Ajker Patrika

হোয়াইট হাউসে মিলল কোকেন

ডয়চে ভেলে
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৫: ২৭
হোয়াইট হাউসে মিলল কোকেন

হোয়াইট হাউসে সিক্রেট সার্ভিসের কর্মীদের রুটিন টহলদারির সময় পাওয়া যায় এক পোটলা সাদা পাউডার। এরপর কর্মীদের সরিয়ে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। পরে দেখা যায় সেটা কোকেন। 

হোয়াইট হাউসে এই সাদা পাউডার নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। গত রোববার রাতে সিক্রেট সার্ভিসের কর্মীরা এই সাদা পাউডার দেখতে পান। হোয়াইট হাউসের যে জায়গায় দর্শকেরা যেতে পারেন, সেখানেই পড়ে ছিল এই পাউডার। 

বাইডেন তখন হোয়াইট হাউসে ছিলেন না। ক্যাম্প ডেভিডে ছিলেন। এরপর কোনো ঝুঁকি না নিয়ে কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় হোয়াইট হাউস। পুরো হোয়াইট হাউস তন্ন তন্ন করে খুঁজে দেখেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। সাদা পাউডার পরীক্ষার জন্য পাঠানো হয়। 

রিপোর্ট আসে, ওই সাদা পাউডার হলো কোকেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ওই সাদা পাউডারের আরও পরীক্ষা চলছে। 

গতকাল মঙ্গলবার সপরিবারে বাইডেন আবার হোয়াইট হাউসে ফিরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত