ইসলাম ডেস্ক
নানা রহস্যে পৃথিবীকে মুড়িয়ে রেখেছেন মহান প্রভু। সৃষ্টির শুরু থেকে কত ঘটনার সাক্ষী ছোট্ট এই গ্রহ! কোনো জাতিকে আল্লাহ নিয়ামতে ভরিয়ে দিয়েছেন, কাউকে আবার নিজেদের অপকর্মের কারণে আজাবে নিপতিত করেছেন। পৃথিবীর নানা প্রান্তের নানা অঞ্চলে এসব ঘটনার ছাপ রয়ে গেছে এখনো। এসব বিষয় নিয়ে কোথাও তৈরি হয়েছে বিশাল জাদুঘর। কোথাও-বা এলাকাটাকেই সংরক্ষিত করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। বিশ্বাসী বান্দারা এসব দেখে নিজেদের ইমান মজবুত করে। আল্লাহর অনুগ্রহ চায় মোনাজাতে।
এসব নিদর্শন দেখার জন্য ভ্রমণ করার প্রতি ইসলাম গুরুত্বারোপ করেছেন। কেননা ঐতিহাসিক ওই সব এলাকা, জাদুঘর সংরক্ষিত স্থান দেখলে স্রষ্টার সৃষ্টির রহস্য জানতে সাহায্য করে, ইমান বাড়ে, জ্ঞান সমৃদ্ধ হয়। আল্লাহর নিয়ামত পেয়ে ধন্য জাতির ইতিহাস জানলে মন প্রফুল্ল হয়, আত্মবিশ্বাস বাড়ে।
পবিত্র কোরআনের বেশ কয়েক জায়গায় ভ্রমণের প্রতি উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখত, তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। তারা তো শক্তিতে ছিল এদের চেয়েও শক্তিশালী। আসমান ও জমিনের কোনো কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না। তিনি সর্বজ্ঞাতা, সকল শক্তির অধিকারী। (সুরা ফাতির: ৪৪)। অন্য আয়াতে এসেছে, ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। লক্ষ করো কীভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি, আল্লাহ সকল বিষয়ের ওপর ক্ষমতাবান। (সুরা আনকাবুত: ২০)
এসব আয়াতের দিকে লক্ষ করলে বোঝা যায়, ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য ভ্রমণ করা ইবাদত। প্রতিটি ইবাদতের ক্ষেত্রেই মহানবী (সা.) আমাদের আদর্শ। তাই ভ্রমণের ক্ষেত্র নবীজি (সা.) কীভাবে ভ্রমণ করতেন, তা অনুসরণ করতে হবে। সফরে বের হওয়ার সময় আল্লাহর রাসুল (সা.) বলতেন, ‘আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর ওপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই।’ (জামে তিরমিজি)
সফরের বিষয়ে তিনি নির্দেশনা দেন, ‘যখন একসঙ্গে তিনজন ভ্রমণে বের হবে, তখন একজনকে নেতা নিযুক্ত করবে।’ (সুনানে আবু দাউদ)
নানা রহস্যে পৃথিবীকে মুড়িয়ে রেখেছেন মহান প্রভু। সৃষ্টির শুরু থেকে কত ঘটনার সাক্ষী ছোট্ট এই গ্রহ! কোনো জাতিকে আল্লাহ নিয়ামতে ভরিয়ে দিয়েছেন, কাউকে আবার নিজেদের অপকর্মের কারণে আজাবে নিপতিত করেছেন। পৃথিবীর নানা প্রান্তের নানা অঞ্চলে এসব ঘটনার ছাপ রয়ে গেছে এখনো। এসব বিষয় নিয়ে কোথাও তৈরি হয়েছে বিশাল জাদুঘর। কোথাও-বা এলাকাটাকেই সংরক্ষিত করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। বিশ্বাসী বান্দারা এসব দেখে নিজেদের ইমান মজবুত করে। আল্লাহর অনুগ্রহ চায় মোনাজাতে।
এসব নিদর্শন দেখার জন্য ভ্রমণ করার প্রতি ইসলাম গুরুত্বারোপ করেছেন। কেননা ঐতিহাসিক ওই সব এলাকা, জাদুঘর সংরক্ষিত স্থান দেখলে স্রষ্টার সৃষ্টির রহস্য জানতে সাহায্য করে, ইমান বাড়ে, জ্ঞান সমৃদ্ধ হয়। আল্লাহর নিয়ামত পেয়ে ধন্য জাতির ইতিহাস জানলে মন প্রফুল্ল হয়, আত্মবিশ্বাস বাড়ে।
পবিত্র কোরআনের বেশ কয়েক জায়গায় ভ্রমণের প্রতি উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখত, তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। তারা তো শক্তিতে ছিল এদের চেয়েও শক্তিশালী। আসমান ও জমিনের কোনো কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না। তিনি সর্বজ্ঞাতা, সকল শক্তির অধিকারী। (সুরা ফাতির: ৪৪)। অন্য আয়াতে এসেছে, ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। লক্ষ করো কীভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি, আল্লাহ সকল বিষয়ের ওপর ক্ষমতাবান। (সুরা আনকাবুত: ২০)
এসব আয়াতের দিকে লক্ষ করলে বোঝা যায়, ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য ভ্রমণ করা ইবাদত। প্রতিটি ইবাদতের ক্ষেত্রেই মহানবী (সা.) আমাদের আদর্শ। তাই ভ্রমণের ক্ষেত্র নবীজি (সা.) কীভাবে ভ্রমণ করতেন, তা অনুসরণ করতে হবে। সফরে বের হওয়ার সময় আল্লাহর রাসুল (সা.) বলতেন, ‘আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর ওপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই।’ (জামে তিরমিজি)
সফরের বিষয়ে তিনি নির্দেশনা দেন, ‘যখন একসঙ্গে তিনজন ভ্রমণে বের হবে, তখন একজনকে নেতা নিযুক্ত করবে।’ (সুনানে আবু দাউদ)
মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক অনন্য উপহার পবিত্র কোরআন। এটি নিছক কোনো গ্রন্থ নয়—হিদায়াত, রহমত ও জ্ঞানের এক অফুরন্ত ভান্ডার। এই মহাগ্রন্থ মানবজাতির জন্য পথপ্রদর্শক, মানুষকে পথভ্রষ্টের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এটি রোগাক্রান্ত হৃদয়ের এক মহৌষধ, মানুষকে সঠিক পথের দিশা দেয়। এটি মুমিনের
১১ ঘণ্টা আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১৮ ঘণ্টা আগেআল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন—এর মানে এই নয়, আল্লাহ পাক আপনাকে সম্পদের অপচয় করার অধিকার দিয়েছেন। বরং এই যে সম্পদ, যা নিয়ে মানুষের অহংকারের শেষ নেই—এই সম্পদ কাল কিয়ামতের দিন বিপদের কারণ হয়ে উঠতে পারে। কারণ, আল্লাহ পাক সম্পদের হিসাব চাইবেন।
১ দিন আগেপবিত্র কোরআন—যে গ্রন্থের আলোয় আলোকিত হয়ে ওঠে মুমিন হৃদয়। দিশেহারা মানুষ পায় সঠিক পথের দিশা। এ গ্রন্থে রয়েছে উপদেশ গ্রহণে আগ্রহীদের জন্য অনন্য উপদেশ। আর যারা মুখ ফিরিয়ে নেয় কোরআন থেকে, তাদের জন্য এতে বর্ণিত হয়েছে সতর্কবার্তা।
১ দিন আগে