অনলাইন ডেস্ক
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন শীর্ষ ধনী ও প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক। এককালের ঘনিষ্ঠ মিত্রের এ সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুপচাপ বসে থাকবেন, তা তো নয়। আদায় কাঁচকলায় সম্পর্কের ঝাঁজ দেখা গেল ট্রাম্পের বক্তব্যে। কড়া সমালোচনা করলেন ইলন মাস্কের।
গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তৃতীয় একটি দল গঠনের চিন্তা একেবারেই হাস্যকর। আমাদের সব সময় দ্বিদলীয় ব্যবস্থা ছিল, আর একটি তৃতীয় দল শুরু করলে শুধু বিভ্রান্তি বাড়বে।’
একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইলন মাস্ককে এভাবে “লাইনচ্যুত” হতে দেখে আমি দুঃখিত। গত পাঁচ সপ্তাহে তিনি কার্যত “একটি ট্রেন দুর্ঘটনার মতো” পরিস্থিতিতে পৌঁছেছেন।’
মাস্কের ‘ইলেকট্রিক ভেহিকল (ইভি) ম্যান্ডেট’-এর প্রচেষ্টারও সমালোচনা করেন তিনি। ট্রাম্প দাবি করেন, ‘এই প্রস্তাব অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যে সবাইকে বৈদ্যুতিক ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হতো।’
৪ জুলাই ট্রাম্প যে কর ও ব্যয়ের পরিকল্পনায় স্বাক্ষর করেছেন, সেখানে ইলেকট্রিক গাড়ির জন্য ট্যাক্স ছাড় বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, ইভি ম্যান্ডেটের বিপক্ষে তিনি শুরু থেকেই অবস্থান নিয়েছিলেন এবং কেন আইনটিতে এমন গাড়িগুলোকে বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যাও দেন।
ট্রাম্প বলেন, ‘এখন মানুষ চাইলে যেকোনো ধরনের গাড়ি কিনতে পারে। গ্যাসচালিত, হাইব্রিড (যেগুলোর বাজার ভালো যাচ্ছে) কিংবা ভবিষ্যতের নতুন প্রযুক্তির গাড়ি। ইলেকট্রিক গাড়ি যে কিনতেই হবে, তেমন কোনো বাধ্যতামূলক নির্দেশনা নেই।’
নতুন বিলটিতে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা ও জ্বালানি উৎপাদনে বরাদ্দ বাড়ানো হয়েছে, তবে তা স্বাস্থ্যসেবা ও খাদ্যসহায়তা কর্মসূচিতে বিতর্কিত কাটছাঁটের মাধ্যমে ভারসাম্য আনা হয়েছে।
ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিলের আলাপের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ভাবনা প্রকাশ করেন মাস্ক।
ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানোর পরপরই রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন ইলন মাস্ক। ওই বিরোধের জেরে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং একসময়কার মিত্রের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন।
কয়েক সপ্তাহ ধরে এই বিষয়ে ইঙ্গিত দেওয়ার পর অবশেষে গত শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ইলন মাস্ক রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন দল গঠন করেছেন তিনি। এই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
টেসলার সিইও মাস্ক একসময় ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। নির্বাচনের পর মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডিওজিই) নামে সরকারি ব্যয় ও কর্মদক্ষতাবিষয়ক একটি দপ্তরের প্রধান করা হয়। এই দপ্তরের কাজ ছিল সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানো এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটে বড় ধরনের কাটছাঁটের সুপারিশ করা। এত ঘনিষ্ঠতা ও নির্ভরতার পরও গত মে মাসে মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি শুরু হয়। বিরোধ বাড়তে থাকলে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেন মাস্ক।
আরও খবর পড়ুন:
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন শীর্ষ ধনী ও প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক। এককালের ঘনিষ্ঠ মিত্রের এ সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুপচাপ বসে থাকবেন, তা তো নয়। আদায় কাঁচকলায় সম্পর্কের ঝাঁজ দেখা গেল ট্রাম্পের বক্তব্যে। কড়া সমালোচনা করলেন ইলন মাস্কের।
গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তৃতীয় একটি দল গঠনের চিন্তা একেবারেই হাস্যকর। আমাদের সব সময় দ্বিদলীয় ব্যবস্থা ছিল, আর একটি তৃতীয় দল শুরু করলে শুধু বিভ্রান্তি বাড়বে।’
একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইলন মাস্ককে এভাবে “লাইনচ্যুত” হতে দেখে আমি দুঃখিত। গত পাঁচ সপ্তাহে তিনি কার্যত “একটি ট্রেন দুর্ঘটনার মতো” পরিস্থিতিতে পৌঁছেছেন।’
মাস্কের ‘ইলেকট্রিক ভেহিকল (ইভি) ম্যান্ডেট’-এর প্রচেষ্টারও সমালোচনা করেন তিনি। ট্রাম্প দাবি করেন, ‘এই প্রস্তাব অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যে সবাইকে বৈদ্যুতিক ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হতো।’
৪ জুলাই ট্রাম্প যে কর ও ব্যয়ের পরিকল্পনায় স্বাক্ষর করেছেন, সেখানে ইলেকট্রিক গাড়ির জন্য ট্যাক্স ছাড় বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, ইভি ম্যান্ডেটের বিপক্ষে তিনি শুরু থেকেই অবস্থান নিয়েছিলেন এবং কেন আইনটিতে এমন গাড়িগুলোকে বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যাও দেন।
ট্রাম্প বলেন, ‘এখন মানুষ চাইলে যেকোনো ধরনের গাড়ি কিনতে পারে। গ্যাসচালিত, হাইব্রিড (যেগুলোর বাজার ভালো যাচ্ছে) কিংবা ভবিষ্যতের নতুন প্রযুক্তির গাড়ি। ইলেকট্রিক গাড়ি যে কিনতেই হবে, তেমন কোনো বাধ্যতামূলক নির্দেশনা নেই।’
নতুন বিলটিতে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা ও জ্বালানি উৎপাদনে বরাদ্দ বাড়ানো হয়েছে, তবে তা স্বাস্থ্যসেবা ও খাদ্যসহায়তা কর্মসূচিতে বিতর্কিত কাটছাঁটের মাধ্যমে ভারসাম্য আনা হয়েছে।
ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিলের আলাপের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ভাবনা প্রকাশ করেন মাস্ক।
ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানোর পরপরই রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন ইলন মাস্ক। ওই বিরোধের জেরে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং একসময়কার মিত্রের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন।
কয়েক সপ্তাহ ধরে এই বিষয়ে ইঙ্গিত দেওয়ার পর অবশেষে গত শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ইলন মাস্ক রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন দল গঠন করেছেন তিনি। এই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
টেসলার সিইও মাস্ক একসময় ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। নির্বাচনের পর মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডিওজিই) নামে সরকারি ব্যয় ও কর্মদক্ষতাবিষয়ক একটি দপ্তরের প্রধান করা হয়। এই দপ্তরের কাজ ছিল সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানো এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটে বড় ধরনের কাটছাঁটের সুপারিশ করা। এত ঘনিষ্ঠতা ও নির্ভরতার পরও গত মে মাসে মাস্কের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি শুরু হয়। বিরোধ বাড়তে থাকলে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেন মাস্ক।
আরও খবর পড়ুন:
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১০ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১১ ঘণ্টা আগে