যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে দুই কর্মীকে গুলি করে পালিয়ে গেছে এক শিক্ষার্থী। পুলিশ তাকে তাড়া করেও ধরতে পারেনি। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ডেনভারের পুলিশপ্রধান রন থমাস জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ইস্ট হাইস্কুল থেকে গোলাগুলির খবর পেয়েছিলেন। এরপর পুলিশ ও চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বন্দুকধারী ওই শিক্ষার্থী কিংবা গুলিবিদ্ধ দুই কর্মী—কারও পরিচয় প্রকাশ করেননি পুলিশপ্রধান।
রন থমাস আরও বলেন, সম্প্রতি স্কুলগুলোতে বন্দুক হামলা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ওই শিক্ষার্থীকেও আজ তল্লাশি করার কথা ছিল। তার আগেই সে স্কুলের দুই কর্মীকে গুলি করে পালিয়ে যায়।
ডেনভারের মেয়র মাইকেল হ্যানকক বলেছেন, ‘সন্দেহভাজন ওই কিশোর একজন আফ্রিকান-আমেরিকান বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় হুডি পরা ছিল।’
মাত্র কয়েক সপ্তাহ আগে একই স্কুলের সামনে একটি গাড়িতে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এরপর গতকাল আবার গুলির ঘটনা ঘটল।
ডেনভার পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট অ্যালেক্স মারেরো বলেছেন, এ সপ্তাহের বাকি দিনগুলোয় স্কুলের সব ক্লাস বাতিল করা হয়েছে। এরপর শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরবে, তখন নিরাপত্তার প্রয়োজনে সশস্ত্র কর্মকর্তারা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে দুই কর্মীকে গুলি করে পালিয়ে গেছে এক শিক্ষার্থী। পুলিশ তাকে তাড়া করেও ধরতে পারেনি। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ডেনভারের পুলিশপ্রধান রন থমাস জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ইস্ট হাইস্কুল থেকে গোলাগুলির খবর পেয়েছিলেন। এরপর পুলিশ ও চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বন্দুকধারী ওই শিক্ষার্থী কিংবা গুলিবিদ্ধ দুই কর্মী—কারও পরিচয় প্রকাশ করেননি পুলিশপ্রধান।
রন থমাস আরও বলেন, সম্প্রতি স্কুলগুলোতে বন্দুক হামলা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ওই শিক্ষার্থীকেও আজ তল্লাশি করার কথা ছিল। তার আগেই সে স্কুলের দুই কর্মীকে গুলি করে পালিয়ে যায়।
ডেনভারের মেয়র মাইকেল হ্যানকক বলেছেন, ‘সন্দেহভাজন ওই কিশোর একজন আফ্রিকান-আমেরিকান বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় হুডি পরা ছিল।’
মাত্র কয়েক সপ্তাহ আগে একই স্কুলের সামনে একটি গাড়িতে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এরপর গতকাল আবার গুলির ঘটনা ঘটল।
ডেনভার পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট অ্যালেক্স মারেরো বলেছেন, এ সপ্তাহের বাকি দিনগুলোয় স্কুলের সব ক্লাস বাতিল করা হয়েছে। এরপর শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরবে, তখন নিরাপত্তার প্রয়োজনে সশস্ত্র কর্মকর্তারা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
১০ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১১ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
১১ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১২ ঘণ্টা আগে