Ajker Patrika

চলার পথ পরিষ্কার রাখার সওয়াব

ড. এ এন এম মাসউদুর রহমান
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১: ৫৭
চলার পথ পরিষ্কার রাখার সওয়াব

পারস্পরিক যোগাযোগ ও যাতায়াতের ক্ষেত্রে রাস্তার অবদান অপরিসীম। যে জাতির রাস্তাঘাট তথা যাতায়াতব্যবস্থা যত উন্নত, সে জাতি অর্থনৈতিকভাবে তত সচ্ছল। রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অথবা পথিককে কষ্টদানকারী বস্তু সরিয়ে ফেলা মহৎ কাজ। এর ফজিলত অনেক বেশি। মহানবী (সা.) বলেন, ‘ইমানের সত্তরের বেশি শাখা আছে। এর মধ্যে সর্বোচ্চ শাখা হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা ইমানের অন্যতম শাখা।’ (মুসলিম)

রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা গুনাহ মাফের কারণ। মহানবী (সা.) বলেন, ‘এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তার এ কাজ সাদরে গ্রহণ করে তার গোনাহ ক্ষমা করে দিলেন।’ (বুখারি)

আল্লাহ যার গুনাহ ক্ষমা করে দেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। মহানবী (সা.) বলেন, ‘এক ব্যক্তি কখনো কোনো ভালো কাজ করেনি, শুধু একটি কাঁটাযুক্ত ডাল রাস্তা থেকে সরিয়েছিল। হয়তো ডালটি গাছেই ছিল, কেউ তা কেটে ফেলে রেখেছিল অথবা রাস্তায় পড়ে ছিল। সে তা সরিয়ে ফেলেছিল। আল্লাহ তার এ কাজ সাদরে গ্রহণ করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।’ (আবু দাউদ)

মহানবী (সা.) আরও বলেন, ‘আমি এক ব্যক্তিকে দেখলাম জান্নাতে একটি গাছের নিচে স্বচ্ছন্দে হাঁটছে। সে এমন একটি গাছ রাস্তার মধ্য থেকে কেটে সরিয়ে দিয়েছিল, যা মানুষকে কষ্ট দিত।’ (মুসলিম)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত