গত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের অভিযাত্রী ফটোগ্রাফার হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
সোমবার নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় ৩০ বছর বয়সী হান্নাহ হাওয়াই থেকে নিউইয়র্ক সিটির পথে যাত্রা করেছিলেন। তবে নিউ ইয়র্কে পৌঁছানোর আগে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রা বিরতি ছিল তাঁর। কিন্তু সেখান থেকে হান্নাহ নিখোঁজ হলে তাঁকে খুঁজে বের করতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন হান্নাহর ৫৮ বছর বয়সী বাবা রায়ান কোবায়াশি।
লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, রায়ানের মৃতদেহ রোববার ভোরে বিমানবন্দরের কাছাকাছি একটি পার্কিং এলাকায় পাওয়া যায়। আপাতদৃষ্টিতে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
কয়েক দিন আগেই রায়ান লস অ্যাঞ্জেলেসের রাস্তায় রাস্তায় নিজের মেয়ের নিখোঁজ হওয়ার পোস্টার বিতরণ করছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যতক্ষণ না হান্নাহকে খুঁজে বের করতে পারি। সে একজন দারুণ মানুষ, যে অনেকের জীবনে আনন্দ এনে দিয়েছে।’
জানা গেছে, ব্যক্তিগত জীবনে ফটোগ্রাফার ও অভিযাত্রী হান্নাহর বাকেট লিস্টে (জীবনের স্বপ্ন) নিউইয়র্ক সিটিতে ভ্রমণ। গত ৮ নভেম্বর সেই পথেই ছিলেন তিনি। তবে সেদিন যাত্রা বিরতির পর তিনি লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ফ্লাইট মিস করেন।
পরদিন ৯ নভেম্বর হান্নাহকে লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় আউটডোর মল দ্য গ্রোভ-এর একটি বুকস্টোরে দেখা যায়। এর একদিন পর তিনি একটি লেব্রন জেমস ইভেন্টেও যোগ দিয়েছিলেন। ১১ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের ডাউন টাউনের একটি মেট্রো স্টপের সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা গেছে। তবে সেই স্থানটিতে তাঁকে এমন একজন ব্যক্তির সঙ্গে ছিলেন, যাকে তাঁর পরিবারের লোকেরা চেনে না।
হান্নাহর খালা লরি পিজিওন দাবি করেছেন, তাঁর ভাগনি ভালো অবস্থায় নেই। তিনি বলেন, ‘সে নিরাপদ নয় এবং একা নয়।’
পরিবার দাবি করেছে, হান্নাহর নিখোঁজ হওয়ার ১০ দিন পর তাঁদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
নিখোঁজ হওয়ার আগে হান্নাহ তাঁর এক বন্ধুকে একটি রহস্যময় বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় তিনি উল্লেখ করেছিলেন—প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। আর এটি এমন কেউ করেছে, যাকে তিনি ভালোবাসেন বলে ভেবেছিলাম।
হান্নাহর বোন সিডনি কোবায়াশি এই বার্তাগুলোকে ‘খুব অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন। বার্তায় হান্নাহ উল্লেখ করেছেন—তিনি ভয় পাচ্ছেন এবং বাড়ি ফিরে যেতে পারছেন না। কিছুক্ষণ পর তাঁর বার্তাগুলো বন্ধ হয়ে যায়।
উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার হান্নাহ কোবায়াশির ওজন প্রায় ৬৪ কেজি। তাঁর চুল এবং চোখ বাদামি রঙের। হান্নাহ নিউইয়র্কে তাঁর খালা জর্ডান মনটালভো ও তাঁর স্বামী ববের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। তাঁরা সবাই মিলে ১২ নভেম্বর একটি কনসার্টে যাওয়ার টিকিটও কেটেছিলেন।
বাবার মৃতদেহ আবিষ্কারের পর হান্নাহর সন্ধান এখনো চলছে।
গত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের অভিযাত্রী ফটোগ্রাফার হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
সোমবার নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় ৩০ বছর বয়সী হান্নাহ হাওয়াই থেকে নিউইয়র্ক সিটির পথে যাত্রা করেছিলেন। তবে নিউ ইয়র্কে পৌঁছানোর আগে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রা বিরতি ছিল তাঁর। কিন্তু সেখান থেকে হান্নাহ নিখোঁজ হলে তাঁকে খুঁজে বের করতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন হান্নাহর ৫৮ বছর বয়সী বাবা রায়ান কোবায়াশি।
লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, রায়ানের মৃতদেহ রোববার ভোরে বিমানবন্দরের কাছাকাছি একটি পার্কিং এলাকায় পাওয়া যায়। আপাতদৃষ্টিতে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
কয়েক দিন আগেই রায়ান লস অ্যাঞ্জেলেসের রাস্তায় রাস্তায় নিজের মেয়ের নিখোঁজ হওয়ার পোস্টার বিতরণ করছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যতক্ষণ না হান্নাহকে খুঁজে বের করতে পারি। সে একজন দারুণ মানুষ, যে অনেকের জীবনে আনন্দ এনে দিয়েছে।’
জানা গেছে, ব্যক্তিগত জীবনে ফটোগ্রাফার ও অভিযাত্রী হান্নাহর বাকেট লিস্টে (জীবনের স্বপ্ন) নিউইয়র্ক সিটিতে ভ্রমণ। গত ৮ নভেম্বর সেই পথেই ছিলেন তিনি। তবে সেদিন যাত্রা বিরতির পর তিনি লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ফ্লাইট মিস করেন।
পরদিন ৯ নভেম্বর হান্নাহকে লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় আউটডোর মল দ্য গ্রোভ-এর একটি বুকস্টোরে দেখা যায়। এর একদিন পর তিনি একটি লেব্রন জেমস ইভেন্টেও যোগ দিয়েছিলেন। ১১ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের ডাউন টাউনের একটি মেট্রো স্টপের সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা গেছে। তবে সেই স্থানটিতে তাঁকে এমন একজন ব্যক্তির সঙ্গে ছিলেন, যাকে তাঁর পরিবারের লোকেরা চেনে না।
হান্নাহর খালা লরি পিজিওন দাবি করেছেন, তাঁর ভাগনি ভালো অবস্থায় নেই। তিনি বলেন, ‘সে নিরাপদ নয় এবং একা নয়।’
পরিবার দাবি করেছে, হান্নাহর নিখোঁজ হওয়ার ১০ দিন পর তাঁদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
নিখোঁজ হওয়ার আগে হান্নাহ তাঁর এক বন্ধুকে একটি রহস্যময় বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় তিনি উল্লেখ করেছিলেন—প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। আর এটি এমন কেউ করেছে, যাকে তিনি ভালোবাসেন বলে ভেবেছিলাম।
হান্নাহর বোন সিডনি কোবায়াশি এই বার্তাগুলোকে ‘খুব অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন। বার্তায় হান্নাহ উল্লেখ করেছেন—তিনি ভয় পাচ্ছেন এবং বাড়ি ফিরে যেতে পারছেন না। কিছুক্ষণ পর তাঁর বার্তাগুলো বন্ধ হয়ে যায়।
উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার হান্নাহ কোবায়াশির ওজন প্রায় ৬৪ কেজি। তাঁর চুল এবং চোখ বাদামি রঙের। হান্নাহ নিউইয়র্কে তাঁর খালা জর্ডান মনটালভো ও তাঁর স্বামী ববের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। তাঁরা সবাই মিলে ১২ নভেম্বর একটি কনসার্টে যাওয়ার টিকিটও কেটেছিলেন।
বাবার মৃতদেহ আবিষ্কারের পর হান্নাহর সন্ধান এখনো চলছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৪ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে