সানা উল্লাহ মুহাম্মাদ কাউসার
প্রযুক্তির কল্যাণে অথবা মানুষের প্রয়োজনে দৈনন্দিন জীবনে আমাদের সামনে এমন অনেক বিষয় আসে, তেমনি একটি মাসআলা হলো, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করা যাবে কি না।
ইসলামে সব ধরনের বেআইনি কাজই নিষিদ্ধ। ইসলাম ধর্মে আঘাত হানছে না বা ক্ষতি করছে না এমন যেকোনো রাষ্ট্রীয় ও আইনি বিধি-নিষেধ সর্বসাধারণের মেনে চলা আবশ্যক। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে সাধারণত যেসব অপরাধ হয়ে থাকে, তা হলো—
» মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয়।
» সমাজে অস্থিতিশীলতা তৈরি করা হয়। দাঙ্গা-হাঙ্গামাসহ নানা ধরনের অনৈতিক, অসামাজিক ও অনৈসলামিক অপরাধ ঘটানো হয়।
» দেশদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
» ব্যক্তিগত আক্রোশ, অশ্লীল মন্তব্যসহ উসকানিমূলক কাজ করা হয়।
» গুজব ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়।
» ধর্মীয় বিদ্বেষ, উসকানিসহ অবমাননাকর লেখা, মন্তব্য ইত্যাদি করা হয়।
এসব কারণে ভুয়া আইডি ব্যবহার করা উচিত নয়। কারণ ভুয়া আইডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে যেমন বেআইনি; তেমনি দেশীয় আইনেও এর ব্যবহার বেআইনি। এ ধরনের আইডি ব্যবহার প্রতারণার শামিল। প্রতারণা বা ধোঁকাবাজি ইসলামে জায়েজ নেই। রাসুল (সা.) বলেন, ‘যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (মুসলিম: ১০২)।
তিনি (সা.) আরও বলেন, ‘নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি পতাকা উত্তোলন করবেন। তখন বলা হবে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা।’ (বুখারি: ৬৯৬৬; মুসলিম: ৪৪২৫)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
প্রযুক্তির কল্যাণে অথবা মানুষের প্রয়োজনে দৈনন্দিন জীবনে আমাদের সামনে এমন অনেক বিষয় আসে, তেমনি একটি মাসআলা হলো, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করা যাবে কি না।
ইসলামে সব ধরনের বেআইনি কাজই নিষিদ্ধ। ইসলাম ধর্মে আঘাত হানছে না বা ক্ষতি করছে না এমন যেকোনো রাষ্ট্রীয় ও আইনি বিধি-নিষেধ সর্বসাধারণের মেনে চলা আবশ্যক। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে সাধারণত যেসব অপরাধ হয়ে থাকে, তা হলো—
» মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয়।
» সমাজে অস্থিতিশীলতা তৈরি করা হয়। দাঙ্গা-হাঙ্গামাসহ নানা ধরনের অনৈতিক, অসামাজিক ও অনৈসলামিক অপরাধ ঘটানো হয়।
» দেশদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
» ব্যক্তিগত আক্রোশ, অশ্লীল মন্তব্যসহ উসকানিমূলক কাজ করা হয়।
» গুজব ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়।
» ধর্মীয় বিদ্বেষ, উসকানিসহ অবমাননাকর লেখা, মন্তব্য ইত্যাদি করা হয়।
এসব কারণে ভুয়া আইডি ব্যবহার করা উচিত নয়। কারণ ভুয়া আইডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে যেমন বেআইনি; তেমনি দেশীয় আইনেও এর ব্যবহার বেআইনি। এ ধরনের আইডি ব্যবহার প্রতারণার শামিল। প্রতারণা বা ধোঁকাবাজি ইসলামে জায়েজ নেই। রাসুল (সা.) বলেন, ‘যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (মুসলিম: ১০২)।
তিনি (সা.) আরও বলেন, ‘নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি পতাকা উত্তোলন করবেন। তখন বলা হবে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা।’ (বুখারি: ৬৯৬৬; মুসলিম: ৪৪২৫)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল, যা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময়। রবিউল আউয়ালের মর্যাদা নবী করিম (সা.)-এর পৃথিবীতে আগমন এবং ওফাতের কারণে। এ মাসেই তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং মদিনায় ইন্তেকাল করেন।
৪ ঘণ্টা আগেহিজরি সনের তৃতীয় মাস হলো রবিউল আউয়াল। ‘রবিউন’ শব্দের অর্থ বসন্ত। এ মাসে আরবের প্রকৃতিতে বসন্ত আসত, তাই এর নাম ‘রবিউল আউয়াল’ বা বসন্তের প্রথম মাস। মুসলিম উম্মাহর কাছে মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
১৭ ঘণ্টা আগেপ্রথমে আকিদা বিশুদ্ধ করতে হয়, এরপর বিশুদ্ধ আকিদার ওপর ইমান আনতে হয়। আকিদার বিশুদ্ধতা ছাড়া ইমানের কোনো সুযোগ ও বাস্তবতা ইসলামে নেই। তাই প্রথম কাজ হিসেবে আকিদার বিশুদ্ধতা নিয়ে অনেক আলোচনা ও লেখালেখি হলেও ইমানের ওপর আলোচনা ও কাজ খুবই কম হয়। তা ছাড়া ইমানের আলোচনায় সমসাময়িক বিষয়গুলো আলোকপাত করা...
১ দিন আগেসৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জানা-অজানা, প্রকাশ্য-অপ্রকাশ্য সব বিষয় সম্পর্কে অবগত। তিনি জানেন, মানুষ ভুল করবে এবং পাপকাজে লিপ্ত হবে। তবে এ পাপ হয়ে যাওয়ার পর বান্দা যখন অনুতপ্ত হয়ে তাঁর কাছে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন।
১ দিন আগে