Ajker Patrika

ট্রাম্পের মতাদর্শ গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৫২
ট্রাম্পের মতাদর্শ গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন 

রাষ্ট্রীয় গোপন নথি গোপনের অভিযোগে নাস্তানাবুদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্য তাঁকে একহাত নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ট্রাম্পের মতাদর্শ গণতন্ত্রের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই মাস আগে বাইডেন এই মন্তব্য করলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পেনসিলভানিয়ার প্রাইমটাইমে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছেন, ‘ট্রাম্পের রাজনৈতিক মতাদর্শ ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন–মেগা’ গণতন্ত্রের জন্য হুমকি। এই মেগা মতাদর্শ এই দেশকে পেছনের দিকে নিয়ে যাবে।’ এ সময় তিনি বিরোধী রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থির ভাষণের সমালোচনা করেন। বাইডেন বলেন, ‘ম্যাককার্থি তাঁর বক্তব্যের মাধ্যমে “আমেরিকার আত্মাকে মারাত্মকভাবে জখম করেছেন”।’ 

এর আগে গত বৃহস্পতিবার রাতে ফিলাডেলফিয়ার ইনডিপেনডেন্স হলে এক ভাষণ দেন জো বাইডেন। এই হলেই আমেরিকার স্বাধীনতাপত্র স্বাক্ষরিত হয়েছিল। এখান থেকেই বাইডেন তাঁর মধ্যবর্তী নির্বাচনী প্রচারণা ‘আমেরিকার আত্মার পুনর্গঠন’ শুরু করেন। 

বাইডেন তাঁর বক্তব্যে জানান, তিনি ৭ কোটি ৪ লাখ মানুষকে ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য দোষারোপ করছেন না। তাঁর মতে, সব রিপাবলিকান, এমনকি অধিকাংশ রিপাবলিকানই ট্রাম্পের রাজনৈতিক মতাদর্শ মেগা পছন্দ করে না। 

বাইডেন বলেন, ‘তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আজ রিপাবলিকান পার্টি ট্রাম্প ও তাঁর রাজনৈতিক মতাদর্শ মেগা দ্বারা পরিচালিত। এবং এই মতাদর্শ দেশের জন্য ক্ষতিকর।’ ট্রাম্প আরও বলেন, ‘ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলাকারীরা নিজেদের দাঙ্গাকারী ভাবার পরিবর্তে নিজেদের দেশপ্রেমিক বলে ভাবতেই পছন্দ করে।’ 

বাইডেন আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা বলে এসেছি যে আমেরিকার গণতন্ত্র একটি নিশ্চিত ও নিশ্ছিদ্র। কিন্তু তা আসলে নয়। এখন আমাদের এটিকে রক্ষা করতে হবে। ধরে রাখতে হবে। এর জন্য লড়তে হবে এবং আমাদের প্রত্যেককেই এসব করতে হবে।’ 

তবে বাইডেনের গণতন্ত্র নিয়ে করা মন্তব্যগুলোকে হাওয়ায় ভেসে যেতে দেননি তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প তাঁর মেগা মতাদর্শকে সমর্থন করে বলেছেন, তাঁর প্রতিদ্বন্দ্বিরাই ‘গণতন্ত্রের জন্য হুমকি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত