যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে বলেছেন, তাঁর দেশ সেখান থেকে পিছু হটবে না। এমনকি রাশিয়ার কাছে মাথা নতও করবে না। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনো মূল্যে ইউরোপে বিশৃঙ্খলা তৈরি করতে চান উল্লেখ করে বাইডেন জানান, তাঁর দেশ ইউক্রেনকে সমর্থন দেওয়ার অবস্থান থেকে পিছিয়ে যাবে না। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিজেকে রক্ষায় প্রয়োজনীয় অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে যাবে।
মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, ‘এই কামরায় থাকা কেউ যদি মনে করেন যে, পুতিন কেবল ইউক্রেনেই থেমে যাবেন, তাঁদের আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, তিনি সেখানে থামবেন না।’ এ সময় তিনি বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রতি ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তাবিত বিলটি আটকে না রেখে ছাড়ের জন্য আহ্বান জানান।
বাইডেন বলেন, ‘ইউক্রেনের নিজেকে রক্ষার জন্য যেসব অস্ত্র প্রয়োজন, তা যদি আমরা সহায়তা দিই তবে দেশটি পুতিনকে থামাতে পারবে।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের—আমি যাকে দীর্ঘদিন ধরে চিনি—প্রতি আমার খুবই সরল একটি বার্তা হলো, আমরা পিছু হটব না। আমরা মাথা নত করব না। আমি মাথা নত করব না।’
মার্কিন আইনপ্রণেতা ও বিদেশি অতিথিদের সামনে দেওয়া ভাষণে বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াই করার জন্য ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা তাঁর প্রশাসনের নেই। তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা মার্কিন সেনা চায় না। এমনকি কোনো মার্কিন সেনাই ইউক্রেনের যুদ্ধের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। আমরা বিষয়টি বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে বলেছেন, তাঁর দেশ সেখান থেকে পিছু হটবে না। এমনকি রাশিয়ার কাছে মাথা নতও করবে না। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনো মূল্যে ইউরোপে বিশৃঙ্খলা তৈরি করতে চান উল্লেখ করে বাইডেন জানান, তাঁর দেশ ইউক্রেনকে সমর্থন দেওয়ার অবস্থান থেকে পিছিয়ে যাবে না। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিজেকে রক্ষায় প্রয়োজনীয় অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে যাবে।
মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, ‘এই কামরায় থাকা কেউ যদি মনে করেন যে, পুতিন কেবল ইউক্রেনেই থেমে যাবেন, তাঁদের আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, তিনি সেখানে থামবেন না।’ এ সময় তিনি বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রতি ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তাবিত বিলটি আটকে না রেখে ছাড়ের জন্য আহ্বান জানান।
বাইডেন বলেন, ‘ইউক্রেনের নিজেকে রক্ষার জন্য যেসব অস্ত্র প্রয়োজন, তা যদি আমরা সহায়তা দিই তবে দেশটি পুতিনকে থামাতে পারবে।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের—আমি যাকে দীর্ঘদিন ধরে চিনি—প্রতি আমার খুবই সরল একটি বার্তা হলো, আমরা পিছু হটব না। আমরা মাথা নত করব না। আমি মাথা নত করব না।’
মার্কিন আইনপ্রণেতা ও বিদেশি অতিথিদের সামনে দেওয়া ভাষণে বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াই করার জন্য ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা তাঁর প্রশাসনের নেই। তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা মার্কিন সেনা চায় না। এমনকি কোনো মার্কিন সেনাই ইউক্রেনের যুদ্ধের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। আমরা বিষয়টি বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৫ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৬ ঘণ্টা আগে