জানতে চাইলে মোল্লা মোহাম্মদ হানিফ বলেন, ‘ভীষণ ভালো লাগছে, মানুষ আমাদের কাজ পছন্দ করছে। বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের প্রতি আমাদের যে ভালোবাসা, তা এই কাজের মাধ্যমে তুলে ধরতে সক্ষম হয়েছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!’
হানিফের সঙ্গে এই দেয়াললিখনে আরও যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা হলেন আনাস খান, উসাইদ মুহাম্মদ, সিয়াম খান, রাসিফ হক, মুহাম্মদ রায়হানুল ইসলাম, মুনতাসির মুজাহিদ, মুহাম্মদ আবদুল্লাহ ভুঁইয়া, যুবায়ের আহমদ, রাকিবুল ইসলাম হাম্মাদ, সাকিব আল হাসান ও আবদুল্লাহ তামিম। ক্যালিগ্রাফার হানিফ ২০২২ সালে ঢাকার যাত্রাবাড়ী বড় মাদ্রাসা থেকে পড়াশোনা সমাপ্ত করেন। শখের বশে শুরু করলেও এখন তিনি ক্যালিগ্রাফি করে আয়-রোজগার করেন।
হানিফের পছন্দের ক্যালিগ্রাফিশৈলী প্রথাভাঙা মুক্তহস্ত ধারাটি। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় এটি। বিশ্বজুড়ে স্বীকৃত ফরাসি ক্যালিগ্রাফার এল সাইদ এ ক্ষেত্রে পথিকৃতের ভূমিকায় রয়েছেন। বিশাল জায়গাজুড়ে ক্যালিগ্রাফি করার ক্ষেত্রেও এল সাইদকেই অনুপ্রেরণা মনে করেন হানিফ। হানিফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ক্যালিগ্রাফার তোয়াসিন আরাফাত তোয়াহার সৌজন্যে প্রথম এল সাইদ সম্পর্কে জানতে পারি। এ ছাড়া আমার ক্যালিগ্রাফি শিক্ষক মাহবুব মুর্শিদের প্রতি আমি কৃতজ্ঞ।’
ক্যালিগ্রাফির শিক্ষক মাহবুব মুর্শিদ এ প্রসঙ্গে বলেন, ‘মুক্তহস্তের ক্যালিগ্রাফি বর্তমানে বিশ্বব্যাপী সমাদৃত। আমি অনেক শিক্ষার্থীকেই ক্যালিগ্রাফির প্রশিক্ষণ দিয়েছি। তাদের মধ্যে মোল্লা মুহাম্মদ হানিফ নিজ প্রতিভায় উজ্জ্বল। তার নেতৃত্বে বাংলাদেশের বৃহত্তম ক্যালিগ্রাফিতি হয়েছে জেনে ভীষণ ভালো লাগছে। আমি খুবই আনন্দিত ও গর্বিত। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
এই ক্যালিগ্রাফি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, ‘এতে কী লেখা হয়েছে জানি না, তবে মধ্যখানের ওই দুটি হাত যে সংহতির বার্তা দিচ্ছে তা স্পষ্ট। আরবি হরফ, ফিলিস্তিনের পতাকা—বোঝাই তো যাচ্ছে, ঐক্য ও সংহতির কথাই বলছে।’
ছাত্র–জনতার আন্দোলনের পর দেশের আপামর জনতার একটাই স্বপ্ন—ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়া। ক্যালিগ্রাফার মোল্লা মুহাম্মদ হানিফের স্বপ্নও তা–ই। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে বহুধাবিভক্ত মুসলমান জাতির ঐক্যও তাঁর আরাধ্য বিষয়। বিশেষ করে নির্যাতিত ফিলিস্তিনিদের মুক্তির আওয়াজ তোলা তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। স্বাধীনতার পর থেকে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে মুক্তিকামী ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তাঁদের প্রতি সংহতি জানানো বাঙালি মুসলমানের চেতনারই অংশ মনে করেন হানিফ। তাই মহাসড়কের পাশে বিশাল জায়গাজুড়ে আরবি হরফের শৈল্পিক বুননে বিশাল ক্যালিগ্রাফি তৈরির মাধ্যমে এসব বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন হানিফ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালের দেয়ালে উৎকীর্ণ এই দীর্ঘ শিল্পকর্ম যেকোনো পথচারীর দৃষ্টি কাড়ার মতো। ডান দিক থেকে আরবি ‘আল-কুওয়াতু ফিল-ওয়াহদাহ’ তথা ‘একতাই বল’ বাক্যটি দিয়ে ক্যালিগ্রাফির সূচনা। মূল অংশে রয়েছে একটি হাত আরেকটি হাতকে ওপরে টেনে তুলছে, যা একই সঙ্গে ঐক্য ও সংহতির বার্তা প্রকাশ করে। হাত দুটির চারপাশে পুনরাবৃত্তিসহ আরবিতে লেখা আছে ‘ইনকিলাব, ইত্তিহাদ, ইন্তিফাদা’ তথা ‘বিপ্লব, ঐক্য, প্রতিরোধ’। এরপর আরব থেকে চীন বা হিন্দুস্তানের মুসলমানদের ঐক্যের ডাকসংবলিত বার্তা। মাঝখানে রয়েছে ফিলিস্তিন ও বাংলাদেশের দুটি পতাকা, যা ফিলিস্তিনের প্রতি বিশেষ সংহতির বার্তা প্রকাশ করছে।
ক্যালিগ্রাফিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বেশ প্রশংসা কুড়ায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এটি নিয়ে ভিডিও প্রতিবেদনও তৈরি করে। এ বিষয়ে জানতে চাইলে মোল্লা মোহাম্মদ হানিফ বলেন, ‘ভীষণ ভালো লাগছে, মানুষ আমাদের কাজ পছন্দ করছে। বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের প্রতি আমাদের যে ভালোবাসা, তা এই কাজের মাধ্যমে তুলে ধরতে সক্ষম হয়েছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!’
হানিফের সঙ্গে এই দেয়াললিখনে আরও যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা হলেন আনাস খান, উসাইদ মুহাম্মদ, সিয়াম খান, রাসিফ হক, মুহাম্মদ রায়হানুল ইসলাম, মুনতাসির মুজাহিদ, মুহাম্মদ আবদুল্লাহ ভুঁইয়া, যুবায়ের আহমদ, রাকিবুল ইসলাম হাম্মাদ, সাকিব আল হাসান ও আবদুল্লাহ তামিম। ক্যালিগ্রাফার হানিফ ২০২২ সালে ঢাকার যাত্রাবাড়ী বড় মাদ্রাসা থেকে পড়াশোনা সমাপ্ত করেন। শখের বশে শুরু করলেও এখন তিনি ক্যালিগ্রাফি করে আয়-রোজগার করেন।
হানিফের পছন্দের ক্যালিগ্রাফিশৈলী প্রথাভাঙা মুক্তহস্ত ধারাটি। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় এটি। বিশ্বজুড়ে স্বীকৃত ফরাসি ক্যালিগ্রাফার এল সাইদ এ ক্ষেত্রে পথিকৃতের ভূমিকায় রয়েছেন। বিশাল জায়গাজুড়ে ক্যালিগ্রাফি করার ক্ষেত্রেও এল সাইদকেই অনুপ্রেরণা মনে করেন হানিফ। হানিফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ক্যালিগ্রাফার তোয়াসিন আরাফাত তোয়াহার সৌজন্যে প্রথম এল সাইদ সম্পর্কে জানতে পারি। এ ছাড়া আমার ক্যালিগ্রাফি শিক্ষক মাহবুব মুর্শিদের প্রতি আমি কৃতজ্ঞ।’
ক্যালিগ্রাফির শিক্ষক মাহবুব মুর্শিদ এ প্রসঙ্গে বলেন, ‘মুক্তহস্তের ক্যালিগ্রাফি বর্তমানে বিশ্বব্যাপী সমাদৃত। আমি অনেক শিক্ষার্থীকেই ক্যালিগ্রাফির প্রশিক্ষণ দিয়েছি। তাদের মধ্যে মোল্লা মুহাম্মদ হানিফ নিজ প্রতিভায় উজ্জ্বল। তার নেতৃত্বে বাংলাদেশের বৃহত্তম ক্যালিগ্রাফিতি হয়েছে জেনে ভীষণ ভালো লাগছে। আমি খুবই আনন্দিত ও গর্বিত। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
এই ক্যালিগ্রাফি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, ‘এতে কী লেখা হয়েছে জানি না, তবে মধ্যখানের ওই দুটি হাত যে সংহতির বার্তা দিচ্ছে তা স্পষ্ট। আরবি হরফ, ফিলিস্তিনের পতাকা—বোঝাই তো যাচ্ছে, ঐক্য ও সংহতির কথাই বলছে।’
ইসলামি ইতিহাসে জুমার দিনকে বলা হয় ‘সপ্তাহের শ্রেষ্ঠ দিন’। হাদিসে এসেছে, এ দিনেই হজরত আদম (আ.) সৃষ্টি হয়েছিলেন, এ দিনেই জান্নাতে প্রবেশ করেছিলেন এবং এ দিনেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আবার কিয়ামতও সংঘটিত হবে জুমার দিনেই। তাই এ দিনের মাহাত্ম্য কেবল ইবাদতকেন্দ্রিক নয়, বরং মানবজাতির সৃষ্টিজীবনের এক...
৬ ঘণ্টা আগেপ্রকৃতি ও পরিবেশ মহান আল্লাহর অপার দান। মাটি, পানি, গাছপালা, পশুপাখি, পোকামাকড়—সৃষ্টিকুলের প্রতিটি উপাদানই নিজস্ব কর্মের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলছে। এই সুশৃঙ্খল সহাবস্থান মহান রাব্বুল আলামিনের এক অসাধারণ শিল্পকর্ম। আল্লাহর সৃষ্টিতে রয়েছে কত জ্ঞান ও শিক্ষা, যা আমরা অনেক সময় দেখেও দেখি ন
৮ ঘণ্টা আগেএকটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এই ব্যাধি কেবল অর্থনৈতিক ক্ষতিই বয়ে আনে না, বরং একটি রাষ্ট্রের নৈতিক কাঠামোকেও ভেতর থেকে ভেঙে দেয়। ইসলাম এমন এক পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সর্বস্তরে ন্যায়ের চর্চা এবং দুর্নীতি প্রতিরোধে সুনির্দিষ্ট নির্দেশনা
৮ ঘণ্টা আগেদামেস্কের বুকে শায়খ মুহিউদ্দিন মহল্লায়, ইয়াজিদ নদীর শান্ত ধারার পাশে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক নিদর্শন—শায়খ মুহিউদ্দিন ইবনুল আরাবি জামে মসজিদ। এর প্রতিটি ইট-পাথরে মিশে আছে শত শত বছরের ইতিহাস, আধ্যাত্মিকতা আর শিল্পের নৈপুণ্য।
৮ ঘণ্টা আগে