Ajker Patrika

শেখ সাদি: বিশ্বসাহিত্যের অমর কবি ও দার্শনিক

মুফতি আবু আবদুল্লাহ আহমদ 
ইরানের সিরাজ শহরে শেখ সাদির সমাধি। ছবি: উইকিপিডিয়া
ইরানের সিরাজ শহরে শেখ সাদির সমাধি। ছবি: উইকিপিডিয়া

বিশ্বসাহিত্যের ইতিহাসে শেখ সাদি এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্য কীর্তি কেবল সৌন্দর্য ও শৈল্পিক উৎকর্ষই নয়, বরং নৈতিকতা, মানবতা এবং বাস্তব জীবনের শিক্ষায় সমৃদ্ধ। ফারসি সাহিত্যের এ মহান কবি তাঁর রচিত ‘বুস্তাঁ’ ও ‘গুলিস্তাঁ’ গ্রন্থের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তাঁর জীবন ছিল জ্ঞান, অভিজ্ঞতা ও দার্শনিকতার সমন্বয়ে পূর্ণ। এই লেখায় আমরা তাঁর জীবন, সাহিত্যকর্ম ও শিক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করব।

শৈশব ও শিক্ষা

শেখ সাদির জন্ম ১২০০ খ্রিষ্টাব্দের কিছু পরে ইরানের শিরাজ শহরে এক সম্ভ্রান্ত পরিবারে। শৈশবেই তিনি জ্ঞানার্জনের প্রতি গভীর আগ্রহ দেখান। তবে দুর্ভাগ্যবশত, অল্প বয়সেই তিনি পিতৃহারা হন। এরপর তিনি বাগদাদে গিয়ে বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখানে কোরআন, হাদিস, ইসলামি আইন, সাহিত্য এবং দর্শন অধ্যয়ন করেন। বিশেষ করে, বিখ্যাত ইসলামি পণ্ডিত আবু-ফারাজ ইবনুল জাওযির কাছে তিনি শিক্ষা লাভ করেন। শিক্ষাজীবন শেষ করার পর বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য দীর্ঘ ভ্রমণে বের হন।

ভ্রমণ অভিজ্ঞতা

শেখ সাদি ছিলেন এক নিরন্তর জ্ঞানপিপাসু মানুষ। প্রায় ৩০ বছর ধরে তিনি ইরাক, সিরিয়া, আনাতোলিয়া, মিশর, আরব উপদ্বীপ এবং ভারতবর্ষসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এ দীর্ঘ ভ্রমণের মাধ্যমে তিনি বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মিশেছেন। শাসক, সাধু-সন্ন্যাসী, দরিদ্র মানুষ, ব্যবসায়ী এমনকি ডাকাতদের সঙ্গেও সময় কাটিয়েছেন। এসব অভিজ্ঞতা তাঁর সাহিত্যকর্মে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

সাহিত্যকর্ম ও প্রসিদ্ধি

শেখ সাদির সাহিত্যকর্ম মূলত মানবতা, নৈতিকতা, সামাজিক শিক্ষা এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার প্রতিফলন। তাঁর সবচেয়ে বিখ্যাত দুটি গ্রন্থ হলো—

বুস্তাঁ (১২৫৭ খ্রিষ্টাব্দ) : এ গ্রন্থটি সম্পূর্ণ কাব্যরূপে লেখা, যেখানে নৈতিকতা, দানশীলতা, ন্যায়বিচার, প্রেম, ধর্মীয় বিশ্বাস, আত্মসংযম ও মানবতার শিক্ষা দেওয়া হয়েছে।

গুলিস্তাঁ (১২৫৮ খ্রিষ্টাব্দ) : এ গ্রন্থটি গদ্য ও পদ্যের মিশ্রণে রচিত, যেখানে ছোট ছোট গল্প ও উপদেশবাণীর মাধ্যমে মানবজীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়েছে।

শেখ সাদীর এই দুটি গ্রন্থ বহু ভাষায় অনূদিত হয়েছে এবং নৈতিক শিক্ষা প্রদানকারী গ্রন্থ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত।

শিক্ষণীয় ঘটনা

শেখ সাদির জীবনের অনেক শিক্ষণীয় ঘটনা তাঁর দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এর মধ্যে দুটি উল্লেখযোগ্য ঘটনা হলো—

পোশাকের মর্যাদা: একবার শেখ সাদি এক ধনী ব্যক্তির দাওয়াতে সাধারণ পোশাকে গেলেন। কেউ তাঁকে যথাযথ সম্মান দিল না। পরে তিনি বিলাসবহুল পোশাক পরে আবার সেখানে গেলেন এবং রাজকীয় অভ্যর্থনা পেলেন। খাবার গ্রহণের সময় তিনি নিজের কাপড়ে খাবার ঢেলে দিতে শুরু করলেন। সবাই অবাক হয়ে কারণ জানতে চাইলে তিনি বললেন, ‘কারণ এখানে আমি নই, এই পোশাকই সম্মান পাচ্ছে।’ এই ঘটনা আমাদের শেখায় যে মানুষের প্রকৃত মূল্য তাঁর পোশাকে নয়, বরং তাঁর গুণাবলিতে নিহিত।

সম্রাট ও শেখ সাদির জ্ঞান: একবার এক সম্রাট শেখ সাদিকে প্রশ্ন করলেন, ‘আপনার মতো একজন দরবেশের এত সম্মান কেন?’ শেখ সাদি উত্তরে বললেন, ‘আমার জ্ঞান ও চরিত্রের কারণে মানুষ আমাকে ভালোবাসে। কিন্তু আপনি যদি শাসক না থাকতেন, তবে আপনার প্রতি কেউ সম্মান দেখাত না।’ সম্রাট এতে মুগ্ধ হয়ে তাঁকে রাজকীয় সম্মান প্রদান করেন।

উপসংহার

শেখ সাদি শুধু একজন কবি বা সাহিত্যিক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন জ্ঞানী দার্শনিক, মানবপ্রেমী এবং বাস্তব জীবনের শিক্ষক। তাঁর লেখাপত্র আজও আমাদের নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের উৎস হিসেবে কাজ করে। এ যুগেও তাঁর শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আমাদের দেখিয়েছেন—কীভাবে জ্ঞান, মানবতা ও নৈতিকতা দিয়ে একটি সুন্দর সমাজ গঠন করা যায়। শেখ সাদির কিছু প্রসিদ্ধ উক্তি—

‘বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়।’

‘মানুষের প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে নিহিত।’

‘যে ভালো কাজ করে, সে নিজেই তার পুরস্কার পায়।’

‘যে ব্যক্তি নিজেকে চেনে না, সে অজ্ঞদের মধ্যে গণ্য।’

এ মহান ব্যক্তির জীবন ও শিক্ষা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত