ইসলাম ডেস্ক
আমাদের জীবনে গুনাহ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক উপায় হলো ইস্তিগফার—আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রতিটি মুসলমানের উচিত, জীবনের প্রতিটি মুহূর্তে ইস্তিগফারের আমল করাটা যেন এক প্রাকৃতিক অভ্যাস হয়ে ওঠে। রাসুলুল্লাহ (সা.) নিজেও নিয়মিত এই আমলটি পালন করতেন।
নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে মুক্তি দেবেন, সব দুশ্চিন্তা দূর করবেন, এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিক দান করবেন।’ (সুনানে নাসায়ি: ৩৮১৯)
হাদিসের বাণী আমাদের শেখায় যে, ইস্তিগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বরং দুনিয়া ও আখিরাতে অনেক বরকতও অর্জন হয়। এক কথায়, ইস্তিগফার একটি এমন সুদৃঢ় আমল যা একজন মুসলমানের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি বয়ে আনে।
ইস্তিগফারের ফজিলত
ইস্তিগফারের মাধ্যমে জীবনের অনেক ফজিলত লাভ হয়—
ইস্তিগফার কী, কীভাবে করতে হয়
আল্লাহর নিকট গুনাহ বা পাপের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার সংকল্প করার নামই হলে ইস্তিগফার। এটা যেকোনো ভাষাতেই করা যায়। মনে মনে ইস্তিগফার করলেও আল্লাহ তা শোনেন, জানেন এবং কবুল করেন।
এ ক্ষেত্রে পবিত্র কোরআনে উল্লেখিত কিছু বাক্যের মাধ্যমেও ইস্তিগফার করা যায়। যেমন—
এক. ‘আস্তাগফিরুল্লাহ।’ অর্থ: ‘আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।’
দুই. ‘রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া, ইন্নাকা আংতাত্ তাওয়াবুর রাহিম’ অর্থ: ‘হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু।
প্রতিদিন বেশি বেশি ইস্তিগফার করা সুন্নত এবং আত্মশুদ্ধির অন্যতম পথ। নবীজি (সা.) নিজেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন।
একজন মুমিন হিসেবে আমাদের উচিত আল্লাহর কাছে নিয়মিত ইস্তিগফার করা, যেন আমরা তাঁর ক্ষমা লাভ করি এবং আমাদের জীবনে সুখ, শান্তি, রিজিকের বরকত এবং আখিরাতে জান্নাতের পথ প্রশস্ত হয়। যখনই আমরা ভুল করি, আল্লাহ তাআলার দরবারে ফিরে আসা আমাদের জন্য পরিত্রাণের একমাত্র উপায়।
ইস্তিগফার আমাদের গুনাহ থেকে মুক্তি ও আল্লাহর রহমত অর্জনের সেরা উপায়। আমরা যেন এই মহান আমলটি নিজেদের জীবনে প্রতিদিনের অভ্যাসে পরিণত করি এবং আল্লাহ তাআলার অশেষ রহমত ও ক্ষমা লাভ করি।
আমাদের জীবনে গুনাহ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক উপায় হলো ইস্তিগফার—আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রতিটি মুসলমানের উচিত, জীবনের প্রতিটি মুহূর্তে ইস্তিগফারের আমল করাটা যেন এক প্রাকৃতিক অভ্যাস হয়ে ওঠে। রাসুলুল্লাহ (সা.) নিজেও নিয়মিত এই আমলটি পালন করতেন।
নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে মুক্তি দেবেন, সব দুশ্চিন্তা দূর করবেন, এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিক দান করবেন।’ (সুনানে নাসায়ি: ৩৮১৯)
হাদিসের বাণী আমাদের শেখায় যে, ইস্তিগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বরং দুনিয়া ও আখিরাতে অনেক বরকতও অর্জন হয়। এক কথায়, ইস্তিগফার একটি এমন সুদৃঢ় আমল যা একজন মুসলমানের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি বয়ে আনে।
ইস্তিগফারের ফজিলত
ইস্তিগফারের মাধ্যমে জীবনের অনেক ফজিলত লাভ হয়—
ইস্তিগফার কী, কীভাবে করতে হয়
আল্লাহর নিকট গুনাহ বা পাপের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার সংকল্প করার নামই হলে ইস্তিগফার। এটা যেকোনো ভাষাতেই করা যায়। মনে মনে ইস্তিগফার করলেও আল্লাহ তা শোনেন, জানেন এবং কবুল করেন।
এ ক্ষেত্রে পবিত্র কোরআনে উল্লেখিত কিছু বাক্যের মাধ্যমেও ইস্তিগফার করা যায়। যেমন—
এক. ‘আস্তাগফিরুল্লাহ।’ অর্থ: ‘আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।’
দুই. ‘রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া, ইন্নাকা আংতাত্ তাওয়াবুর রাহিম’ অর্থ: ‘হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু।
প্রতিদিন বেশি বেশি ইস্তিগফার করা সুন্নত এবং আত্মশুদ্ধির অন্যতম পথ। নবীজি (সা.) নিজেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন।
একজন মুমিন হিসেবে আমাদের উচিত আল্লাহর কাছে নিয়মিত ইস্তিগফার করা, যেন আমরা তাঁর ক্ষমা লাভ করি এবং আমাদের জীবনে সুখ, শান্তি, রিজিকের বরকত এবং আখিরাতে জান্নাতের পথ প্রশস্ত হয়। যখনই আমরা ভুল করি, আল্লাহ তাআলার দরবারে ফিরে আসা আমাদের জন্য পরিত্রাণের একমাত্র উপায়।
ইস্তিগফার আমাদের গুনাহ থেকে মুক্তি ও আল্লাহর রহমত অর্জনের সেরা উপায়। আমরা যেন এই মহান আমলটি নিজেদের জীবনে প্রতিদিনের অভ্যাসে পরিণত করি এবং আল্লাহ তাআলার অশেষ রহমত ও ক্ষমা লাভ করি।
পবিত্র কোরআন—যে গ্রন্থের আলোয় আলোকিত হয়ে ওঠে মুমিন হৃদয়। দিশেহারা মানুষ পায় সঠিক পথের দিশা। এ গ্রন্থে রয়েছে উপদেশ গ্রহণে আগ্রহীদের জন্য অনন্য উপদেশ। আর যারা মুখ ফিরিয়ে নেয় কোরআন থেকে, তাদের জন্য এতে বর্ণিত হয়েছে সতর্কবার্তা।
৩ ঘণ্টা আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১০ ঘণ্টা আগেইসলামের বিচারব্যবস্থায় বৈষম্যের কোনো স্থান নেই। বিচারের রায় কার্যকরে বিশ্বনবী (সা.) আপনজন-ভিন্নজন, স্বজাতি-বিজাতি এবং দেশি-বিদেশি কারও মাঝেই কোনো ধরনের ভেদাভেদকে প্রশ্রয় দিতেন না। মক্কা বিজয়ের সময় আরবের সবচেয়ে কুলীন বংশ কুরাইশ গোত্রের এক মহিলা চুরির অভিযোগে অভিযুক্ত হন।
১৭ ঘণ্টা আগেমানুষের মুখের ভাষা তার অন্তরের প্রতিচ্ছবি। একজন মুমিনের মুখের ভাষা শুধু তার ব্যক্তিগত আচরণ নয়; বরং তার ইমান, চরিত্র এবং আল্লাহর প্রতি আনুগত্যের পরিচায়ক। ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা মানুষের প্রতিটি দিককে শুদ্ধ ও সুন্দর করার শিক্ষা দেয়। মুখের ভাষা তার অন্যতম।
১ দিন আগে