ইসলাম ডেস্ক
মসজিদ আল্লাহ তাআলার ঘর। এর পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। যাঁরা মসজিদে নামাজ আদায় করতে যান, তাঁদের মসজিদের আদবগুলো মেনে চলতে হয়। সাধারণ ঘরের মতো মসজিদকে যাচ্ছেতাই ব্যবহার করা অনুচিত। এখানে কয়েকটি শিষ্টাচারের কথা তুলে ধরা হলো—
» পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাওয়া সুন্নত।
» ধীরে-সুস্থে মসজিদে যাওয়া উচিত। কোনো ধরনের তাড়াহুড়ো কাম্য নয়।
» ডান পা দিয়ে বিসমিল্লাহ ও দোয়া পড়ে প্রবেশ করা সুন্নত।
» ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা এবং ভাবগাম্ভীর্য বজায় রাখাও সুন্নত।
» মোবাইল ফোন বা অন্য যেকোনো ডিভাইসের রিংটোন বন্ধ রাখা উচিত। নামাজে রিংটোন বেজে উঠলে এক হাতে যত দ্রুত সম্ভব তা বন্ধ করতে হবে।
» মসজিদে উঁচু স্বরে কথা বলা যাবে না। হট্টগোল করা তো একেবারেই নিষিদ্ধ। এমনকি উঁচু স্বরে কোরআন তিলাওয়াত করতেও নিষেধ করা হয়েছে। তবে প্রয়োজনীয় কথা মার্জিত স্বরে অন্য মুসল্লিদের অসুবিধা না করে বলা যাবে।
» নামাজের সময় হওয়ার পরপরই মসজিদে যাওয়া এবং প্রথম কাতারে বসাও সুন্নত।
» ইমাম-মুয়াজ্জিন ছাড়া অন্য কারও জন্য জায়গা নির্দিষ্ট করা অনুচিত। মসজিদের কাতারে সবাই সমান। সবাই আল্লাহর বান্দা। এর বাইরে আর কোনো পরিচয় থাকা উচিত নয়।
» মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত।
» জামাতে নামাজ আদায়ের সময় কাতার সোজা রাখা এবং কাতারের মাঝখানে ফাঁক না রাখা উচিত।
মসজিদ আল্লাহ তাআলার ঘর। এর পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। যাঁরা মসজিদে নামাজ আদায় করতে যান, তাঁদের মসজিদের আদবগুলো মেনে চলতে হয়। সাধারণ ঘরের মতো মসজিদকে যাচ্ছেতাই ব্যবহার করা অনুচিত। এখানে কয়েকটি শিষ্টাচারের কথা তুলে ধরা হলো—
» পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাওয়া সুন্নত।
» ধীরে-সুস্থে মসজিদে যাওয়া উচিত। কোনো ধরনের তাড়াহুড়ো কাম্য নয়।
» ডান পা দিয়ে বিসমিল্লাহ ও দোয়া পড়ে প্রবেশ করা সুন্নত।
» ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা এবং ভাবগাম্ভীর্য বজায় রাখাও সুন্নত।
» মোবাইল ফোন বা অন্য যেকোনো ডিভাইসের রিংটোন বন্ধ রাখা উচিত। নামাজে রিংটোন বেজে উঠলে এক হাতে যত দ্রুত সম্ভব তা বন্ধ করতে হবে।
» মসজিদে উঁচু স্বরে কথা বলা যাবে না। হট্টগোল করা তো একেবারেই নিষিদ্ধ। এমনকি উঁচু স্বরে কোরআন তিলাওয়াত করতেও নিষেধ করা হয়েছে। তবে প্রয়োজনীয় কথা মার্জিত স্বরে অন্য মুসল্লিদের অসুবিধা না করে বলা যাবে।
» নামাজের সময় হওয়ার পরপরই মসজিদে যাওয়া এবং প্রথম কাতারে বসাও সুন্নত।
» ইমাম-মুয়াজ্জিন ছাড়া অন্য কারও জন্য জায়গা নির্দিষ্ট করা অনুচিত। মসজিদের কাতারে সবাই সমান। সবাই আল্লাহর বান্দা। এর বাইরে আর কোনো পরিচয় থাকা উচিত নয়।
» মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত।
» জামাতে নামাজ আদায়ের সময় কাতার সোজা রাখা এবং কাতারের মাঝখানে ফাঁক না রাখা উচিত।
মানুষের স্বভাবজাত দুইটি বৈশিষ্ট্য হলো কোমলতা ও কঠোরতা। তবে মানবিক সম্পর্ক, সামাজিক সংহতি, এমনকি আল্লাহর সঙ্গে যোগাযোগেও প্রয়োজন হয় হৃদয়ের কোমলতা ও নম্রতার। কারণ সম্পর্ক গড়ে উঠে ভালোবাসা, সহানুভূতি ও মানবিক আচরণের মধ্যে দিয়ে। আর রূঢ় ও কঠোরতায় সম্পর্কের বিনাশ ঘটে।
৫ ঘণ্টা আগেআল্লাহর ইচ্ছায় মানুষ দুনিয়ায় আসে অল্প সময়ের জন্য—শূন্য হাতে জন্ম, শূন্য হাতেই বিদায়। জন্ম যাত্রার সূচনা, মৃত্যু তার অবশ্যম্ভাবী সমাপ্তি। আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
৯ ঘণ্টা আগেআল্লাহ তাআলা মানুষকে পরিশ্রমনির্ভর করে সৃষ্টি করেছেন। তাই দিনের বেলায় নানা কাজ শেষে রাতে মানুষ বিশ্রাম নেয়। প্রশান্তিময় বিশ্রামের সর্বোত্তম উপায় হলো ঘুম। তবে শোয়ার আগে শরীর ও মনকে পবিত্র করে নেওয়া উচিত।
১৫ ঘণ্টা আগেশান্তি, শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মূলমন্ত্র হলো পরামর্শ। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে পরামর্শভিত্তিক কাজের গুরুত্ব অপরিসীম। পরামর্শ করে কাজ করলে যেমন মানসিক তৃপ্তি আসে, তেমনি তাতে আল্লাহর রহমতও বর্ষিত হয়। ইসলামে পরামর্শকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহানবী (সা.)
২ দিন আগে