Ajker Patrika

২০২৪ সালের নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২১: ৪৩
২০২৪ সালের নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। এবারও তাঁর রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এর আগেও তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছিলেন, এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নামার ইচ্ছা পোষণ করে বাইডেন বলেন, ‘আগামী নির্বাচন গণতন্ত্র এবং ব্যক্তিস্বাধীনতার লড়াই। আসুন, অসম্পন্ন কাজগুলো সমাপ্ত করি।’

তবে জো বাইডেন আগামী নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে খোদ ডেমোক্র্যাটদের মাঝেই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এনবিসি নিউজের এক জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ আমেরিকান এবং বেশির ভাগ ডেমোক্র্যাট মনে করেন, আগামী নির্বাচনে বাইডেনের অংশ নেওয়া উচিত হবে না।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে এবারও ২০২০ সালের নির্বাচনের মতো জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত